অনলাইন থেকে আপনার আইডি কার্ড সংগ্রহ করুন

অনলাইন থেকে আপনার আইডি কার্ড সংগ্রহ করুন

বর্তমানে এখনো অনেক মানুষ রয়েছে। যারা এখনো জানেন না। যে, কিভাবে অনলাইন থেকে আইডি কার্ড সংগ্রহ করতে হয়।

আপনারা নিজেদের আইডি কার্ড কিভাবে অনলাইন থেকে সংগ্রহ করবেন। এই বিষয়টি নিয়েই আজকে কথা বলবো।

যেকোনো দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে গেলে, প্রত্যেকটি ব্যক্তির জন্য একটি এনআইডি কার্ড অত্যাবশ্যকীয়।

অনলাইন থেকে আপনার আইডি কার্ড সংগ্রহ করুন
অনলাইন থেকে আপনার আইডি কার্ড সংগ্রহ করুন

আপনার কাছে যদি এনআইডি কার্ড না থাকে তাহলে, আপনি সেই দেশের নাগরিক হিসেবে এখনো গণ্য হননি।

আপনি যদি নিজেকে একটি দেশের নাগরিক হিসেবে পরিচর দিতে চান। তাহলে আপনার কাছে ভোটার আইডি বা এনআইডি কার্ড থাকতে হবে।

এই কার্ড ছাড়া আপনি নিজেকে একজন নাগরিক হিসাবে পরিচয় দিতে পারবেন না।

আপনি ভোটার হয়েছেন কিন্তু এখনো আইডি কার্ড পাননি। যদি এমন হয়, তাহলে সে আইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন।

বর্তমান প্রযুক্তি তে প্রায় সকল প্রকার ভোটার আইডি কার্ড, স্মার্ট কার্ড অনলাইন কপি ডাউনলোড করে নেওয়া যায় খুব সহজে।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, কিভাবে আপনাদের আইডি কার্ডটি সংগ্রহ করবেন। তো বন্ধরা চলুন জেনে নেওয়া যাক।

নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম এবং ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর দিয়ে চেক করার নিয়ম:

আপনার ভোটার আইডি কার্ডটি চেক করার জন্য দৌড়াদৌড়ি করে কোথাও যেতে হবেনা। কারন, এখন থেকে অনলাইনেই পেয়ে যাবেন আপনার আইডি কার্ড টি।

আপনি যদি, আপনার আইডি কার্ড এর অনলাইন কপি পেতে চান। তাহলে, আপনাকে কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে।

আপনি এটা আপনার ঘরে বসেই করতে পারবেন। এজন্য আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই।

প্রথমেই আপনাদের বলে রাখি যে, আপনি যখন আপনার আইডি কার্ড সার্চ করার জন্য ফরম পুরন এবং নিজের ছবি সহ নাম ঠিকানা আপডেট করবেন।

তখন আপনাকে ঐ ফরমের নিচের অংশটি কেটে দেওয়া হবে।

আপনি যখন আপনার কার্ডটি অনলাইন থেকে চেক করবেন তখন ৮ সংখ্যার নম্বর দরকার হবে।

আপনার যদি অলরেডি ভোটার কার্ড থেকে থাকে তাহলে সেটাও চলবে।

এইভাবে কম্পিউটার এর পাশাপাশি মোবাইল এর মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ডটি চেক করতে পারবেন।

অনলাইন থেকে আপনার আইডি কার্ড সংগ্রহ করুন এবং আইডি কার্ড দেখার নিয়ম।

আপনার আইডি কার্ডটি যদি অনলাইন থেকে ডাউনলোড করতে চান। তাহলে, সবার আগে আপনাকে।

আপনার আইডি কার্ডটি অনলাইনে আছে কি না তা চেক করে নিতে হবে। যদি থাকে তাহলে আপনি ডাউনলোড করতে পারবেন।

ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশন এর ওয়েব সাইটে, https://services.nidw.gov.bd/nid-pub/ প্রবেশ করতে হবে।

আপনি যখন এই লিংকে ঢুকবেন তখন পেইজের প্রথম বক্সে ফরম নম্বর অথবা এন আইডি নম্বর মার্ক করে আপনার ভোটার নিবন্ধন ফরমের ৮ সংখ্যার নম্বর বা স্লিপ নম্বর দিন।

এবার সবকিছু সঠিক ভাবে পুরন করে ” ভোটার তথ্য ” দেখুন বাটনে ক্লিক করার পর নিচের চিত্রটির মতো ভোটার আইডি কার্ড চেক এর সব তথ্য দেখতে পারবেন।

এইভাবেই আপনি আপনার ভোটার আইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন।

এবার আপনার সামনে যে পেজটি আছে সেখানে আপনার এনআইডি নম্বরটি লিখে রাখুন।

কেননা, পরবর্তীতে আপনি যখন ভোটার আইডি কার্ড ডাউনলোড দিতে যাবেন। তখন এই নম্বরটি দরকার হবে।

ভোটার আইডির অনলাইন কপি পেতে হলে আপনাকে রেজিট্রেশন করতে হবে।

অনলাইন থেকে আপনার আইডি কার্ড সংগ্রহ করুন

ভোটার আইডি কার্ড বের করার নিয়ম হচ্ছে প্রথমে রেজিস্টার করতে হবে।

আপনি একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন। যে, ঐ পেজে উপরের অংশে মেনুবার এ রেজিস্টার লিখা রয়েছে। অথবা অপশন রয়েছে।

এখন আপনাকে সে জায়গায় https://services.nidw.gov.bd/nid-pub/claim-account ক্লিক করে একাউন্ট তৈরি করতে হবে।

এখন আপনাকে সবকিছু সঠিক ভাবে পুরন করতে হবে এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য।

এরপর সাবমিট দিয়ে পরবর্তী ফরম পুরন করে একাউন্ট এর কাজ শেষ করুন।

রেজিস্টার এর কাজ শেষ হলে তারপর লগ ইন করতে হবে।

আপনি যদি আপনার ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে চান। তাহলে, আপনাকে এই লিংকে ক্লিক করতে হবে।

ক্লিক করার পর উপরে স্কিনশট ফর্ম আসলে সেখানে সব রকম তথ্য সঠিক তথ্য দিয়ে লগ ইন করুন।

লগ ইন করার পরই আপনার সেই কাংক্ষিত এনআইডি কার্ডটি পেয়ে যাবেন।

যারা অনলাইনে ভোটার আইডি কার্ড দেখতে এবং ডাউনলোড করতে চান। তারা জাতীয় পরিচয় পত্র pdf.দেখে নিন।

আইডি কার্ডটি ডাউনলোড করতে উপরের তীর চিহ্নিত স্থানে তথা,  https://services.nidw.gov.bd/nid-pub/citizen-home/nid/download লিখলেই,

আপনার আইডি কার্ডের সফট কপি অথবা জাতীয় পরিচয় পত্রের pdf ডাউনলোড করতে পারবেন।

আপনার এই এনআইডি কার্ড দিয়ে আপনি অনেক কাজ সমপন্ন করতে পারবেন খুব সহজেই। যেমনঃ চাকরির ক্ষেত্রে অথবা সিম কার্ড উত্তোলনের কাজে লাগবে।

মোবাইল দিয়ে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করার পদ্ধতি :

আপনি যদি নিজের মোবাইল এর মাধ্যমে আইডি কার্ড ডাউনলোড করতে চান। সেটাও পারবেন।

তবে, এজন্য আপনার মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।

সেই অ্যাপ এর লিংক হচ্ছে, NID Card Download।

এই লিংকে ক্লিক করে আপনার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাকে গুগল প্লে স্টোর এ যেতে হবে।

জাতীয় পরিচয় পত্রের হেল্প লাইন- nid bd helpline number -( ভোটার আইডি কার্ড চেক)

১। যোগাযোগ এর ঠিকানা: Nirbachan Bhaban ( 7th,8th Floor), Agargaon, Dhaka-1207.

২। nid bd helpline call center number : 105।

৩। nid bd helpline facebook page: ভিজিট করুন-
https://www.facebook.com/bd.nid।

৪। nid bd helpline email: [email protected]

৫। nid bd helpline number : +8801708501261
যোগাযোগ এর সময়: রবি-বৃহস্পতি, সকাল ৯:০০টাথেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত।

আপনি যদি ভোটার আইডি কার্ড এর হেল্প লাইন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান। তাহলে, এই https://service. nidw.gov.bd/contact লিংকে ক্লিক করে যোগাযোগ করতে পারেন।

শেষ কথা:

আপনাদের ভোটার আইডি কার্ড কিভাবে অনলাইন থেকে সংগ্রহ করবেন, তা তো জেনেই নিলেন।

তবে  যদি এ নিয়ে কারো মনে কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ।

3 thoughts on “অনলাইন থেকে আপনার আইডি কার্ড সংগ্রহ করুন”

  1. রাবেয়া

    Smart ID হারায়ে গেছে কি করবো? দয়া করে এই বিষয়ে একটা পোষ্ট দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *