ফ্রিল্যান্সিং ইংলিশ

গ্রামার ছাড়া ফ্রিল্যান্সিং ইংলিশ টিপস

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ভাষা বা ফ্রিল্যান্সিং ইংলিশ শেখার আসল উদ্দেশ্য হলো কথোপকথন করতে পারা। আমি আরো বিশ্বাস করি যে মুখস্থ নির্ভর শিক্ষা অশিক্ষাই নামান্তর। তাই বলছি পঠিত ইংরেজি বইয়ের পাশাপাশি যদি আমাদের এই গ্রামার ছাড়া ফ্রিল্যান্সিং ইংলিশ টিপস অনুসরন করেন তাহলে ১০০% নিশ্চিত অপনি সফল হবেনই।

বর্তমান বাংলাদেশের প্রায় ৬৫০,০০০ ফ্রিল্যান্সার অনলাইন মার্কেটপ্লেসে তাদের যোগ্যতা অনুসারে কাজ করতেছে এবং অনেকেই অনলাইনে ইনকাম করতেছে। আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা সেজন্যে অনেকের মধ্যে লক্ষ্য করা যায় তাদের ইংরেজি বলা বা লেখার জ্ঞান কম। আবার কেউ কেউ আছে তারা ইংরেজিতে কথা বা এক, দুইটা বাক্য লেখতেও ভয় পায়।

এগুলো আসলে তাদের দোষ না, দোষ হচ্ছে আমাদের ব্যবস্থাপনার। সকলেই হয়তো একমত হবেন যে, আমাদের প্রতিটি শিক্ষার্থী মাতৃগৃহে ইংরেজি বর্ণমালা শেখা থেকে আরম্ভ করে স্নাতক শ্রেণি পর্যন্ত প্রায় ১৫/১৬ বৎসর বাধ্যতামূলক বিষয় হিসেবে ইংরেজি অধ্যয়ন করে থাকেন। অন্যদিকে বলা যায় যে, কোন বিষয়ে বিষেষজ্ঞ হিসেবে জ্ঞান লাভের জন্য (সম্মান ও স্নাতকোত্তর পর্যন্ত লাগে মাত্র ৪-৫ বছর)।

আপনি যদি আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে নিজেকে প্রশ্ন করেন তাহলে আপনার কোন বিষয়ে সবচেয়ে বেশি দক্ষ হবার কথা ছিল? উত্তরটি নিশ্চয় হওয়া উচিত ইংরেজি। যদি প্রশ্নটি এভাবে করা হয় যে, অপনি কোন বিষয়ে সবচেয়ে বেশি দুর্বল? এবার মনে হয় উত্তরটি সঠিক হবে! সঠিক উত্তরটি হলো ইংরেজি। কিন্তু কেন আপনার এই পরিনতি?

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আপনি যদি আমাদের গ্রামার ছাড়া ফ্রিল্যান্সিং ইংলিশ টিপস (ফ্রিল্যান্সিং ইংলিশ টিপস) এর সকল আর্টিকেলগুলো দেখেন ইনসাআল্লাহ উপকৃত হবেনই। ইংরেজি জানলে কোন অনলাইন মার্কেটেপ্লেসে (আপওয়ার্ক) কাজ করতে অসুবিধা হবে না। আমরা চেষ্টা করছি ’গ্রামার ছাড়া ফ্রিল্যান্সিং ইংলিশ’-এর একটা সিরিজ বের করার জন্য। পড়তে থাকুন আর পড়তে পড়তেই হোক ভালবাসার সৃষ্টি।

কেন প্রচলিত পদ্ধতি পরিবর্তন করা উচিত?

বর্তমানে ইংরেজি শিক্ষাদনে আমাদের প্রচলিত পদ্ধতি চলমান। যা ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে আমরা উত্তোরাধিকারসূত্রে পেয়েছি। আমাদের এই ভূ-খন্ড দুই দুইবার স্বাধীনতা স্বাদ পাওয়ার পরেও আমাদের চিন্তা চেতনা আজও ব্রিটিশদের গোলামি করার। এর থেকে আমরা যদি বেরিয়ে না আসতে পারি তাহলে স্বাধীন ভ‚-খন্ডে বসবাস করে লাভ কি? নিজেকে স্বাধীন ভাবুন, পড়ুন ফ্রিল্যান্সিং ইংলিশ টিপ্স এবং নিজের ভাষাকে কনভার্ট করে অন্য ভাষায় কথা বলুন, অন্য ভাষাকে নয়।

আর তাতেই পুরো প্রজন্ম একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে। এবং নিজেদের মেধাবী মানব-সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করার মাধ্যমে বিশ্বের সর্বত্র একটি সম্মানজনক ও মানসম্মত অবস্থান তৈরি করে জাতিগঠনে বিস্ময় সৃষ্টিকারী এক যুগান্তকারী বৈপ্লবিক ভূমিকা পালন করতে সক্ষম হবে।

বছরের পর বছর আপনার বাস্তব শিক্ষা জিবনে যা না শিখতে পারছেন, আপনি আমার এই লেসন তার চেয়ে বেশি শিখতে পারবেন।

8 Persons8 Persons + Verb
I            =  আমি।
We       = আমরা ।
You      =  তুমি|
You      =  তোমরা ।
He        =  সে (পুরুষ) ।
She      =  সে (স্ত্রী) ।
They    =  তারা।
It          =  ইহা।
I     do             =   আমি করি।
We  do           =  আমরা করি।
You  do          =  তুমি কর।
You  do          =   তোমরা কর।
He does         =  সে (পুরুষ করে।
She  does       =  সে (স্ত্রী) করে।
They  do         =  তারা করে।
It does             =  ইহা করে।
ফ্রিল্যান্সিং ইংলিশ

বেসিক কিছু ফ্রিল্যান্সিং ইংলিশ রুলস

Rule Number-1  

গ্রামার ছাড়া ফ্রিল্যান্সিং ইংলিশ টিপসে যে সব Verb এর শেষর অক্ষরটি o,s,ss,sh,ch(ch এর উচ্চারণ যদি ‘চ’ এর মত হয়) X অথবা Y থাকে, তাহলে সেই সব Verb এর শেষে He, She এবং It এর ক্ষেত্রে es অন্যথায় শুধুমাত্র s যোগ করতে হবে| যেমন- go- goes; do- does; miss- misses; brush- brushes; flash- flashes; touch- touches; march- marches; buzz- buzzes; mix- mixes; fix- fixes   etc.

Rule-Number-2

যেসব Verb এর শেষের অক্ষরটি Y থাকে এবং Y এর পূর্বের অক্ষরটি যদি Consonebt হয় তাহলে Y এর পরিবর্তে i এবং এর শেষে es যোগ করতে হবে। যেমন: cry-cries;  try-tries ইত্যাদি।

Rule Number-3

Y এর পূর্বের অক্ষরটি যদি Vowel থাকে তাহলে শুধুমাত্র s যোগ করতে হবে।   যেমন: play-plays;  pay-pays ইত্যাদি।

Practice Makes Perfect (অনুশীলন সাফল্যর চাবিকাটি)

ফ্রিল্যান্সিং ইংলিশ
ফ্রিল্যান্সিং ইংলিশ

উপরের ছকে দেওয়া person+verb+extension প্রত্যেকটি ১০ বার করে করে ৫ বার প্রেকট্রিস করুন। নিয়মিত ফ্রিল্যান্সিং ইংলিশ টিপ্স পড়লে আমি বিশ্বাস করি মহান আল্লাহতায়ালা প্রদত্ত সাধারণ ও স্বাভাবিক জ্ঞানকে সঠিকভাবে প্রয়োগ করতে পারলেই মানুষ হয় বুদ্ধিমান, মেধাবী ও জ্ঞানী।

To + Verb – এর ব্যবহার

ফ্রিল্যান্সিং ইংলিশ
ফ্রিল্যান্সিং ইংলিশ

এখানে I, We, You, You, He, She, They, and It ব্যবহার করা যাবে না যেমন: I to go, We to go প্রভৃতি হবে না।

To + Verbক্রিয়া + ‘তে / র’
Todo =করতে / করার
Togo =যেতে / যাবার
Tosee =দেখতে / দেখার
Todrink =পান করতে / পান করার
Tocome =আসতে / আসার
Tobe =হতে / হবার
Tobecome =হতে / হবার
ফ্রিল্যান্সিং ইংলিশ

পরিস্কার ভাবে বুঝার জন্য নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হলো।

আমি ইংরেজি শিখতে এখানে আসি। = I come here + to learn English.

তুমি প্রতি সপ্তাহে তোমার বন্ধুর সাথে দেখা করতে চাও। = You want + to meet + your friend + every week.

সে তার লেসন-গুলো তৈরি কারতে অনেক সময় নেয়। He takes much time + to prepare his lessons.

নষ্ট করার মত আমার সময় নাই। = I have no time + to waste.

আমাদের এই গ্রামার ছাড়া ফ্রিল্যান্সিং ইংলিশ টিপসের নিয়ম ফ্লু করুন। এখানে ৮ টি পারসন ‍দিয়ে বাংলা অর্থ সহ Chart আকারে দেওয়া হলো; খুব তাড়াতাড়ি পড়ার চেষ্ট করুন।

WantTryLike
আমি খেতে চাই।
I want to eat.
আমি শিখতে চেষ্টা করি।
I try to learn.
আমি খেলতে পছন্দ করি।
I like to play.
আমরা খেতে চাই।
We want to eat.
আমরা শিখতে চেষ্টা করি।
We try to learn.
আমরা খেলতে পছন্দ করি।
We like to play.
তুমি খেতে চাও।
You want to eat.
তুমি শিখতে চেষ্টা কর।
You try to learn.
তুমি খেলতে পছন্দ কর।
You like to play.
তোমরা খেতে চাও।
You want to eat.
তোমরা শিখতে চেষ্টা কর।
You try to learn.
তোমরা খেলতে পছন্দ কর।
You like to play.
সে খেতে চায়।
He/ She wants to eat.
সে শিখতে চেষ্টা করে।
He/ She tries to learn.
সে খেলতে পছন্দ করে।
He/ She likes to play.
তারা খেতে চায়।
They want to eat.
তারা শিখতে চেষ্টা করে।
They try to learn.
তারা খেলতে পছন্দ করে।
They like to play.
ইহা খেতে চায়।
It wants to eat.
ইহা শিখতে চেষ্টা করে।
It tries to learn.
ইহা খেলতে পছন্দ করে।
It likes to play.
ফ্রিল্যান্সিং ইংলিশ

নির্দেশনা: আপনার পাঠ্য কিংবা Vocabulary বই থেকে প্রতিদিন কমপক্ষে ৩০টি করে শব্দ জুড়ে জুড়ে পড়ুন। শব্দগুলো মুখোস্ত করার চেষ্টা করুন। মুখোস্ত না হলে সমস্যা নাই কিন্তু সেই শব্দগুলো দিয়ে গ্রামার ছাড়া ফ্রিল্যান্সিং ইংলিশের নিয়ম অনুসারে শব্দ চেন্জ করে অনুশীলন করুন।

Not + to + Verb – এর ব্যবহার

প্রত্যেকটি বাক্যেরি ইতিবাচক ও নেতিবাচক দিক আছে যেমন: আমি শিখতে চেষ্টা করি (ইতিবাচক); আমি শিখতে চেষ্টা করি না (নেতিবাচক)। ছক দেখে অনুশীলন করুন।

Not +to + Verbক্রিয়া + ‘তে / র’
Not to Not to do = না করতে / করার
Not to Not to go = না যেতে / যাবার
Not to Not to see = না দেখতে / দেখার
Not to Not to drink = না পান করতে / পান করার
Not to Not to come = না আসতে / আসার
Not to Not to be = না হতে / হবার
Not to Not to become = না হতে / হবার
ফ্রিল্যান্সিং ইংলিশ

হতাশ হবেন না! আসলে ইংরেজি হচ্ছে বিদেশী ভাষা আর আমরা যদি এটাকে বিদেশী ভাষা হিসাবে শিখতে চাই তাহলে সত্যিই কঠিন মনে হবে। চেষ্টা করুন ফ্রিল্যান্সিং ইংলিশ এই আর্টিকেলের নিয়ম অনুশরন করে। বাংলা অর্থ সহ Chart আকারে দেওয়া হলো; খুব তাড়াতাড়ি পড়ার চেষ্ট করুন।

আমি সময় নষ্ট না করতে চাই।I want + not to waste +time.
আমি রাস্তার খাবার না খেতে চাই।I want + not to take + street food.
সে না হাসতে চেষ্টা করে।He tries + not to laugh.
তারা না কাঁদতে চেষ্টা করে।They try + not to cry.
করিম ঘুষ না খেতে চেষ্টা করে।Karim tries + not to take + bribe.
আমি ছেলেটিকে রোদে না যেতে বলি।I tell the boy + not to go + in the sun.
তুমি ব্যবসায়িক কাজে দুশ্চিন্তা না করতে চেষ্টা কর।You try + not to worry + about business affairs.
আমি তোমাকে মিথ্যা কথা না বলতে শিক্ষা দেই।I teach you + not to tell lies.
তুমি তাকে বাসি খবার না খেতে পরামর্শ দাও। I advise him + not to take + stale food.
আমি তোমাকে অন্যের ব্যাপারে নাক না গলাতে পরামর্শ দেই। I advise you + not to poke your nose + into others affairs.
ফ্রিল্যান্সিং ইংলিশ

WH Words-এর ব্যবহার

What = কি, When = কখন, Where = কোথায়, Why = কেন, How = কিভাবে, Whom = কাকে, Who = কে, Who = কারা, Which – = কোন – টি, Whose – = কার – টি।

ফ্রিল্যান্সিং ইংলিশ
ফ্রিল্যান্সিং ইংলিশ

মনে রাখবেন, বাংলা বাক্যে যদি কোন কাজ ‘করতে হয়’ বা ‘করতে হবে’ থাকে এবং এর পূর্বে যদি কোন প্রশ্নবোধক শব্দ থাকে তাহলে নিচের নিয়ম অনসরন করুন।

Formula: Wh + to do.

What + to do = কি করতে হয় / হবে।
When+ to do = কখন করতে হয় / হবে।
Where+ to do = কোথায় করতে হয় / হবে।
Why+ to do = কেন করতে হয় / হবে।
How+ to do = কিভাবে করতে হয় / হবে।
Whom+ to do = কাকে করতে হয় / হবে।
Which – + to do = কোন – টি করতে হয় / হবে।
Whose – + to do = কার – টি করতে হয় / হবে।
ফ্রিল্যান্সিং ইংলিশ

উপরের টেবিলের আলোকে কিছু উদাহরন দেওয়া হলো ঃ- Formula: I (do) + Wh to do + to (do). এই নিয়ম অনুসরন করে পড়ার চেষ্টা করুন।

আমি জানি সুস্বাস্থ্য বজায় রাখতে কি খেতে হয়। – I know + what to take + to maintain sound health.

আমার মা জানেন ঈদের দিন কি রান্না করতে হয়। – My mother knows what to cook on the Eid day.

একজন কৃষক অফিসার জানেন কখন বৃক্ষরোপন করতে হয়। – An agriculture officer knows when to plant trees.

সে জানে অধিক অর্থ উপার্জনের জন্য কোথায় যেতে হবে। – He Knows where to go to earn more money.

রহিম জানে কিভাবে ইংরেজিতে অধিক নম্বর পেতে হয়। – Rahim knows how to get more marks in English.

মাশরাফি জানে কিভাব বিশ্বকাপ জয় করতে হবে। – Mashrafi knows how to win the World Cup.

একজন সচেতন ব্যক্তি মাত্রই জানেন কখন COVID-19 টিকা দিতে হয়। – A conscious person knows when to take COVID-19 Vaccine.

সবাই জানে হজ্জ্ব পালন করতে কোথায় যেতে হয়। – Everybody knows where to go to perform the holy Hajj.

তুমি জান কেন জীবনে কঠোর পরিশ্রম করতে হয়। – You know why to labour hard in life.

মনে রাখা উচিত, আমরা এই গ্রামার ছাড়া ফ্রিল্যান্সিং ইংলিশ টিপস আর্টিকেলে বাংলার মাধ্যমে ইংরেজি সেন্স বুঝানোর চেষ্টা করছি। নিয়ম: বাংলা বাক্যে যদি কোন কাজ ‘করা হয়’ বা ‘করা হবে’ থাকে এবং এর পূর্বে যদি কোন প্রশ্নবোধক শব্দ থাকে তাহলে নিচের নিয়ম অনসরন করুন।

Formula: Wh + it is to be (done).

Whatit is to be (done) = কি করতে হবে।
Whenit is to be (done) = ইহা কখন করতে হবে।
Whereit is to be (done) = ইহা কোথায় করতে হবে।
Whyit is to be (done) = ইহা কেন করতে হবে।
Howit is to be (done) = ইহা কিভাবে করতে হবে।
Whomit is to be (done) = ইহা কাকে করতে হবে।
Which – it is to be (done) = কোন – টি করতে হবে।
Whose – it is to be (done) = কার – টি করতে হবে।
ফ্রিল্যান্সিং ইংলিশ

উপরের টেবিলের আলোকে কিছু উদাহরন দেওয়া হলো ঃ- Formula: I (do) + Wh it is to be (done). এই নিয়ম অনুসরন করে পড়ার চেষ্টা করুন।

একজন সচেতন ব্যক্তি মাত্রই জানেন কখন COVID-19 টিকা দিতে হবে। – A conscious person knows + when COVID-19 Vaccines are to be taken.

আমি জানি কিভাবে দ্রব্যমূল্য কমাতে হবে – I know + how prices of things are to be reduced.

একজন কৃষক জানে কিভাবে ভালো পাট উৎপাদন করতে হবে। – A farmer knows + how good jute + is to be produced.

তুমি জান বাংলাদেশর কোথায় সবচেয়ে বেশি আলু উৎপাদন করতে হবে। – You know + where in Bangladesh + maximum potato is to be produced.

আমরা জানি কোন পদ্ধতিতে বাংলাভাষী মানুষদের ইংরেজি শেখাতে হবে। – We know + by which method + English is to be taught + to the Bengali speaking people.

সকলেই জানে সন্ত্রাস দমন করতে কি করতে হবে। – Everybody knows + what it is to be done + to control terrorism.

একজন ব্যক্তির কয় ধরনের রূপ?

ফ্রিল্যান্সিং ইংলিশ
ফ্রিল্যান্সিং ইংলিশ

গ্রামার ছাড়া ইংরেজি শিখা কি সম্ভব? আমাদের এই ফ্রিল্যান্সিং ইংলিশ আর্টিকেলে জানতে পারবেন একজন ব্যক্তির চার ধরনের রূপ থাকে। ক্লিয়ার বুঝার জন্য নিচে টেবিল আকারে দেওয়া হলো।

১ম সারি২ম সারি৩ম সারি৪ম সারি
I – আমিMy – আমরাMe – আমাকেMine – আমারটা
We – আমরাYour – তোমরাYou – তোমাকেYours – তোমাদেরটা
You – তুমিOur – আমাদেরUs – আমাদেরকেOurs – আমাদেরটা
You – তোমরা
He – সেHis – তারHim – তাকেHis – তারটা
She- সেHer – তারHer – তাকেHers – তারটা
They – তারাTheir – তাদেরThem – তাদেরকেTheirs – তাদেরটা
It – ইহাIts – ইহারIt – ইহাকেIts – ইহারটা
Who – কেWhose – কারWhom – কাকেWhose – কারটা
ফ্রিল্যান্সিং ইংলিশ

গুরুত্বপূর্ণ (COURTESY) শ্লীলতা যা সবসময় কাজে লাগবে

নিচে কিছু গুরুত্বপূর্ণ (COURTESY) শ্লীলতা বা শিষ্টাচারসম্মত আচরণ দেওয়া হলো নিজে নিজে অনুশীলন করুন।

Formal Greetings (অভিবাদন)

Good Morning (দুপুর ১২ টার পূর্ব পর্যন্ত)।

Good Afternoon (দুপুর ১২ টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত)।

Good Evening (সন্ধ্যা থেকে রাত ১২ টার পূর্ব পর্যন্ত)।

Good night (সন্ধ্যার পর থেকে রাতের যে কোন সময় ‘বিদায়’ অর্থ বুঝায়)।

Informal Greetings জানতে নিম্নলিখিত শব্দাবলী ব্যবহার হয়

Hello! Hi. Example: Hello Rafiq! Hi Salam!

সার্বিকভাবে ভাল থাকলে বলতে হবে

কেউ যদি জিজ্ঞাস করে How are you? তাহলে বলতে পারেন।

Fine, I’m fine, I’m all right, I’m OK, Just fine, Very well, Not bad at all, Quite well, Pretty well, etc.

মোটামোটি ভাল থাকলে বলতে হবে

So so, I’m so so, Not so good, Not so bad, Not too bad, It could be worse, etc.

আদৌ ভাল না থাকলে বলতে পারেন

Just dragging the life, Just starving, Still alive, etc.

Greetings এর পর নিম্নলিখিতভাবে বলা যায়

It’s my pleasure to meet you.

Nice to meet you.

Glad to meet you.

I’m pleased to meet you.

কারো সাখে কথা বলার জন্য বলতে পারেন

Excuse me. Excuse me – এর উত্তরে বলবেন YES।

আপনি যদি কারো কথা বুঝতে না পারেন তাহলে তাকে অনুরোধ করবেন কথা আবার বলার জন্য।

যেমন: Pardon me, I beg your pardon, Pardon please, etc.

কাউকে কোন কিছু করতে বললে বলবেন

Would you mind (doing):- Would you mind moving a bit.

Would you mind booking a ticket for me.

Would you mind singing a folk song.

Would you mind opening the window.

কাউকে কোন কিছুর আহব্বান জানালে বলবেন

Would you like to (do)

Would you like to have a dinner with me.

শেষ কথা

আমরা দৃঢভাবে বিশ্বাস করি যে আপনি যদি আমাদের ফ্রিল্যান্সিং ইংলিশ টিপ্সগুলো পড়ে থাকেন তাহলে ১০০% নিশ্চিত আপনার উন্নতি হয়েছে। যা আপনি ১০ -১২ বছর গ্র্যামার পড়ে হয়তো শিখতে পারেনই।

আমরা চেষ্টা করেছি সহজ কিছু ইংরেজি শিখার টিপ্স শেয়ার করার জন্য। যা আপনাকে বাংলা থেকে ইংরেজি করা এবং ইংরেজির সেন্স বুঝার জন্য সাহায্য করবে।

আপনি কিছু শিখতে পারলেই আমার এই আর্টিকেল লেখার স্বার্থক হবে। আপনার যদি কোন কিছু জানার থাকে তাহলে আমাদের সাতে যোগাযোগ করতে পারেন। আপনার উন্নতি হোক এটাই আমাদের কাম্য। ধন্যবাদ।

3 thoughts on “গ্রামার ছাড়া ফ্রিল্যান্সিং ইংলিশ টিপস”

  1. খূবই চমৎকার! এবং গুরুত্বপূর্ণ । আমি অনেক কিছূ শিখতে পারছি। পরবর্তী পর্ব শেয়ার করেন ভাই।

  2. проведение опрессовки системы отопления

    What’s up, I want to subscribe for this webpage to obtain most recent updates, thus where can i do it
    please help out.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *