subject verb agreement

Subject Verb Agreement Rules | বাংলায় শিখুন

আমরা আগেই জেনেছি Subject Verb Agreement এ, subject এর number এবং person অনুযায়ী verb পরিবর্তিত হয়। কিন্তু কিছু কিছু বাক্যে subject এর number এবং person বোঝা একটু জটিল ।

আবার অনেক বাক্যে subject কে এইটা বুঝতেই আমাদের সমস্যা হয়। এই কারণেই grammar এর একটি গুরুত্বপূর্ণ অংশ – subject verb agreement.

Agreement বলতে বোঝানো হচ্ছে, subject এবং verb এর মধ্যে একটি সমঝোতা থাকতে হবে। পরস্পরের মধ্যে একটি সম্পর্ক বজায় রাখতে হবে । Subject এর person এবং number অনুযায়ী verb এর আচরণ নির্ধারণ করতে হবে।

অনেকসময় বাক্যের verb এর নিকট noun-কে খেয়াল করে আমরা verb বসিয়ে দেই। এই ভুলটি এড়াতে আমাদের Who, what দিয়ে প্রশ্ন করে যেই উত্তর আসবে, তার উপর নির্ভর করেই subject নির্ণয় করতে হবে। একটি উদাহরণ দিয়ে ব্যাপারটি বুঝি :

The soldiers in the picture looks so happy.

“the picture ” -কে subject মনে করে looks ভুলে ব্যবহার করে ফেললেও, বাক্যের verb হবে look। কারণ আমরা যদি প্রশ্ন করি “Who look happy in the picture?” বা ছবিতে কাদের খুশি দেখাচ্ছে? উত্তর ” the soldiers “; তাই এটি বাক্যের subject।

A garden full of roses (Subject) is a treat for the eyes.

Subject Verb Agreement Rules
subject verb agreement

এখানে অনেকেই “roses” এর উপর নির্ভর করে verb “are” বসিয়ে দিতে পারে এবং তা করলে একটি ভুল হবে। এই বাক্যের subject মূলত “a garden full of roses”, অর্থাৎ a garden আমাদের subject, roses নয়।

“full of roses বলে আমরা garden এর বৈশিষ্ট্য জানাচ্ছি, একে noun phrase বলা হয়ে থাকে।
সুতরাং subject verb agreement এর একটি গুরুত্বপূর্ণ challenge হচ্ছে বাক্যের subject কে তা বুঝে নেয়া। কার বিষয়ে কথা বলা হচ্ছে বা কে বাক্যে কাজটি করছে।

আমাদের noun দুটো “and” দিয়ে connected না হয়ে, যদি As well as, along with, besides, accompanied by দিয়ে connected থাকে, তাহলে আমরা verb plural fo consider As well as, along with, besides, accompanied by এর পরে যেই noun রয়েছে তাকে ignore করে “verb” বসাব।

যেমন :
He along with his business partners has/have attended the meeting.
যদি “and” দিয়ে connected থাকত তাহলে verb “have” বসত। যেমন: He and his business partners have attended the meeting.

Subject Verb Agreement – Either Or & Neither Nor

আমরা কখনো বাক্যে যদি এভাবে বোঝাতে চাই যে, হয় সাকিব একটি কাজ করেছে বা রাকিন কোন কাজ করেছে, ইংরেজিতে আমরা বলি –

Either Sakib or Rakin has done this.

Subject Verb Agreement Rules
subject verb agreement

Either or নিয়ে গঠিত বাক্যের নিয়ম হল, যেই noun টি verb এর কাছাকাছি থাকবে, সেই noun এর অনুসারেই verb নির্ণয় করা হবে। উপরের বাক্যে “has” ব্যবহৃত হয়েছে কারণ, Rakin একটি singular subject এবং verb এর সবচেয়ে নিকটে।

Do you need subject verb agreement ppt?

আবার যদি বলি,
Either Sakib or his friends (Plural subject) have (Plural verb) done this.

এখানে verb এর নিকটে রয়েছে “friends” noun টি, যা একটি plural noun যেই কারণে plural verb have ব্যবহৃত হয়েছে। এখানে Sakib নিজেও একটি subject, তবে নিয়ম অনুসারে আমরা verb এর নিকটে যেই subject বা noun রয়েছে, সে কি plural নাকি singular form- এ আছে, আমরা তা খেয়াল করব।

Subject Verb Agreement – Either Or & Neither Nor

Neither…nor
Neither I nor my sister (Singular subject)  has (singular verb) seen the movie.

এখানেও, আমরা either..or এর নিয়ম অনুসারেই “verb” এর সবচেয়ে নিকটে যেই subject টি রয়েছে তা খেয়াল করব। এই বাক্যে। এবং sister দুটিই subject I তবে verb “seen” এর নিকটে “sister” singular noun টি আছে বলে আমরা “has” ব্যবহার করেছি।
কিন্তু যদি বলতাম,
Neither my sister nor I have seen the movie.
এখানে আমরা “have” ব্যবহার করেছি কারণ, । এর সাথে আমরা সবসময়ই “have” ব্যবহার করি, আমরা কখনো “। has” বলি না।

Subject Verb Agreement – Collective Noun

Collective noun বলতে এমন কিছু noun কে বোঝায়, যা একটি শব্দ হলেও একটি শব্দের অনেকগুলো মানুষ, অনেকগুলো বস্তু বা ব্যক্তিকে বোঝায়। অর্থাৎ collective noun দিয়ে একটি শব্দের সামষ্টিক কিছু বোঝানো হয়। যেমন: Family, jury ইত্যাদি ।

একটি জিনিস লক্ষ্য করি – Family শব্দটি বলতে আমরা বুঝি পরস্পর সম্পর্কিত মানুষের সম্মেলন অথবা সমষ্টি। Family তে অনেক মানুষ থাকলেও তাকে আমরা singular হিসেবেই চিন্তা করি ।

Subject Verb agreement এর ক্ষেত্রে আমরা যখন family’র সাথে একটি verb assign করব,তখন family কে singular অথবা plural হিসেবে assign করতে পারি। সেই ক্ষেত্রে বাক্যের অর্থেরও পার্থক্য আসতে পারে। যেমন :
All of my family has arrived.

Subject Verb Agreement Rules
subject verb agreement

-যখন has ব্যবহার করা হচ্ছে, পুরো family কে একটি single unit হিসেবে কল্পনা করা হচ্ছে।
All of my family have arrived.

-যখন have ব্যবহার করা হচ্ছে এর মানে, পুরো family ‘র সদস্যদের আলাদা আলাদা করে কল্পনা করা হচ্ছে। অর্থাৎ ধরা হচ্ছে যে বাবা, মা, ভাই, বোন সবাইকে আলাদা করে গণনা করে একটি পরিবার বোঝানো হচ্ছে।

আবার আমরা বলতে পারি,
Most of the jury is here.

-যখন is ব্যবহার করা হচ্ছে, পুরো jury-কে একটি single unit হিসেবে কল্পনা করা হচ্ছে। বোঝানো হচ্ছে যে পুরো jury – র একটি অংশ চলে এসেছে।

Most of the jury are here.

-যখন are ব্যবহার করছি, তখন আমরা পুরো jury কে single মানুষ হিসেবে চিন্তা করছি। যে ধরো, মোট jury তে ১০ জন ছিল, এর মধ্যে ৭ জন হয়তো চলে এসেছে।

Do you need video tutorial? here 

অর্থাৎ যেকোনো collective noun এর ক্ষেত্রে আমরা singular অথবা plural verb উভয়ই ব্যবহার করতে পারব।

Subject Verb Agreement – Non Countable Nouns

Non-countable noun কে আমরা সবসময় singular noun হিসেবে গণনা করব । তাই যখন আমরা verb assign করব non-countable noun এর সাথে সেখানেও আমরা singular verb-ই assign করব।

যেমন:

A lot of oil is spilled in the ocean every year. -প্রতিবছর সমুদ্রে অনেক তেল পড়ে যায় ৷

যদিও এখানে আমরা অনেক তেলের কথা বলছি, তাও “a lot of oil” কথাটি plural হিসেবে চিন্তা করতে পারব না। তেল যেহেতু non-countable noun, তাকে আমাদের singular হিসেবেই চিন্তা করতে হবে।

একইভাবে,
A lot of junk-food (Non-countable noun)   is (singular verb) bad for health.

কোন কিছুর Group হলে আমরা কি is নাকি are ব্যবহার করব?

কখনো কখনো আমরা অনেকগুলো প্রাণীকে, একটি group -এ গণনা করে একটি নির্দিষ্ট নাম দিয়ে থাকি ।
যেমন: Herd of cattle School of fish

আমরা group এর ক্ষেত্রে singular verb ব্যবহার করব। যেমন:
A herd of cattle is making noise.

এখানে আমরা একটি herd এর কথা বলছি, তাই singular verb “is” ব্যবহৃত হবে।

The school of fish is trapped inside the net.
জালে অনেক মাছ থাকলেও, যেহেতু আমরা একটি group হিসেবে চিন্তা করছি তাই singular verb ব্যবহৃত হবে।
বি: দ্র: Fish শব্দটি আলাদাভাবে ব্যবহার করলেও is ব্যবহৃত হবে, কারণ fish একটি non- countable noun
আরও কিছু groups আছে যাদের সাথে আমরা singular verbs ব্যবহার করব।
যেমন:
Flock of birds
Pack of dogs
Pride of lions
Murder of crows

Subject Verb Agreement – Subject With Plural Numbers

সাধারণত যখন একটি সংখ্যা দিয়ে subject তৈরি করি, অর্থাৎ সংখ্যাটি যদি একের থেকে বেশি হয় বা plural হয়, সেই ক্ষেত্রে আমরা তাকে plural হিসেবেই ধরে নেই।

যেমন :
Five pens, six hundred boxes, twenty lollipops. etc.

কিন্তু সংখ্যাটি দিয়ে যদি সময়/ টাকা বা বস্তুর পরিমাণ এক ইউনিট বোঝালে সেটি singular হয়। যেমন :
Five hundred dollars (Singular unit) is too much money to spend in a day.

লক্ষ্য রাখতে হবে যে, যখন আমরা ৫০০ ডলার খরচ করার কথা বলছি, আমরা আলাদা আলাদা ৫০০ ডলার নোট খরচের কথা বলছি না। এখানে ৫০০ ডলার অর্থে বোঝানো হচ্ছে · পুরো ৫০০ ডলারকে একটি টাকার অংক হিসেবে নির্ণয় করা। তাই আমরা ৫০০ ডলারের সাথে singular verb-is ব্যবহার করছি। কারণ ৫০০ ডলার মিলে একটি unit প্রকাশ পাচ্ছে।

একই ভাবে আমরা বলতে পারি –
Forty-five minutes (Singular unit) is not enough for this task.
এখানে, ৪৫ মিনিট বলতে আলাদা আলাদা মিনিট বোঝাচ্ছে না বরং একটি কাজের পুরো সময়ের দৈর্ঘ্য বোঝানো হচ্ছে। তাই এখানে singular unit এর প্রকাশ হচ্ছে বলে আমরা singular verb “is” ব্যবহার করছি।

Five hundred kilograms (Singular unit) is a lot of wheat.
আবারো, এখানে আলাদা আলাদা ৫০০ কেজি হিসেবে ধরছি না। আমরা ধরছি wheat এর একটি বড় ইউনিট। তাই এখানে singular unit এর প্রকাশ হচ্ছে বলে আমরা singular verb “is” ব্যবহার করছি।

A Number Of & The Number of

A number of
A number of কথাটি বলতে কিছু সংখ্যক অর্থে কথাটি ব্যবহৃত হয়। যেমন:
A number of students (Subject) are (plural verb) absent today.

-কিছু সংখ্যক ছাত্র আজকে অনুপস্থিত আছে ।
এখানে বাক্যের subject “students” এবং যেহেতু কিছু সংখ্যক student অনুপস্থিত আছে, তাই আমরা plural verb ব্যবহার করি।

The number of
The number of students absent today is six.

এখানে আবার মূল subject দাঁড়াচ্ছে “The number”। অর্থাৎ যেই সংখ্যাটি অনুপস্থিত, তা নিয়ে কথা হচ্ছে। তাই, বাক্যের মূল বিষয়টি দাঁড়াচ্ছে সংখ্যা ।

সুতরাং,
A number of বলতে >> students প্রাধান্য পায় । The number of বলতে >> number প্রাধান্য পায় ।
A number of এর ক্ষেত্রে >> plural verb The number of এর ক্ষেত্রে >> singular verb

Subject Verb Agreement – Words That Are Always Plural

কিছু কিছু শব্দ আছে যারা সবসময় plural এবং এদের কোন singular form নেই। যেমন ধরো, pants শব্দটি। সাধারণত বাংলায় আমরা pant বলে থাকি তবে ইংরেজিতে আসলে pant বলে শব্দ নেই, শব্দটি হবে pants

এমন আরও কিছু শব্দ আছে যা শুধুমাত্রই plural form এ ব্যবহৃত হয়। যেমন : Scissors, shorts, spectacles / eyeglasses, tweezers, pliers, tongs, jeans, trousers etc.

যেহেতু এই শব্দগুলো plural হয়, এদের সাথে ব্যবহৃত verb- 3 plural হবে।
যেমন:

Where are (Plural verb) my spectacles?
The tweezers are (Plural verb) in the drawer.

তবে এই শব্দগুলোকে আমরা যদি pair আকারে বলি, শুধুমাত্র ওই ক্ষেত্রেই আমরা singular verb ব্যবহার করতে পারব।
যেমন : This pair of pants is (Singular verb) really expensive.

Pronoun বা সর্বনাম কাকে বলে ও কত প্রকার কি কি?

(এখানে, জোড়া আকারে বলার জন্য verb হয়ে যাচ্ছে singular । কারণ এখানে মূল subject হয়ে যাচ্ছে pair।)
This pair of sunglasses looks (Singular verb) good on you.

Subjects That Always Take Singular Verb

Any কিছু শব্দের সঙ্গে আমরা সবসময়ই singular verb ব্যবহার করে থাকি । Any দিয়ে যেসকল শব্দ তৈরি হয় এবং শব্দগুলা যদি subject আকারে আবির্ভূত হয়, আমরা তার সঙ্গে singular verb ব্যবহার করব। শব্দগুলো হল, anybody, anyone, anything।

যেমন :
Does (Singular verb) anybody have a problem with this?

If anyone has (Singular verb) a problem with this, please let me know.

Some
Some, somebody, something 3 atat singular verb করি।

যেমন :
Something is (Singular verb) missing.

Somebody has (Singular verb) to do it.

Someone has(Singular verb) to take responsibility for this.

Subject Verb Agreement Rules
subject verb agreement

মনে রাখতে হবে  subject verb agreement আমরা যখন some দিয়ে শব্দটি তৈরি করছি, সেটি plural subject না হয়ে singular subject হচ্ছে।

Subjects That Always Take Singular Verb

Any কিছু শব্দের সঙ্গে আমরা সবসময়ই singular verb ব্যবহার করে থাকি । Any দিয়ে যেসকল শব্দ তৈরি হয় এবং শব্দগুলা যদি subject আকারে আবির্ভূত হয়, আমরা তার সঙ্গে singular verb ব্যবহার করব। শব্দগুলো হল, anybody, anyone, anything।

যেমন :
Does (Singular verb) anybody have a problem with this?
If anyone has (Singular verb) a problem with this, please let me know.
Some, somebody, something 3 atat singular verb করি।

যেমন :
Something is (Singular verb) missing.
Somebody has (Singular verb) to do it.
Someone has (Singular verb) to take responsibility for this.

মনে রাখতে হবে আমরা যখন some দিয়ে শব্দটি তৈরি করছি, সেটি plural subject না হয়ে singular subject হচ্ছে।

Every  (Subject verb agreement bangla)

Every দিয়ে যেই শব্দগুলো তৈরি হবে সেগুলো singular subject এবং singular verb 2, everybody, everyone, everything I

Everyone is (Singular verb) present.
Everybody knows (Singular verb) this.

No (Subject verb agreement bangla)

আমরা এখানে “no” যেই singular শব্দ, সেটির কথা বলছি না, বরং No দিয়ে গঠিত শব্দ, যেমন : Nobody, nothing এবং no one কথা বলছি, যাদের singular subject গ্রহণ করতে হবে।

যেমন :
Nobody knows(Singular verb) where he is.
No one knows (Singular verb) where he is.
Nothing is (Singular verb) more important than this.

Subject Verb Agreement None Of The

None of the – কথাটির অর্থ হচ্ছে এর মধ্যে কোনটিই নয় বা কিছুই নয় । এখন প্রশ্ন করা যেতে পারে যে আমরা যখন “None of the” কথাটি subject হিসেবে ব্যবহার করব তখন কি এটি singular নাকি plural হবে? তার সঙ্গে যেই “verb” – টি ব্যবহৃত হবে তা কি singular নাকি plural হবে?

সেই ক্ষেত্রে none of the এর পরের শব্দটি count noun নাকি non-count noun তা লক্ষ্য করতে হবে।
-যদি non-count noun হয়, তাহলে singular verb ব্যবহার করতে হবে, কারণ non-count noun এর সাথে সবসময়ই singular verb ব্যবহার করতে হয়।

যেমন
None of the counterfeit(Non-count noun) money has been found.
-নকল টাকার কোন অংশই পাওয়া যায় নি ।

অর্থাৎ, Subject Verb Agreement এই বাক্যে বোঝানো হচ্ছে নকল টাকা অনেকটুকই ছিল, তার মধ্যে কোনটাই খুঁজে পাওয়া যায় নি। একটা জিনিস লক্ষ্য করতে হবে যে, যতই নকল টাকা থাকুক না কেন, পুরোটি মিলে একটি non-count noun হিসেবে বিবেচিত হচ্ছে ।

-যদি count noun হয় এবং তার plural form ব্যবহার করি, তাহলে plural
verb ব্যবহার করতে হবে।

যেমন :
None of the students (Count noun (plural) have finished (plural verb) the exam yet.

No” এর ব্যবহার (Subject verb agreement bangla)  :

“No” এর পরে যেই subject টি ব্যবহার করা হয়, সেটা যদি singular হয় তাহলে singular verb ব্যবহার করতে হবে , plural  হলে plural verb.

যেমনঃ No example (Singular noun)        is (singular verb) relevant to this case.

No examples (Plural noun)       are (plural verb)  relevant to this case.

শেষ কথা:

আর্টিকেলটি পড়ে আশা করি সবাই  Subject Verb Agreement সম্পর্ক্যে পিউর ধারণা পেয়েছেন।   এই আর্টিকেল সম্পর্কে আপনার কোন মতামত থাকেলে আমাদের পেজ যোগাযোগ করেন। 

3 thoughts on “Subject Verb Agreement Rules | বাংলায় শিখুন”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *