এসএসসি আইসিটি mcq

এসএসসি আইসিটি mcq | Chapter-4 PDF

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভাল আছ। এই  আর্টিকেলের মাধ্যমে জানতে পারবে এসএসসি আইসিটি mcq অধ্যায়-৪ এর সকল গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর সহকারে। তোমাদের সুবিধার্থে এই আর্টিকেলের শেষে ssc ict mcq questions and answers pdf কপি যুক্ত করা আছে। তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে।

আমরা মোটামোটি সবাই জানি মাইক্রোসফট অফিস হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সফটওয়্যার। এছাড়াও বিভিন্ন ধরণের অফিস সফটওয়্যার রয়েছে। যাদের মধ্যে যেকোন একটি আমরা ব্যবহার করতে পারি।

বর্তমানে অনেকেই এগুলোর সর্বশেষ সংস্করণ ব্যবহার করছে। তবে যেকোন একটি সংস্করণে অভিজ্ঞ হলে অন্যটি ব্যবহার করতে কোনো অসুবিধা হয় না।

বাংলাদেশে যেহেতু মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি বেশি ব্যবহৃত হয় তাই এখানে আমরা মাইক্রোসফট অফিস ২০০৭ এর মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল এর ভিত্তিতে কাজ করে থাকি।

ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ

মানুষের মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম হলো লেখালেখি করা। আমাদের প্রয়োজনে আমাদেরকে নানারকমের লেখালেখি করতে হয়। হতে পারে সেটা কবিতা, গল্প, উপন্যাস বা দিনপঞ্জি লেখা।

লেখালেখি ছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের ছোট-বড় হিসাব করতে হয়। বাজারের হিসাব, বাসাভাড়ার হিসাব, পরীক্ষার ফলাফল প্রস্তুত ইত্যাদি। আমাদের লেখালেখি ও হিসাবের এ কাজগুলো করা এক সময় কষ্টসাধ্য ছিল।

কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে এ কাজগুলো করার জন্য এখন আমাদের হাতের নাগালে রয়েছে অনেক ধরনের সফটওয়্যার। এসব সফটওয়্যারকে বলা হয় অফিস সফটওয়্যার আমাদের ডেস্কটপ, ল্যাপটপ বা স্মার্টফোনে এ সফটওয়্যারগুলো ব্যবহার করা যায়।

লেখালেখির জন্য রয়েছে ওয়ার্ড প্রসেসর আর হিসাবের জন্য রয়েছে স্প্রেডশিট এনালাইসিস সফটওয়্যার। এগুলো সম্পর্কে তোমরা পূর্ববর্তী শ্রেণিগুলোতে প্রাথমিক ধারণা পেয়েছ। এ শ্রেণিতে তোমরা এগুলো সম্পর্কে কিছু অগ্রসর ধারণা পাবে । কোনোকিছু লেখার কাজ হলো কল্পনার জগৎকে বাস্তবে নিয়ে আসা।

মানুষ তার কল্পনাকে অন্যের কাছে তুলে ধরতে মাধ্যম হিসেবে লেখার কাজ শুরু করে। এ ইতিহাস আমরা অনেকেই জানি। বর্তমানে এ কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে । আর এক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং-এর গুরুত্ব অনেক।

টেলিভিশন, মোবাইল ফোন বা কম্পিউটার ইত্যাদি যন্ত্রে তথ্য গ্রহণ ও উপস্থাপনের জন্য বেশিরভাগ সময় লিখিত কোনোকিছুর প্রয়োজন হয়। আগে যেভাবেই করা হোক না কেন এখন এ কাজটি করা হচ্ছে ওয়ার্ড প্রসেসরের সাহায্যে।

ওয়ার্ড প্রসেসরে কাজ করতে গিয়ে আমরা অনেক সুবিধা পেয়ে থাকি এবং সেগুলো নিয়ে নিচে এসএসসি আইসিটি mcq এর ধারনা দেওয়া হলো-

ইংরেজি শিখার গুরুত্বপূর্ণ সাইট-

ওয়ার্ড প্রসেসরে লেখার কাজ

১. কোনো ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন?
[ক] নান্দনিকতার জন্য
☑ বারবার ব্যবহারের জন্য
[গ] পুনর্বিন্যাস করার জন্য
[ঘ] কপি সুবিধার জন্য

এসএসসি আইসিটি mcq
এসএসসি আইসিটি mcq

২. কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়?
[ক] নিউ [খ] ওপেন
☑ সেইভ [ঘ] সেইভ এজ

৩. স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে-
i. লেখালেখি করা সহজ
ii. সূত্র ব্যবহার করা যায়
iii. উপাত্ত বিন্যাস করা যায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii [খ] i ও iii
☑ ii ও iii [ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে এসএসসি আইসিটি mcq ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সৌমিত্র শখের বশে প্রকৃতি নিয়ে পত্রিকায় লেখালেখি করে। মাঝে মাঝে তার লেখার সাথে ফুল, পাখি বা নদীর ছবি দিতে হয়। সে পেশাগত জীবনে একজন হিসাবরক্ষণ কর্মকর্তা। সেখানে তাকে কর্মচারীদের বেতনের হিসাব রাখতে হয় এবং মাসিক প্রতিবেদন জমা দিতে হয়।

৪. সৌমিত্রকে তার শখের কাজে কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়?
☑ ওয়ার্ড প্রসেসর [খ] স্প্রেডশিট
[গ] গ্রাফিক্স [ঘ] ডাটাবেজ
৫. সৌমিত্রকে তার পেশাগত কাজে-
i. টেমপ্লেট ব্যবহার করতে হয়
ii. সূত্র ব্যবহার করতে হয়
iii. উপাত্ত বিন্যাস করতে হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii ☑ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে এসএসসি আইসিটি mcq এর ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
লায়লা  অফিস-2007 এ ডকুমেন্ট প্রসেসিং-এর কাজ করার সময় তার ডকুমেন্টে ইমেজ যোগ করতে তামান্নার সাহায্য নিল।

৭. তামান্না প্রথমে কোন মেনুর কোন গ্রুপে ক্লিক করেছিল? (প্রয়োগ)
[ক] Insert মেনুর Links গ্রুপে
☑ Insert মেনুর Illustration গ্রুপে
[গ] Home মেনুর Paragraph গ্রুপে
[ঘ] Home মেনুর Picture গ্রুপে

৮. উক্ত গ্রুপের অন্যান্য Option গুলোর মধ্যে রয়েছে-
i. Chart
ii. Oil Art
iii. Smart Art
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii ☑ i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii

৮. মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম কোনটি? (জ্ঞান)
☑লেখালেখি করা [খ] পড়াশোনা করা
[গ] খেলাধুলা করা [ঘ] গবেষণা করা

৯. আমাদের লেখালেখি ও হিসাবের কাজগুলো পূর্বে কেমন ছিল? (জ্ঞান)
[ক] সহজ [খ] সরল
☑ কষ্টসাধ্য [ঘ] ব্যয়বহুল

১০. লেখালেখি ও হিসাবের কাজ করার জন্য এখন আমাদের হাতের নাগালে কী রয়েছে? (জ্ঞান)
[ক] ক্যালকুলেটর [খ] টাইপ রাইটার
☑ সফটওয়্যার [ঘ] কম্পিউটার

১১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলে লেখালেখি ও হিসাবের জন্য আমরা যেসব সফটওয়্যার ব্যবহার করি সেগুলোকে কী বলে? (জ্ঞান)
☑ অফিস সফটওয়্যার
[খ] মাইক্রো সফটওয়্যার
[গ] ডেটাবেজ সফটওয়্যার
[ঘ] Information সফটওয়্যার

১২. নিচের কোনটি অফিস সফটওয়্যার? (এসএসসি আইসিটি mcq-জ্ঞান)
[ক] উইকিপিডিয়া স্প্রেডশিট এনালাইসিস
[গ] অপেরা মিনি [ঘ] ফেসবুক

১৩. লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে? (জ্ঞান)
☑ ওয়ার্ড প্রসেসর
[খ] স্প্রেডশিট এনালাইসিস
[গ] পাওয়ার পয়েন্ট
[ঘ] ওয়ার্ড পাবলিসার

১৪. জিয়ান তার কম্পিউটারে হিসাবনিকাশের কাজ করতে চায়। এ জন্য তাকে কোন সফটওয়্যারটি ইনস্টল করতে হবে? (প্রয়োগ)
[ক] ফটোশপ [খ] পাওয়ার পয়েন্ট
☑স্প্রেডশিট এনালাইসিস [ঘ] ডেটাবেজ

১৫. মানুষ কেন লেখার কাজ শুরু করেছিল? (অনুধাবন)
[ক] পারিবারিক হিসাব রাখার জন্য
[খ] শিকারকৃত পশুর হিসাব রাখার জন্য
☑ নিজ কল্পনাকে অন্যের কাছে তুলে ধরার জন্য
[ঘ] প্রয়োজনীয় নির্দেশনা সবাইকে জানিয়ে দেয়ার জন্য

১৬. কোন ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং এর গুরুত্ব অনেক? (জ্ঞান)
[ক] হিসাব নিকাশ ☑ লেখালেখি
[গ] তথ্য ব্যবস্থাপনা [ঘ] তথ্য উপস্থাপনা

১৭. ওয়ার্ড প্রসেসরে কাজ করার সুবিধা কোনটি? (অনুধাবন)
☑ লেখাকে নান্দনিকভাবে উপস্থাপন করা যায়
[খ] ফাংশন ব্যবহার করে সহজে উপাত্ত বিশ্লেষণ করা যায়
[গ] লেখায় ভুল হলে স্বয়ংক্রিয়ভাবে সংশোধন হয়ে যায়
[ঘ] সূত্র ব্যবহার করে অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায়

১৮. জাবেদ ওয়ার্ড প্রসেসরে লেখালেখির কাজ করে। তার লেখায় কোনো ভুল হলে কী হয়? (প্রয়োগ)
[ক] ভুলটি কোনোভাবেই সংশোধন করা যায় না
[খ] ভুলটি স্বয়ংক্রিয়ভাবে সংশোধন হয়ে যায়
☑ ভুলটি সাথে সাথে সংশোধনের সুযোগ পাওয়া যায়
[ঘ] ভুলটি সংশোধনের জন্য কাজটি নতুন করে করতে হয়

১৯. ওয়ার্ড প্রসেসরে লেখাকে নান্দনিকভাবে উপস্থাপন করা যায় কেন? (অনুধাবন)
ক এখানে ভুল সংশোধনের সুযোগ রয়েছে
খ এখানে ফাইল খুব সহজে সংরক্ষণযোগ্য
[গ] এখানে ফাইন্ড-রিপ্লেস কমান্ড ব্যবহার করা যায়
☑ এখানে লেখা সম্পাদনার সুযোগ রয়েছে

২০. কোন কমান্ড ব্যবহার করে অল্প সময়ে শব্দ খোঁজা এবং প্রতিস্থাপন করা যায়? (এসএসসি আইসিটি mcq-জ্ঞান)
[ক] টেমপেস্ট ☑ফাইন্ড-রিপ্লেস
[গ] ওয়ার্ড ফাইন্ড [ঘ] Ctrl + P

২১. ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করার সুবিধা কোনটি? (অনুধাবন)
☑ সময় সাশ্রয় হয় [খ] আকর্ষণীয়তা বৃদ্ধি পায়
[গ] খোঁজা সহজ হয় [ঘ] স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়

২২. কোনো ডকুমেন্ট প্রতি সপ্তাহে ল্যাব রিপোর্ট হিসেবে প্রস্তুত করার প্রয়োজন হলে সেটি কী আকারে সংরক্ষণ করে রাখলে বারবার ব্যবহার করা যায়? (জ্ঞান)
[ক] ফাইন্ড [খ] ফাইন্ড-রিপ্লেসেস
[গ] টেমপ্লেসিং ☑ টেমপ্লেট

২৩. বানান সংশোধন করা যায় কোন সফটওয়্যারের সাহায্যে? (এসএসসি আইসিটি mcq-জ্ঞান)
☑ স্পেল চেকার [খ] ওয়ার্ড প্রসেসর
[গ] পাওয়ার চেকার [ঘ] ফন্ট চেকার

২৪. কোন সফটওয়্যারে স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধনের ব্যবস্থা আছে? (জ্ঞান)
☑ ওয়ার্ড প্রসেসর [খ] স্প্রেডশিট
[গ] লিনাক্স [ঘ] অপেরা মিনি

২৫. ওয়ার্ড 2007-এর অফিস বাটনটি কোথায় থাকে? (জ্ঞান)
☑উইন্ডোর উপরের বাম দিকের কোণায়
[খ] উইন্ডোর উপরের ডান দিকের কোণায়
[গ] উইন্ডোর নিচের বাম দিকের কোণায়
[ঘ] উইন্ডোর নিচের ডান দিকের কোণায়

২৬. শায়লা তার কম্পিউটারে ওয়ার্ড 2007 চালু করার পর মনিটরের পর্দায় একটি উইন্ডো দেখতে পেল। এই উইন্ডোর Home ট্যাবের পাশে সে কোন ট্যাব দেখতে পাবে? (প্রয়োগ)
[ক] View ☑Insert
[গ] Mailings [ঘ] Page Layout

২৭. নতুন ডকুমেন্ট খুলতে কোথায় ক্লিক করতে হয়? (এসএসসি আইসিটি mcq-জ্ঞান)
☑নিউ [খ] ওপেন
[গ] সেইভ [ঘ] ক্লোজ

২৮. পূর্বে সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট খুলতে কোথায় ক্লিক করতে হয়? (জ্ঞান)
[ক] নিউ ☑ ওপেন
[গ] সেইভ [ঘ] ক্লোজ

২৯. ডকুমেন্ট সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয়? (জ্ঞান)
[ক] ওপেন [খ] সেইভ এজ
☑সেইভ [ঘ] ক্লোজ

৩০. এসএসসি আইসিটি mcq-মালিহা  ছুটির দিনে তার কম্পিউটারে একটি এসাইনমেন্ট তৈরি করল। এই এসাইনমেন্টটি সংরক্ষণ করার জন্য তাকে কোথায় ক্লিক করতে হবে? (প্রয়োগ)
[ক] নিউ [খ] ভিউ
☑ সেইভ [ঘ] সেইভ এজ

৩১. খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য কোথায় ক্লিক করতে হয়? (এসএসসি আইসিটি mcq-জ্ঞান)
[ক] নিউ [খ] ওপেন
☑ ক্লোজ [ঘ] Exit

৩২. জাবেদ তার কম্পিউটারে গতকাল ‘Management Study’ নামে একটি ফাইল সেইভ করে রেখেছিল। ফাইলটি খোলার জন্য তাকে এখন কোথায় ক্লিক করতে হবে? (প্রয়োগ)
[ক] নিউ ☑ ওপেন
[গ] সেইভ এজ [ঘ] ক্লোজ

৩৩. আশরাফুল ইসলাম গত বছরের একটি ফাইল খোলে তাতে কিছু সংশোধন করলেন। কাজ শেষে তিনি সেভ অপশনে ক্লিক করলেন। এ ক্ষেত্রে কী ঘটবে? (প্রয়োগ)
[ক] তার নতুন ফাইলটি হারিয়ে যাবে
[খ] তার দুটো ফাইলই সংরক্ষিত হবে
☑ তার পুরানো ফাইলটি হারিয়ে যাবে
[ঘ] তার দুটো ফাইলই হারিয়ে যাবে

৩৪. মিজান তার কম্পিউটারে মাইক্রোসফট 2007 চালু করে অফিস বাটনে ক্লিক করল। এতে যে ফাইলটি আসবে তাতে সে কোন অপশনটি পাবে? (প্রয়োগ)
☑Print [খ] Insert
[গ] Table [ঘ] Chart

৩৫. ওয়ার্ড প্রসেসিং-এর বাংলা অর্থ কী? (জ্ঞান)
☑ বর্ণ প্রক্রিয়াকরণ [খ] প্রক্রিয়াকরণ
[গ] অর্থ শব্দ প্রক্রিয়াকরণ [ঘ] প্রসেস করা

৩৬. লেখালেখির কাজ করাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] ওয়ার্ড
☑ ওয়ার্ড প্রসেসিং
[গ] স্প্রেডশিট এনালাইসিস
[ঘ] মাইক্রোসফট অফিস

৩৭. কোনটি মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম? (জ্ঞান)
☑ লেখালেখি করা [খ] বই পড়া
[গ] ঘুরে বেড়ানো [ঘ] গান শোনা

৩৮. মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা কে? (জ্ঞান)
[ক] অ্যাডা লাভলেস [খ] স্টিভ জবস
[গ] মার্ক জাকারবার্গ ☑ বিল গেটস

৩৯. মাইক্রোসফট অফিস সফটওয়্যারকে বিশ্বব্যাপী জনপ্রিয় করেন কে? (জ্ঞান)
[ক] লর্ড বায়রন ☑ বিল গেটস
[গ] ব্যাচম্যান [ঘ] মার্কনি

৪০. কম্পিউটারে চিঠিপত্র লেখার কাজে সাধারণত কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়? (অনুধাবন)
☑ Word processing [খ] Excel
[গ] Powerpoint [ঘ] Database

৪১. কম্পিউটারে কোনো কিছু লেখালেখির ক্ষেত্রে নানাদিক থেকে সুবিধা পাওয়া যায় কোন প্রোগ্রাম ব্যবহারে? (অনুধাবন)
[ক] লোটাস [খ] মাইক্রোসফট এক্সেল
☑ মাইক্রোসফট ওয়ার্ড [ঘ] পাওয়ার পয়েন্ট

৪২. কম্পিউটারে দ্রুত ও নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায় কোন প্রোগ্রাম ব্যবহারে? (জ্ঞান)
☑ মাইক্রোসফট ওয়ার্ড [খ] ফটোশপ
[গ] ফক্সপ্রো [ঘ] মাইক্রোসফট এক্সেস

৪৩. লেখালেখি ও হিসাবের কাজে ব্যবহৃত সফটওয়্যার কোনটি? (জ্ঞান)
[ক] গ্রাফিক্স সফটওয়্যার
[খ] মাল্টিমিডিয়া সফটওয়্যার
☑ অফিস সফটওয়্যার
[ঘ] প্রোগ্রামিং সফটওয়্যার

৪৪. বহুপূর্বে লেখালেখির কাজে কোনটি ব্যবহার করা হতো? (জ্ঞান)
[ক] ওয়ার্ড প্রসেসর ☑ টাইপরাইটার
[গ] কম্পিউটার [ঘ] লোটাস

৪৫. টাইপরাইটার কী কাজে ব্যবহার করা হয়? (জ্ঞান)
[ক] হিসাবের কাজে [খ] প্রিন্টের কাজে
☑ লেখালেখির কাজে [ঘ] গ্রাফিক্সের কাজে

৪৬. টাইপরাইটারে কালির বদলে কী ব্যবহার করা হয়? (জ্ঞান)
☑ রিবন [খ] কার্বন [গ] গ্রাফাইট [ঘ] রঙ

৪৭. টাইপরাইটারে কোন সুবিধাটি পাওয়া যায় না? (জ্ঞান)
[ক] লেখালেখি ☑ সম্পাদনা
[গ] সুন্দর অক্ষর [ঘ] কীবোর্ডের ব্যবহার

৪৮. ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা কোনটি? (অনুধাবন)
[ক] লেখালেখি [খ] ছবি সংযোজন
☑ এডিটিং [ঘ] সেভ করা বা সংরক্ষণ

৪৯. ওয়ার্ড প্রসেসরে কোন অপশনটি রয়েছে? (অনুধাবন)
[ক] Formula ☑ Edit
[গ] Slide [ঘ] Animation

৫০. কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং-এর কাজ করে কী তৈরি করা যায়? (প্রয়োগ)
[ক] টেবিল ☑ ডকুমেন্ট
[গ] ডেটাবেজ [ঘ] প্রেজেন্টেশন

৫১. ওয়ার্ড পারফেক্ট কী ধরনের প্রোগ্রাম? (জ্ঞান)
[ক] এক্সেল প্রোগ্রাম
☑ ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম
[গ] গ্রাফিক্স প্রোগ্রাম
[ঘ] ডেটাবেজ প্রোগ্রাম

৫২. ওপেন অফিস রাইটার কী ধরনের প্রোগ্রাম? (অনুধাবন)
☑ ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম [খ] স্প্রেডশিট প্রোগ্রাম
[গ] হিসাব-নিকাশ প্রোগ্রাম [ঘ] সফটওয়্যার তৈরির প্রোগ্রাম

৫৩. হিসাবের জন্য ব্যবহৃত অফিস প্রোগ্রাম কোনটি? (জ্ঞান)
[ক] মাইক্রোসফট ওয়ার্ড
☑ স্প্রেডশিট এনালাইসিস সফটওয়্যার
[গ] মাইক্রোসফট অফিস আউটলুক
[ঘ] ওরাকল

৫৪. একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায় কোন সফটওয়্যারে? (জ্ঞান)
[ক] ক্যালকুলেটর
☑ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
[গ] টাইপরাইটার
[ঘ] মাই অ্যাডমিন

৫৫. মানুষ তার কল্পনাকে অন্যের সামনে তুলে ধরে কিসের মাধ্যমে? (অনুধাবন)
[ক] হিসাব-নিকাশের মাধ্যমে
[খ] ঘুরে বেড়ানোর মাধ্যমে
[গ] ডেটাবেজের ব্যবহারে
☑ লেখালেখির মাধ্যমে

৫৬. লেখালেখির উন্নয়নে বর্তমানে কিসের ব্যবহার হচ্ছে? (জ্ঞান)
☑ তথ্য প্রযুক্তির [খ] মোবাইলের
[গ] ক্যালকুলেটর [ঘ] টাইপরাইটার

৫৭. লেখালেখির কাজে তথ্য প্রযুক্তির উপহার কোনটি? (জ্ঞান)
[ক] স্প্রেডশিট [খ] ডেটাবেজ প্রোগ্রাম
☑ওয়ার্ড প্রসেসর [ঘ] পাওয়ার পয়েন্ট

৫৮. কম্পিউটারে তথ্য গ্রহণ ও উপস্থাপনে সাহায্য করে কোনটি? (জ্ঞান)
☑ ওয়ার্ড প্রসেসর [খ] মোবাইল
[গ] আউটলুক [ঘ] কীবোর্ড

৫৯. কোন সুবিধার কারণে ওয়ার্ড প্রসেসরে লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপন করা যায়? (প্রয়োগ)
[ক] ফাইভ এন্ড রিপ্লেস [খ] Copy করা
☑ সম্পাদনার [ঘ] সংরক্ষণ

৬০. লেখা সম্পাদনার প্রথম কাজ কোনটি? (অনুধাবন)
[ক] লেখার আকার ছোট বড় করা
☑ বানান সংশোধন করা
[গ] ছবি যোগ করা
[ঘ] বক্স আকারে লেখাকে উপস্থাপন করা

৬১. ওয়ার্ড প্রসেসরের কোন অপশনটি document সংরক্ষণে ব্যবহৃত হয়? (প্রয়োগ)
[ক] Open ☑ Save
[গ] Prepare [ঘ] Publish

৬২. ওয়ার্ড প্রসেসরে পূর্বে ডকুমেন্টকে বার বার ব্যবহার করা যায় কিভাবে? (এসএসসি আইসিটি mcq-অনুধাবন)
☑ ডকুমেন্ট সংরক্ষণ করে
[খ] ডকুমেন্টের চার্ট ব্যবহার করে
[গ] কীবোর্ড ব্যবহার করে
[ঘ] document পাবলিশ করে

৬৩. ওয়ার্ড প্রসেসরে তথ্য এক document হতে অন্য document-এ কিভাবে নেওয়া যায়? (প্রয়োগ)
[ক] পেস্ট করে
[খ] ফাইন্ড এন্ড রিপ্লেস ব্যবহারে
☑ কপি করে
[ঘ] টেমপ্লেট ব্যবহার করে

৬৪. ওয়ার্ড প্রসেসরে অল্প সময়ে শব্দ খোঁজার জন্য কোন কমান্ডটি ব্যবহার হয়? (প্রয়োগ)
[ক] ইনসার্ট কমান্ড
[খ] চার্ট কমান্ড
☑ ফাইন্ড এন্ড রিপ্লেস কমান্ড
[ঘ] বাট কমান্ড

৬৫. ওয়ার্ড প্রসেসরে বার বার প্রয়োজনীয় ডকুমেন্টটি কিভাবে সংরক্ষণ করলে সময় সাশ্রয় হয়? (প্রয়োগ)
[ক] পিডিএফ আকারে [খ] ওয়ার্ড আকারে
☑ টেমপ্লেট আকারে [ঘ] ইমেজো আকারে

৬৬. বড় আকারের ডকুমেন্টে কাজ করা যায় কোন সফটওয়্যারে? (জ্ঞান)
☑ ওয়ার্ড প্রসেসর [খ] এক্সেল
[গ] My SQL [ঘ] গ্রাফিক্স সফটওয়্যার

৬৭. কোন অপশন ব্যবহারে ওয়ার্ডে বানান চেক করা যায়? (অনুধাবন)
[ক] Refference
☑ Spelling & grammar checking
[গ] Word checker
[ঘ] Speller

৬৮. কোন সফটওয়্যারের সাহায্যে বানান সংশোধন করা যায়? (জ্ঞান)
☑ স্পেল চেকার
[খ] স্পেলিং
[গ] ফটোশপ সফটওয়্যার
[ঘ] একসেস সফটওয়্যার

৬৯. স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধনের ব্যবস্থা রয়েছে কোন সফটওয়্যারে? (জ্ঞান)
[ক] প্রোগ্রামিং সফটওয়্যার
☑ ওয়ার্ড প্রসেসর
[গ] মাইক্রোসফট একসেস
[ঘ] ডিজাইন সফটওয়্যার

৭০. সংরক্ষিত ওয়ার্ড ডকুমেন্ট কতবার প্রিন্ট করা যায়? (অনুধাবন)
[ক] এক বার [খ] দুই বার
[গ] পাঁচ বার ☑ যতবার খুশি ততোবার

৭১. কোন ব্যবস্থার কারণে যেকোনো স্থান থেকে যেকোনো সময় ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট করা যায়? (প্রয়োগ)
[ক] এমটিএস পদ্ধতিতে
[খ] ফটোকপি মেশিনের মাধ্যমে
☑ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে
[ঘ] কম্পিউটারের মাধ্যমে

৭২. কোন ধরনের ফাইল সংরক্ষণ সবচেয়ে সহজ? (জ্ঞান)
[ক] কাগজের নথি [খ] পেপার
[গ] কাগজের ফাইল ☑ ওয়ার্ড ফাইল

৭৩. আধুনিক অফিস ব্যবস্থায় অপরিহার্য কোনটি? (জ্ঞান)
[ক] ওয়ার্ড প্রসেসর ☑ ফাইল ব্যবস্থাপনা
[গ] অফিস অটোমেশন [ঘ] কম্পিউটার ব্যবহার

৭৪. অফিস বাটন থাকে নিচের কোন সফটওয়্যারে? (জ্ঞান)
[ক] ইয়াহু ☑ ওয়ার্ড প্রসেসর
[গ] ইলাস্ট্রেটর [ঘ] ফটোশপ

৭৫. ওয়ার্ড প্রসেসর উইন্ডোর কোথায় অফিস বাটনের অবস্থান? (অনুধাবন)
[ক] নিচের বামদিকে কোণায়
[খ] status bar এ
☑ উপরের বামদিকে কোণায়
[ঘ] রিবনে

৭৬. ওয়ার্ড প্রসেসরে নিউ অপশনটি কোন বাটনে থাকে? (জ্ঞান)
[ক] Home [খ] ইনসার্ট
[গ] রেফারেন্স ☑ অফিস বাটন

৭৭. ওয়ার্ড প্রসেসরে Open অপশনটি কোন বাটনে থাকে? (জ্ঞান)
☑ অফিস বাটনে [খ] পেইজ লেআউট
[গ] টেক্সট [ঘ] রিভিউ

৭৮. Save ও Save as অপশন দুটি ওয়ার্ডের কোন বাটনের অপশন? (জ্ঞান)
[ক] রেফারেন্স [খ] clipboard
☑ অফিস বাটন [ঘ] এডিটিং

৭৯. Insert বাটনে পাওয়া যায় কোন অপশনটি? (এসএসসি আইসিটি mcq-জ্ঞান)
[ক] Open ☑ Table
[গ] Save [ঘ] Prepare

৮০. Prepare অপশনটি কোন ওয়ার্ড বাটনের? (জ্ঞান)
☑ অফিস বাটন [খ] Home
[গ] ইনসার্ট [ঘ] মেইলিং

৮১. Print অপশনটি ওয়ার্ড প্রসেসরের কোন বাটনে পাওয়া যায়? (জ্ঞান)
ক হোম [খ] ইনসার্ট
[গ] রিভিউ ☑ অফিস বাটনে

৮২. ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খোলার কীবোর্ড কমান্ড কোনটি? (জ্ঞান)
ক Ctrl + 0 ☑ Ctrl + N
[গ] Ctrl + P [ঘ] Ctrl + C

৮৩. ওয়ার্ডে Print অপশনটি কোথায় পাওয়া যায়? (অনুধাবন)
ক Formula-এ [খ] Insert-এ
[গ] Text-এ ☑ অফিস বাটনে

৮৪. ওয়ার্ডে Publish অপশনটি কোথায় পাওয়া যায়? (অনুধাবন)
[ক] হোম ট্যাবে [খ] রেফারেন্স ট্যাবে
☑ অফিস বাটনে [ঘ] পেইজ সেটআপ গ্রুপে
৮৫. Business contact manager এ অপশনটি ওয়ার্ড প্রসেসরের কোন বাটনে থাকে? (প্রয়োগ)
☑ অফিস বাটনে [খ] হোম
[গ] রিভিউ [ঘ] মেইলিং

৮৬. ওয়ার্ড প্রসেসরে ডকুমেন্ট প্রিন্টের কীবোর্ড কমান্ড কোনটি? (জ্ঞান)
[ক] Shift + P [খ] Alt + P
☑ Ctrl + P [ঘ] P + enter

৮৭. ঈষড়ংব ড়ঢ়ঃরড়হ টি ওয়ার্ড প্রসেসরের কোন বাটনের অংশ? (জ্ঞান)
[ক] New ☑ Office button
[গ] Insert [ঘ] Clipboard

৮৮. মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সবচেয়ে আধুনিক কোনটি? (অনুধাবন)
☑ Microsoft Word 2021
[খ] Microsoft Word 2016
[গ] Microsoft Word 2007
[ঘ] Microsoft Word 2003

৮৯. পূর্বে সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট খুলতে কোথায় ক্লিক করতে হয়? (জ্ঞান)
[ক] নিউ অপশনে [খ] ক্লোজ অপশনে
[গ] প্রিপেয়ার অপশনে ☑ ওপেন অপশনে

৯০. কোনো document সংরক্ষণ করতে কোথায় মাউস ক্লিক করতে হয়? (অনুধাবন)
[ক] ওপেন অপশনে ☑ সেইভ অপশনে
[গ] পাবলিশ অপশনে [ঘ] নিউ অপশনে

৯১. ওপেন অপশনটির কীবোর্ড কমান্ড কোনটি? (প্রয়োগ)
[ক] Ctrl + [খ] Ctrl + P
☑ Ctrl + O [ঘ] Shift + O

৯২. একই document কে ভিন্ন নামে ংধাব করতে কোন অপশনটি ব্যবহার করতে হয়? (অনুধাবন)
[ক] Save [খ] Save in
☑ Save as [ঘ] Save of

৯৩. একই Document ভিন্ন নামে সংরক্ষণের সুবিধা কী? (অনুধাবন)
[ক] Document এ ওয়ার্ড আর্ট যোগ করা যায়
☑ মূল Document অপরিবর্তিত রেখে নতুন সংরক্ষিত Document এ কাজ করা যায়
[গ] Document খুঁজে পেতে সুবিধা হয়
[ঘ] Document বার বার ব্যবহার করা যায়

৯৪. অফিস বাটনের নিটকস্থ ডান পাশের আইকনটিকে কী বলে? (জ্ঞান)
[ক] Copy আইকন [খ] Font আইকন
☑ Save আইকন [ঘ] Clipboard

৯৫. Insert বাটনের নিকটস্থ বামপাশের বাটন কোনটি? (জ্ঞান)
☑ Home [খ] Office
[গ] Reference [ঘ] Table

৯৬. যদি ওয়ার্ড প্রসেসরে কোনো নতুন document ড়ঢ়বহ করতে হয় তবে কোন বাটনে ক্লিক করতে হবে? (অনুধাবন)
[ক] Home ট্যাব এ [খ] Insert ট্যাব এ
☑ Office বাটনে [ঘ] Open অপশনে

৯৭. আমাদের দৈনন্দিন জীবনের ছোট বড় হিসাবের আওতাভুক্ত হলো-
i. বাজারের হিসাব
ii. বাসা ভাড়ার হিসাব
iii. পরীক্ষার ফলাফল প্রস্তুত

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii ☑ i, ii ও iii

৯৮. মনির সাহেব তার কম্পিউটারে অফিস সফটওয়্যার প্রোগ্রামটি ইনস্টল করলেন। এই প্রোগ্রামটি ব্যবহার করে তিনি তার যে কাজগুলো করতে পারবেন-
i. নানারকম লেখালেখির কাজ
ii. কম্পিউটার প্রোগ্রাম তৈরির কাজ
iii. দৈনন্দিন ছোট বড় হিসাবের কাজ
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii ☑ i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii

৯৯. অফিস সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি-
i. ডেস্কটপ কম্পিউটারে
ii. ল্যাপটপ কম্পিউটারে
iii. স্মার্টফোনে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii ☑ i, ii ও iii

১০০. তথ্য গ্রহণ ও উপস্থাপনের জন্য লিখিত কিছুর প্রয়োজন-
i. টেলিভিশনে
ii. কম্পিউটারে
iii. মোবাইল ফোনে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii ☑ i, ii ও iii

১০১। কবিতা, গল্প ইত্যাদি লেখার জন্য আমারা কোন সফটওয়্যার ব্যবহার করি¬? (এসএসসি আইসিটি mcq-জ্ঞান)
ক) স্প্রেডশিট প্রোগ্রাম
খ) পাওযারপয়েন্ট প্রোগ্রাম
☑ ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম
ঘ) ভিজুয়াল বেসিক প্রোগ্রাম

১০২। পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? (জ্ঞান)
☑ স্প্রেডশিট প্রোগ্রাম
খ) পাওয়ারপয়েন্ট প্রোগ্রাম
গ) ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম
ঘ) ভিজুয়াল বেসিক প্রোগ্রাম

১০৩। ব্যবসায়িক হিসাব নিকাশের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? (জ্ঞান)
☑ স্প্রেডশিট প্রোগ্রাম
খ) পাওয়ারপয়েন্ট প্রোগ্রাম
গ) ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম
ঘ) ভিজুয়াল বেসিক প্রোগ্রাম

১০৪। কোন যন্ত্রে অফিস সফটওয়্যার ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক) ফ্যাক্স
খ) সুইচ
গ) ক্যালকুলেটর
☑ স্মার্ট ফোন

১০৫। কল্পনার জগৎকে বাস্তবে নিয়ে আসার উপকরণ কোনটি? (জ্ঞান)
ক) খেলাধুলা করা ☑ লেখালেখি করা
গ) লেখাপড়া করা ঘ) হিসাব করা

১০৬। নির্ভুলভাবে লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয় ? (জ্ঞান)
ক) স্প্রেডশিট প্রোগ্রাম
খ) পাওয়ারপয়েন্ট প্রোগ্রাম
☑ ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম
ঘ) ভিজুয়াল বেসিক প্রোগ্রাম

১০৭। নিচের কোনটি ওয়ার্ডপ্রসেসিং প্রোগ্রামের বৈশিষ্ট্য? (জ্ঞান)
☑ নির্ভুলভাবে লেখালেখি করা যায়
খ) লেখালেখির সময় ভুলের পরিমাণ বেশি হয়
গ) ভুল সংশোধন করা যায় না
ঘ) ভুল সনাক্ত করা যায় না

১০৮। লেখালেখির সময় কোন সফটওয়্যারে ভুল সংশোধনের সুযোগ পাওয়া যায়? (জ্ঞান)
ক) এডোব রিডার
খ) ভিডিও প্লেয়ার
☑ ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম
ঘ) ভয়েস রেকর্ডার

১০৯। নিচের কোনটি ওয়ার্ডপ্রসেসিং প্রোগ্রামের বৈশিষ্ট্য? (জ্ঞান)
ক) নির্ভুলভাবে লেখালেখি করা যায় না
খ) লেখালেখির সময় ভুলের পরিমাণ কম হয়
গ) ভুল সনাক্ত করা যায় না
☑ যেকোনো ভুল সংশোধন করা যায়

১১০। যেকোনো লেখাকে নান্দনিকভাবে উপস্থাপনের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক) স্প্রেডশিট প্রোগ্রাম
☑ ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম
গ) পাওয়ারপয়েন্ট প্রোগ্রাম
ঘ) ভিজুয়াল বেসিক প্রোগ্রাম

১১১। নিচের কোনটি ওয়ার্ডপ্রসেসিং প্রোগ্রামের বৈশিষ্ট্য? (এসএসসি আইসিটি mcq-জ্ঞান)
ক) নির্ভুলভাবে লেখালেখি করা যায় না
☑ লেখাকে নান্দনিকভাবে উপস্থাপন করা যায়
গ) ভুল সনাক্ত করা যায় না
ঘ) ভুল সংশোধনের সুযোগ নেই

১১২। ওয়ার্ডপ্রসেসিং প্রোগ্রামে ছবি,গ্রাফ ও চার্ট কেনো ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক) লেখাকে বিকৃত করার জন্য
খ) লেখার নান্দনিকতা কমানোর জন্য
☑ লেখাকে আকর্ষণীয় করার জন্য
ঘ) লেখা মুছে ফেলার জন্য

১১৩। গবেষণাপত্রে বিষয়বস্তুর সারণি তৈরির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক) স্প্রেডশিট প্রোগ্রাম
☑ ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম
গ) পাওয়ারপয়েন্ট প্রোগ্রাম
ঘ) ভিজুয়াল বেসিক প্রোগ্রাম

১১৪। কোন সফটওয়্যারে স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধনের ব্যবস্থা আছে? (জ্ঞান)
ক) মাল্টিমিডিয়া প্লেয়ার
☑ ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম
গ) অফিস আউটলুক প্রোগ্রাম
ঘ) ভিজুয়াল বেসিক প্রোগ্রাম

১১৫। নিচের কোনটি ওয়ার্ডপ্রসেসিং প্রোগ্রামের বৈশিষ্ট্য ? (জ্ঞান)
ক) নির্ভুলভাবে লেখালেখি করা যায় না
খ) লেখাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়
☑ স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধন করা যায়
ঘ) শুধুমাত্র একটি ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়

১১৬। ওয়ার্ড-২০০৭ এ Home ট্যাব ব্যবহার করা হয় কেন? (জ্ঞান)
ক) নির্ভুলভাবে লেখালেখি করার জন্য
☑ ডকুমেন্টে দুই লাইনের ব্যবধান নির্ণয় করার জন্য
গ) স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধন করার জন্য
ঘ) ডকুমেন্টে টেবিল সংযোজনের জন্য

১১৭। ওয়ার্ড-২০০৭ এ insert ট্যাব ব্যবহার করা হয় কেন? (জ্ঞান)
ক) নির্ভুলভাবে লেখালেখি করার জন্য
খ) ডকুমেন্টকে বিকৃতভাবে উপস্থাপন করার জন্য
গ) স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধন করার জন্য
☑ ডকুমেন্টে টেবিল সংযোজনের জন্য

১১৮। ওয়ার্ড-২০০৭ এ ক্লিপআর্ট কোন গ্রুপের অন্তর্গত? (জ্ঞান)
ক) প্যারাগ্রাফ
☑ ইলাস্ট্রেশন
গ) মার্জিন
ঘ) টেক্সটগ্রুপ

১১৯। ওয়ার্ড-২০০৭ এ স্মার্ট আর্ট কোন গ্রুপের অন্তর্গত? (জ্ঞান)
ক) প্যারাগ্রাফ
খ) মার্জিন
☑ ইলাস্ট্রেশন
ঘ) টেক্সটগ্রুপ

১২০। ওয়ার্ড-২০০৭ এ শেইপ (আকৃতি) কোন গ্রুপের অন্তর্গত?
☑ ইলাস্ট্রেশন
খ) মার্জিন
গ) প্যারাগ্রাফ
ঘ) টেক্সটগ্রুপ

স্প্রেডশিট ও হিসাব নিকাশ

এসএসসি আইসিটি mcq
এসএসসি আইসিটি mcq

১২১। ওয়ার্কশিট কী? (জ্ঞান)

ক) একটি সারি
খ) ডেটাবেজ
(গ) একটি কলাম
☑ বহু ঘরবিশিষ্ট একটি হিসাবের ছক
১২২। ছড়ানো বড় মাপের কাগজের প্রোগ্রামকে কী বলে? (এসএসসি আইসিটি mcq-জ্ঞান)
ক) ওয়ার্ম খ) ডাটাবেস

☑ স্প্রেডশিট ঘ) ওয়ার্কশিট
১২৩। কোন প্রোগ্রামটিতে সূত্র ব্যবহারের
ক) এক্সেস
(খ) ডেটাবেজ
☑ স্প্রেডশিট প্রোগাম

ঘ) পাওয়ার পয়েন্ট
১২৪। কোনটি স্প্রেডশিটের প্রোগ্রাম? (জ্ঞান)
ক) মাইক্রোসফট
খ) ডিজে
☑ এক্সেল
(ঘ) ফক্সপ্রো
১২৫। স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে কী করা হয়? (জ্ঞান)
ক) তথ্য ব্যবস্থাপনা
খ) শব্দ প্রক্রিয়াকরণ
☑ হিসাব-নিকাশ
ঘ) ছবি ব্যবস্থাপনা
১২৬। ওয়ার্কশিটে কলামগুলোকে কী দ্বারা চিহ্নিত করা যায়? (এসএসসি আইসিটি mcq-জ্ঞান)
☑ A, B, C, D, E
খ) ১, ২, ৩, ৪, ৫
গ) a, b, c, d, e
ঘ) A, E, 1, 2

১২৭। ওয়ার্কশিটে রো গুলোকে কী দ্বারা চিহ্নিত করা যায়? (জ্ঞান)
ক) A, B, C, D, E
☑ 1, 2, 3, 4, 5
গ) a, b, c, d, e
ঘ) A, E, 1, 2

১২৮। স্প্রেডশিটে যেসব চাৰ্ট ব্যবহার করা হয় তা হলো – (এসএসসি আইসিটি mcq-প্রয়োগ)
i. Column
ii. Bar
iii. Line
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
☑ i, ii ও iii
১২৯। স্প্রেডশিটে গুণফল বের করা যায়— (অনুধাবন)
i. সূত্র লিখে
ii. সরাসরি
iii. ফাংশন ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
☑ i ও iii
ii 3 iii
ঘ) i, ii ও iii
(প্রয়োগ)
১৩০। .A6 থেকে A9 ঘরের সংখ্যা গুণ করার জন্য সূত্র
i. = (A6 : A9 )
ii. = Product (A6 : A9 )
iii. (A6 * B6* C6 * D6 * E6)
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
☑ ii ও iii
ঘ) i, ii ও iii

নিচের তথ্যের আলোকে ১৩১ ও১৩২ নং প্রশ্নের উত্তর দাও:

এসএসসি আইসিটি mcq
এসএসসি আইসিটি mcq

১৩১। কনা আক্তারের প্রভিডেন্ট ফান্ড কত হবে (এসএসসি আইসিটি mcq)?

☑ ১২৫০ টাকা খ) ১৩০০টাকা

গ) ১৪০০টাকা ঘ)১৫০০টাকা

১৩২। সালমা সুলতানা, আবির হোসেন এবং কনা আক্তার মোট তিনজনকে কত টাকা বেতন দেয়া লাগবে?

☑ ৫৩,৬৫০ টাকা খ) ২২,৮০০টাকা

গ) ৭০,০০০টাকা ঘ)৬৩,০০০টাকা

Excel সম্পর্কে  আরো জানুন

আইসিটি ৩য় অধ্যায় mcq, class 9 ict book, ict mcqs, SSC ICT MCQ, ssc ict mcq, ict multiple choice questions and answers, ssc ict mcq questions and answers pdf, ict mcq questions and answers, ict mcq questions, ict mcq class 10, class 10 ict mcq, class 9 10 ict mcq pdf, আইসিটি ৩য় অধ্যায় mcq, class 9 ict book, আইসিটি ৩য় অধ্যায় mcq, আইসিটি প্রথম অধ্যায় mcq, আইসিটি ২য় অধ্যায় mcq, আইসিটি ৪র্থ অধ্যায় mcq, আইসিটি ৫ম অধ্যায় mcq, class 9 ict book, ssc ict chapter 1 mcq, ssc ict chapter 2 mcq, ssc ict chapter 3 mcq, ssc ict chapter 4 mcq, ssc ict chapter 5 mcq, এসএসসি আইসিটি mcq.

শেষ কথা:

প্রিয় শিক্ষার্থীরা উপরে উল্লেখিত ১২০টি গুরুত্বপূর্ণ এসএসসি আইসিটি mcq দেওয়া হয়েছে। আশা করি তোমরা/আপনারা সবাই উপকৃত হবেন।

উপরে আইসিটি ৪র্থ অধ্যায় mcq এর হেল্পফোল লিস্ট দেওয়া যাহারা ict multiple choice questions and answers খুজতেছেন। এই ওয়েবপেজে বিভিন্ন ধরনের সাহায্য মূলক আর্টিকেল প্রকাশ করা হয়।

প্রিয় পাঠক বন্ধুরা তোমাদের/আপনাদের যদি আর্টিকেলগুলো ভাল লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। যাতে করে তোমার/ আপনার  পরিচিত ভাই, বোন, বন্ধুরা জনতে পারে।

যদি কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *