ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

১০ টি সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর তালিকা | ১০০% ইনকাম হবে

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং একটি খুবই জনপ্রিয় পেশা হিসেবে পরিচিতি লাভ করেছে তাই এই কাজের প্রসারের জন্য বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তৈরি হচ্ছে। মূলত এই মার্কেটপ্লেসগুলোর কাজ হচ্ছে এখানে দুই ধরনের ব্যক্তি কে ইউজার এক্সেস দেওয়া হয়। এক নম্বর হচ্ছে ক্লায়েন্ট, যে কাজ কড়িয়ে নেবে এই মার্কেটপ্লেসগুলোর মাধ্যমে। দুই নম্বর হচ্ছে কর্মী বা ফ্রিল্যান্সার যে অর্থের বিনিময়ে সে ক্লায়েন্টের কাজ গুলো এই মার্কেটপ্লেসগুলোর মাধ্যমে করে দেয়।

আপনি যদি কোন একটি কাজের স্কিলফুল হন তাহলে আপনি এই মার্কেটপ্লেসগুলোতে আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে প্রোফাইল তৈরী করতে পারবেন। এছাড়াও আপনি যদি কোনো কাজ আউটসোর্স করতে চান। কিংবা কাউকে দিয়ে কাজ এই মার্কেটপ্লেসগুলোর মাধ্যমে করিয়ে নিতে চান সে ক্ষেত্রে আপনি ক্লায়েন্ট হিসেবে প্রোফাইল তৈরি করতে পারবেন।

পাশাপাশি আপনি আপনার পোর্টফোলিও গুলো শেয়ার করতে পারবেন। ভেতরে কোনো ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি খুব ভালো কাজ জানেন। এবং এই প্রোফাইলে গুলো দেখে যেকোনো বার নিঃসন্দেহে আপনাকে এই মার্কেটপ্লেসগুলোতে কাজ দিবে।

এই মার্কেটপ্লেসগুলোর মাধ্যমে আপনি আপনাকে একজন ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারেন। আপনি খুবই তাড়াতাড়ি এই মার্কেটপ্লেসগুলোর মাধ্যমে কাজ খুঁজে পাবেন। এবং সাথে হ্যান্ডসাম একটা সেলারি পাবেন যেটা কিনা মাসিক ভিত্তিক কোন চাকরি করে সম্ভব হবে না।

আজকে আমরা কিছু বিশ্বাসযোগ্য মার্কেটপ্লেস সম্পর্কে এই আর্টিকেলে আলোচনা করব।

চলুন জেনে নেই সেরা কিছু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস freelancing marketplaces যেখানে আপনি আপনার প্রোফাইল বানিয়ে খুব সহজেই কাজ পেতে পারেন।

টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে ২০২৩

১০ টি সেরা ও বিশ্বাসযোগ্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর তালিকা

যারা ঘরে বসেই বিভিন্ন দেশের ক্লায়েন্টের কাজ করতে চান তাদের জন্য ১০টি সেরা ও বিশ্বাসযোগ্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর তালিকা ২০২৩।

১. Upwork

Upwork হচ্ছে ইন্টারনেটে সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর মধ্যে একটি। এটি একটি অন্যতম জনপ্রিয় মার্কেটপ্লেস যেখানে আপনি প্রকৃত ক্লায়েন্ট কিংবা ফ্রিল্যান্সার পাবেন।

এই মার্কেটপ্লেসে যারা একমাত্র কাজ পারে তারাই এখানে তাদের প্রোফাইল তৈরী করতে পারে। মার্কেটপ্লেসের কর্তৃপক্ষ যাচাই বাছাই করে কোন ফ্রিল্যান্সার কে নিয়োগ দেন এখানে।

আপনি যদি কোন একটি কাজে অভিজ্ঞ হন তাহলে অবশ্যই এই মার্কেটপ্লেসে প্রোফাইল তৈরি করে সহজে কাজ পাবেন। এটি একটি বিশ্বের জনপ্রিয় মার্কেটপ্লেস যেখানে আপনি দক্ষতার ভিত্তিতে আপনি পৃথিবীর যেকোনো মার্কেটপ্লেসে যান না কেন সেখানে তাঁদের একটা নিজস্ব প্রিভা কমিশন থাকে। সেই শর্ত সাপেক্ষে Upwork মার্কেটপ্লেস আপনার কাজের ওপর ভিত্তি করে ২০ % ফি কেটে নেবে।

Freelancing Marketplaces
Freelancing Marketplaces

কিন্তু আপনার প্লিজ একটা বড় সুবিধা রয়েছে সেটা হলো আপনি যখন সেই ক্লায়েন্টের কাছ থেকে বেশি বেশি কাজ পাবেন তখন সেই 20 পার্সেন্ট থেকে কমিশন কিছুটা কমে আসবে। আপওয়ার্ক তখন বুঝতে পারবে আপনি একজন রিয়েল ফ্রিল্যান্সার হিসেবে এই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতেছেন।

আপনি এখানে অনেক বড় বড় কোম্পানির কাজ করতে পারবেন; যেমনঃ Microsoft, Apple, Dropbox.

২. Fiverr

Fiverr হচ্ছে নতুন ফ্রিল্যান্সারদের জন্য একটি বেস্ট ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এই মার্কেটপ্লেস খুবই জনপ্রিয় একটি মার্কেটপ্লেস যেখানে ২৫০ টিরও বেশি কাজের সন্ধান পেতে পারেন।

আপনি যদি ডিজিটাল মার্কেটিং কিংবা এসইওতে অভিজ্ঞ হন তাহলে এই (freelancing marketplaces) মার্কেটপ্লেসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। মূলত ফ্রিল্যান্সিং করতে গেলে অবশ্যই আপনাকে যে কোন একটা কাজের উপর অভিজ্ঞ হতে হবে।
সেই অভিজ্ঞতার পরিপেক্ষিতে ক্লায়েন্ট তাদের পছন্দমত আপনাকে খুজে নেবে। এবং আপনি তাদের প্রযুক্তি করে দিয়ে ডলার ইনকাম করতে পারবেন।

Upwork  ও Fiverr ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর মধ্যে তুলনা

আপওয়ার্ক এর তুলনায় ফাইবারে কাজ পাওয়া সহজ এবং ফাইবার অনেক কাজের অফার করে ফ্রিল্যান্সারদের জন্য। আপনি এখানে লেখক ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং এবং আরো অনেক ধরনের কাজের সন্ধান পেতে পারেন।

এই মার্কেটপ্লেসে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে একটা ফেলার প্রোফাইল তৈরি করতে হবে। এরপর আপনি যে যে কাজে অভিজ্ঞ সেই সেই কাজের উপর ভিত্তি করে গিগ তৈরি করবেন। মনে রাখবেন কি কি যেন খুবই সুন্দর পরিপাটি হয়। যাতে কোন বায়ার এগিয়ে আসলে আপনার গিজের লেখা ছবি গুলো দেখে পছন্দ করে।

আপনি চাইলে এগিয়ে গিয়ে ভিডিও তৈরি করে এড করতে পারেন। সোজা কথায় আপনাকে বুঝাতে হবে যে আপনি সেরা এই মার্কেটপ্লেসে।

আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই সাইটে সর্বোচ্চ সাঁতরা গীত পাবলিশ করতে পারবেন।

কথায় আছে, সব ভালো যার শেষ ভালো তার । আপনি যদি এই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ক্লায়েন্টের জন্য ভালো কাজ করে থাকেন তাহলে ক্লায়েন্ট আপনাকে সেই গিগের ওপর ভালো একটা রিভিউ দিবে। ফাইবার মার্কেটপ্লেস ক্লায়েন্ট এর রিভিউ এর উপর আপনাকে প্রমোশন দিবে। এখানে লেভেল 1 লেভেল 2 এভাবে প্রমোশন’ দেওয়া হয়।

৩. Freelancer

Freelancer ফ্রিল্যান্সার একটি খুবই পুরাতন ফেন্সিং মার্কেটপ্লেস যেখানে আপনি বিভিন্ন ধরনের কাজের সন্ধান পাবেন।
এই মার্কেটপ্লেস টি অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের জন্য খুবই জনপ্রিয় একটা মার্কেটপ্লেস। এখানে অনেক ধরনের ক্লায়েন্ট পাবেন যারা কিনা এই পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ।

প্লাটফর্মে আপনি গ্রাফিক ও লোগো ডিজাইন, আর্টিকেল রাইটিং, কপিরাইটিং এসইও ডিজিটাল মার্কেটিং, আরো বিভিন্ন ধরনের কাজ পেতে পারেন। হে মার্কেটপ্লেসে আপনি বিভিন্ন ফিক্সট প্রজেক্ট কিংবা ঘন্টায় প্রজেক্ট এর কাজ করতে পারবেন। আপনি যদি ইংরেজি ল্যাংগুয়েজ ছাড়াও অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেমন জার্মানি ফ্রান্স পর্তুগিজ স্পেন এদেশের ল্যাঙ্গুয়েজে যদি অভিজ্ঞ হন তাহলে আরো বেশি কাজ পেতে পারেন। কারণ এখানে বিভিন্ন ভাষাভাষী দেশের মানুষ কাজ দিয়ে থাকেন।

আপনি এই মার্কেটপ্লেসের মাধ্যমে কোন ক্লায়েন্টের কাজ রিমোটলি ঘরে বসে করতে পারবেন। এখানে প্রায় 17 কোটির বেশি রেজিস্টার্ড ব্যবহারকারী রয়েছেন ও 1 কোটির ও বেশি প্রজেক্ট রয়েছে। এবং এই ওয়েবসাইটটি সারাবিশ্বে 240 টি দেশে বিভিন্নভাবে পরিষেবা দিয়ে থাকে।

যে সমস্ত মার্কেটপ্লেসে কাজ করে পেমেন্ট নিয়ে কোন ঝামেলা নেই এটি নির্ভরযোগ্য ফ্রীলান্সিং প্ল্যাটফর্ম বলা যায়।

৪. People Per Hour

PeoplePerHour এই মার্কেটপ্লেস টি অন্যান্য মার্কেটপ্লেসের তুলনায় একটু আলাদা। এই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার সাথে পেশাদারদের এটা অন্যতম বন্ডিং তৈরি করে। এবং তাদের মাঝে একটি বন্ধুত্ব তৈরী হয় যেটা কাজ করতে অনেক সুবিধা হয়।

এখানে আপনি যদি কোন একটা কাজ ভালোভাবে ক্লায়েন্টকে জমা দেন। তাহলে পরবর্তী সময়ে এই মার্কেটপ্লেস নিজ দায়িত্বে আপনাকে অন্যান্য ক্লায়েন্টদের সাথে সংযুক্ত করে দিবে। তার মানে দাঁড়াচ্ছে যে আপনি যদি কোন কাজে অভিজ্ঞ হন তাহলে এই মার্কেটপ্লেস হবে আপনার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম।

এখানে কাজের উপর ভিত্তি করে আপনি মূল্য নির্ধারণ করতে পারবেন। এবং এখানে কাজ পেতে বেশি খোঁজাখুঁজি করতে হয় না। আপনি যদি আপনার প্রোফাইলটি খুব সাজানো-গোছানো ভাবে এই মার্কেটপ্লেসে প্রেজেন্ট করতে পারেন তাহলে কাজের অভাব পড়বেনা।

৫. Guru

Guru অন্যান্য মার্কেটপ্লেসে তুলনায় নতুন হলেও ইতিমধ্যেই মার্কেটপ্লেসে কোটি সংখ্যারও বেশি ফ্রিল্যান্সার সদস্য যুক্ত হয়েছেন।

Guru নতুন হলেও এই মার্কেটপ্লেসে প্রায় এক লাখেরও বেশি কাজ সম্পন্ন হয়েছে এবং প্রায় 350000 এরও বেশি অন্যান্য বিভিন্ন পরিসেবা রয়েছে। কেউ যদি নতুন কাজ শিখে কাজ পেতে চায় তাহলে এই প্লাটফর্ম টি হবে তার জন্য খুবই একটি ভালো প্লাটফর্ম।

ফ্রীলান্সিং মারকেটপ্লেস সর্বমোট পাঁচটি মাসিক সদস্যপদ ওভার করে এবং এদের বেসিক পেজটি সবার জন্য উন্মুক্ত। আপনি যদি এখানে কোন কাজ পান এই মার্কেট পেজটি আপনার কাছ থেকে ৭% কমিশন চার্জ করবে।

এখানে আপনি মাত্র 120 টি বিডিং করতে পারবেন বাৎসরিক ভাবে। কিন্তু এখানে সুবিধা হচ্ছে আপনি পেমেন্ট এর মাধ্যমে ৬০০ টি বিড পাবেন যা আপনার কাজ পাওয়ার জন্য যথেষ্ট। পেমেন্ট এর মাধ্যমে যে বিলগুলো নিবেন সেই ভিডিওর পরিপেক্ষিতে যে কাজগুলো করবেন তার থেকে আপনার কাছ থেকে 5% কমিশন নেবে।

৬. 99designs

99designs বহুল পরিচিত একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। মার্কেটপ্লেস ডিজাইনারদের জন্য খুবই কার্যকরী সারাবিশ্বের ব্যবসার সাথে এই ওয়েবসাইটটি বন্ডিং তৈরি করা।

আপনি যদি একজন লোগো গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে এই মার্কেটপ্লেজটি হবে আপনার জন্য সেরা। নিশ্চিন্তে আপনি এখানে একজন ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার গড়তে পারেন।

ফটোশপ ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে আপনি এখানে ক্লায়েন্টদের বিভিন্ন ধরনের সার্ভিস দিতে পারেন। মার্কেটপ্লেস ফ্রিল্যান্সারদের জন্য কিছু খরচ বহন করতে হয় এর বিনিময়ে আপনি এই মার্কেটপ্লেস থেকে কাজ পাবেন।

যদি আপনি কে জারি করতে পারেন তাহলে না হয় কিছু অর্থ ব্যয় হলো তাতে সমস্যা কি। অল্প কিছু অর্থের বিনিময় এই ওয়েবসাইটটি আপনার জন্য যা করবে তা হলো ক্লায়েন্টের সাথে পরিচয় করিয়ে দিবে। আপনি যে কাজটি থে অভিজ্ঞ সেই কাজটি ক্লাবের সামনে প্রেজেন্ট করবে। তাতে করে আপনার কাজ পেতে খুবই সহজ হবে।

অন্যান্য মার্কেটপ্লেসের মতো এখানেও সিনেমা আপনার প্রোফাইলটি ক্রিয়েট করবেন। আপনার প্রোফাইল দেখে ক্লায়েন্ট তার ডিজাইনের জন্য আপনাকে হায়ার করতে পারে।

99designs এর আরেকটি ভালো গুণ হচ্ছে, আপনাকে সার্বক্ষণিকভাবে সাপোর্ট দিয়ে ক্লায়েন্টের কাছ থেকে কাজ পেতে সাহায্য করবে।

৭. Toptal

Toptal মার্কেটপ্লেস এর সবচেয়ে বড় অসুবিধা হল এখানে কোন বিনা অভিজ্ঞতায় ব্যক্তি কাজ করতে পারেনা। এখানে মূলত অভিজ্ঞ ফ্রিল্যান্সাররাই কাজ করে থাকেন।

অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের এখানে কাজ পাওয়া যদিও অনেক সহজ কিন্তু এই মার্কেটপ্লেসে প্রোফাইল তৈরী করাটা বেশ কঠিন। এর জন্য হাজার হাজার ফ্রিল্যান্সারের আবেদন অপেক্ষামান থাকে আবার কারোর বাদ পড়ে যায়। আবেদন প্রক্রিয়া কঠিন হয় এখানে অনেক ফ্রিল্যান্সার আসতে চায়না।

কিন্তু এই মারকেটপ্লেস অভিজ্ঞ ফ্রিল্যান্সার এর আবেদন কিংবা তাদের এক্টিভিটিস দেখে দেখে সিলেট করে বিধায় এখানে অভিজ্ঞ ফ্রিল্যান্সাররা আর কোন বেসিক, ও মিড লেভেল ফ্রিল্যান্সার পাওয়া যায় না।

আপনি এই মার্কেটপ্লেসে (freelancing marketplaces) ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিং সফটওয়্যার তৈরি এ ধরনের কাজের সন্ধান পাবেন। এই মার্কেটপ্লেসে কোন ক্লায়েন্ট এসে তার কাঙ্খিত ফ্রিল্যান্সার কে খুঁজে পায়।

আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনি নির্বাচিত হবেন এবং তারপর ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং বিভিন্ন ধরনের কোম্পানি কিংবা ব্রান্ডের সাথে বিশ্বব্যাপী কাজ করতে পারবেন।

৮. FlexJobs

FlexJobs রিমোটলি কাজ করার জন্য খুবই পরিচিত একটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেখানে নতুন ফ্রিল্যান্সাররা নিশ্চিন্তে কাজ করতে পারেন।

এই মার্কেটপ্লেসের মাধ্যমে আপনি অন্যান্য দেশের ক্লায়েন্টের কাজ করতে পারবেন। এই কাজগুলো আপনি মাস কিংবা বছর জুড়ে করতে পারবেন যদি আপনার ক্লায়েন্টকে কাজের মাধ্যমে সন্তুষ্ট করতে পারেন।

এ প্লাটফর্মে আপনি বিভিন্ন ক্যাটাগরির কাজ পাবেন যেমন কনটেন্ট রাইটিং কনটেন্ট মার্কেটিং প্রোগ্রামিং এসইও ডিজিটাল মার্কেটিং ইত্যাদি আরো অনেক ধরনের ক্যাটাগরির কাজ এই মার্কেটপ্লেসে এভেলেবেল আছে।

এখানে আপনি খুব সহজেই ফিল্টারিং করে আপনার কাঙ্খিত জবটি খুঁজে পেতে পারেন। এখানে কাজ পাওয়া গতানুগতিকভাবে অন্যান্য মার্কেটপ্লেস এর চেয়ে সহজ। আপনি আপনার প্রোফাইলটি সুন্দর করে সাজানো তারপর আপনার স্কুলের উপর ভিত্তি করে গিফট তৈরি করুন। এর কনটেন্ট গুলো যদি হয় তাহলে আপনি শতাংশ কাজ পাবেন।

এই মার্কেটপ্লেসে প্রত্যেকটি ক্লায়েন্ট ভেরিফাইড ক্লায়েন্ট এইজন্যে এখানে সব ধরনের কাজ গুলো বৈধ হয়ে থাকে। এখানে আপনি 50 টি ক্যাটাগরির কাজ পাবেন এবং বিশ্বের যেকোন জায়গা থেকে আপনি এই কাজটি করতে পারবেন।

হেই মার্কেটপ্লেসে আপনি ফ্রি ভাবে কাজ করতে পারবেন আর আপনি যদি চান অনেক অনেক কাজ করতে। এবং ক্লায়েন্টের সাথে সরাসরি যোগাযোগ করতে তাহলে আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হবে।

৯. We Work Remotely

We Work Remotely এর মানে হয়তোবা সকলেই বুঝতে পারতেছেন যে আপনি বিশ্বের যে কোন জায়গা থেকেই এই মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন। এটি একটি নির্ভরযোগ্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেখানে আপনি প্রোগ্রামিং ডিজাইনিং কপিরাইটিং ভিডিও এডিটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং আরো বিভিন্ন ধরনের কাজ পাবেন।

এই ওয়েবসাইটে প্রফাইল ক্রিয়েট করার পর আপনি যে কাজটি খুব ভালো পারেন। এবং যে বিভাগে আপনি কাজ করতে বেশি আগ্রহী তা চিহ্নিত করে আপনি আপনার চাকরির সকল অপশন গুলো নিজের ইনবক্সে নিয়ে আসতে পারেন।

সার্চ করে আপনার নতুন নতুন কাজ গুলো পেতে পারেন। এছাড়াও এখানে ফুলটাইম কন্টাক্ট চুয়াল কাজের অপশন রয়েছে।আপনি আপনার কাজগুলো বায়ারের সাথে ড্রিল করে আপনার সুবিধা মত কাজগুলো এই মার্কেটপ্লেসের মাধ্যমে সাবমিট করতে পারবেন সকল মার্কেটপ্লেসের ডাটাগুলো বিভিন্ন সময় আপডেট করে।

এই মার্কেটপ্লেসে ডাটাগুলো এবং ডাটাবেজ বিভিন্ন সময় আপডেট হয় এ আপডেট গুলো আপনি এই ওয়েবসাইটের নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। আপনি স্কিলফুল হলেই মার্কেটপ্লেসে কাজের কোন অভাব থাকবে না।

১০. Dribbble

Dribbble হলো ক্রিটিভ ডিজাইনারদের জন্য একটি মাস্টারমাইন্ড ফ্রীলান্সিং মারকেটপ্লেস। এই মার্কেটে প্রেসটিজ অন্যান্য মার্কেটপ্লেসের চেয়ে একটু আলাদা। এখানে অসংখ্য ক্লায়েন্ট আপনি পেতে পারেন যদি আপনি আপনার প্রোফাইল কে ভালোভাবে উপস্থাপন করতে পারেন।

কাজ করার জন্য আপনাকে এখানে যেটা করতে হবে। প্রোফাইল তৈরী হওয়া হয়ে গেলে আপনি এখানে জব বোর্ড তৈরি করতে হবে। যেটা দেখে একজন ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি এই কাজে অভিজ্ঞ।

আপনি যদি একজন ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনি এখানে অনেক কাজের অপশন পাবেন। এখানে আপনার কাজের প্রক্রিয়া গুলো খুব সহজেই যেকোনো ক্লায়েন্টকে দেখাতে পারবেন। যা আপনার পরবর্তী কাজ গুলো পেতে সাহায্য করবে।

এখানে আপনি একজন ডিজাইন স্পেশালিস্ট হিসেবে কাজ করতে পারবেন যেমন ব্র্যান্ড ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর আরো গ্রাফিক্সের অনেক ধরনের কাজ আপনি মার্কেটপ্লেস থেকে পেতে পারেন।

মার্কেটপ্লেসে আরেকটি বড় সুবিধা হলো আপনি এখানে লোকেশন ওয়াইস কাজ করতে পারবেন। লোকেশনটি আপনি নিজের মতো করে বেছে নিতে পারেন। সকল কাজ আপনি ঘরে বসে দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে করতে পারবেন।

শেষ কথা

সেরা দশটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর তালিকা এই আর্টিকেল এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় দিয়ে এই আর্টিকেলটি পড়ার জন্য। আর্টিকেল পড়তে গিয়ে যদি আপনি কোন প্রশ্নের সম্মুখীন হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন । আর ভালো লাগলে কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইলো।

2 thoughts on “১০ টি সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর তালিকা | ১০০% ইনকাম হবে”

  1. Hanifa Akter

    সত্যিকারের “ভালোবাসা” আর বিশ্বাসী বায়ার খুঁজে পাওয়া যায় না অনলাইন মার্কেটে..!!…!!🖤🥀

  2. Pingback: Tabid

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *