Tag Question Rule Bangla

Tag Question Rules Bangla

প্রিয় পাঠক বন্ধুরা এই আর্টিকেলে আমরা জানবো  tag question rules with examples.  Tag question rules হচ্ছে একটি গুরুত্বপূর্ন অংশ এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য। এই tag question rules for ssc পরীক্ষার্থীদের জন্য খুবই প্রয়োজনীয়। 

Do you need Tag question rules bangla pdf? If you need tag question rules for ssc pdf or tag question rules for class 9, then message us. 

আপনারা অনেকেই জানেন Tag শব্দের আভিধানিক অর্থ হল জুড়ে দেয়া, অর্থাৎ আমাদের কথাবার্তা বলার সময় আমরা কথার সঠিকতা যাচাইয়ের জন্য শ্রতার সমর্থন চেয়ে বাক্যে যা জুড়ে দেয়া হয় তাই Tag question বা টেগ ।

সকল tag question rules for class 9 সম্পর্কে জানতে শেষ পর্যন্ত পড়ুন

SSC ICT MCQ Questions and Answers PDF

Tag Question কি?

ট্যাগ প্রশ্ন হল এক ধরনের প্রশ্ন যা ইংরেজি এবং অন্য কোন ভাষায় তথ্য নিশ্চিত করতে বা যাচাই করতে বা শ্রোতার কাছ থেকে সমর্থন চেয়ে বা নিশ্চিতকরণের জন্য ব্যবহৃত হয়। এগুলি সাধারণত একটি বিবৃতির শেষে যোগ করা ছোট প্রশ্ন। ট্যাগ প্রশ্নে সাধারণত একটি সহায়ক ক্রিয়া এবং একটি সর্বনাম থাকে। Need tag question rules bangla class 10? নিচে দেখুন-

Tag question rules  হল প্রশ্ন যা কোনো বক্তব্যের শেষে যোগ করা হয় যেন সেই বক্তব্য একটি প্রশ্নের মত শুনে। Tag question করার নিয়ম হল একটি নেগেটিভ অথবা পজিটিভ বক্তব্যের পর একটি প্রশ্ন ট্যাগ (tag) যোগ করা হয়, যা কোনো নিশ্চিতকরণ অথবা বোঝাই প্রদান করতে সাহায্য করে। এই ট্যাগ প্রশ্ন বিশেষভাবে উপসর্গিত প্রশ্ন হিসেবে চিহ্নিত হয়, এবং বক্তব্যের মূল বোঝাই প্রদান করে।

অনলাইন আয় সম্পর্কে জানতে এখানে দেখুন-

Tag Question Rules এর গঠন:

প্রদত্ত বাক্য+কমা+a.v.+n’t+Sub এর  Pronoun +?

A.V. এর সাথে not বসালে o উঠে গিয়ে (’) বসবে |  যেমন: is not=isn’t  have not= haven’t

ব্যতিক্রম: am not= ain’t, shall not =shan’t, will not=won’t, can not= can’t, used to not= didn’t.

# কিন্তু কোন বাক্যে negative শব্দ যেসম: no,none, never, nothing, littile, few, seldom, bit, hardly,scarcely ইত্যাদি থাকলে n’t বসবে না |

উদাহরণ:  i) He is an honest boy, isn’t he?            ii) They have no money, have they?

Tag Question Rule
Tag Question Rules

Tag Question Rules-1

Present Indefinite tense ( S+V1+O) এর Tag Question  করার সময় a.v.  হিসাবে do/does এবং past  indefinite (S+V2+O)  এর Tag Question করার সময় a.v হিসেবে did বসবে |

উদাহরণ:    i) I eat rice, don’t I?                               ii) He eats rice. doesn’t he?

ii) They ate rice, didn’t they? iv) He never tells a lie, does he?

Tag Question Rules-2

Please, Don’t, Never, Always, Let, ইত্যাদি দ্বারা কোন বাক্য শুরু হলে উক্ত বাক্যের Tag Q. হবে will you ? এবং Let us/Let’s  দ্বারা কোন বাক্য শুরু হলে উক্ত বাক্যের Tag Q. হবে shall we?

উদাহরণ:              i)Please give me your book, will you?             ii) Let us go out, shall we?

                            iii) Let me finish the work, will you?               iv)  Write a letter, will you?

Tag Question Rules-3

এক বচন বস্তু,সূর্য, শিশু, পাখি, প্রাণী, প্রতিষ্ঠান, ভবন এবং যে সকল বস্তু ওজন করা যায় অথবা গণনা করা যায় না তাদের pronoun হবে it.

উদাহরণ:  i) The cow gives us milk, doesn’t it?                    ii) Water has no colour, has it?                                iii) His hair is white, isn’t it?   

Tag Question Rules-4

শব্দ++thing,To+ V1, V1+ing,The+father/mother/girl/beast ইত্যাদি বাক্যের sub হলে Tag Question এ এদের pronoun হবে it.

উদাহরণ:   i) To walk is good for health/Walking is good for health, isn’t it?

                 ii) The mother rose in her, didn’t it?           iii) Nothing is certain, is it?

Tag Question Rules-5

Tag Question Rule
Tag Question Rules

স্ত্রীবাচক শব্দ, নদী, চাঁদ, মাতৃভূমি, ট্রেন, জাহাজ ইত্যাদির pronoun হবে she, Allah-র pronoun He এবং দেশের pronoun হবে it.

উদাহরণ:    i)The moon gives us light, doesn’t she?       iii) Allah is almighty, isn’t He?

Tag Question Rules-6

The government এর পরিবর্তে it, one এর পরিবর্তে one/he , man এর পরিবর্তে he, there এর পরিবর্তে  there, this/that এর পরিবর্তে it এবং these/ those/none এর পরিবর্তে they বসবে।

উদাহরণ: i) Man is mortal, isn’t he?   ii) This is his pen, isn’t it?      

Tag Question Rules-7

প্রবাদ বাক্যের Tag Question Rule হবে isn’t it?, এর Who cares/who saves tag Q. হবে do they? এবং Thanks you/ Goodbye/Good+সময়/ welcome ইত্যাদির tag Q. হবে don’t I?

উদাহরণ:  i)Something is better than nothing, isn’t it?        ii) Who cares, do they?

               iii) Thank you very much, don’t I?   

Tag Question Rules-8

জাতি অর্থ্য The+chinese/Japanese/British এবং The+adj.(educated/unfed/ idle/rich/poor/ wise/pious/brave) এর pronoun হবে they.

উদাহরণ:     i) The poor are born to suffer, aren’t they?        

                  ii) The Japanese are industrious, aren’t they?

Tag Question Rules-9

Tag Question Rule Bangla
Tag Question Rule Bangla

That অংশ I think/ I believe/ I know/ I suppose/ I imagine যুক্ত বাক্যের Tag Question হবে বাক্যের ২য় অংশ অনুযায়ী এবং কোটেশন (‘’) sub যুক্ত  pronoun হবে it |

উদাহরণ:    i) I think you are honest, aren’t you?      

                 ii) I believe that he is an intelligent boy, isn’t he?

                 iii) ‘He’ is a pronoun, isn’t it?      iv) ‘I’ is the first letter of India, isn’t it?

Tag Question Rules-10

Each, every, শব্দ + body/one  ইত্যাদি বাক্যের sub হলে Tag Question এদের  pronoun হলে they এর বাক্যে a.v. হিসাবে is থাকলে are, has থাকলে have এবং V1 এর সাথে s/es থাকলে does  হয়ে do বসবে|

উদাহরণ:     i) Every mother loves her child, don’t they?

i) Every rose has a thorn, haven’t they?            ii) Nobody believes a liar, do they?

Tag Question Rules-11

কোন বাক্যে Sub+’s+noun থাকলে ‘s =is/has এবং V3 থাকলে ‘s=has হবে । আবার sub+’d+V1 থাকলে ‘d=would এবং v3 থাকলে ‘d=had হবে |

উদাহরণ:     i) He’s an honest man, isn’t he?    ii) He’s a red pen, hasn’t he?

iii) He’s written a letter, hasn’t he?         iv) They’d go there, wouldn’t they?

v) They’d gone there, hadn’t they?

Tag Question Rules-12

How /what যুক্ত বাক্যের Tag Question বাক্যের শেষের sub I verb অনুযায়ী কিন্তু sub I verb না থাকলে Tag.Q হবে isn’t it?

উদাহরণ:    i) How charming the scenery is, isn’t it?  ii) What a pity, isn’t it?

Tag Question Rules-13

With, along with, together with, as well as(Ges), and not, accompanied by ইত্যাদি বাক্যের Tag.Q হবে 1 sub অনুযায়ী ।

উদাহরণ:    i) I together with my friends went to visit a book fair, didn’t I?

                ii) He as well as his father will come, won’t he?

Tag Question Rules-14

কোন বাক্যে দুটি অংশ থাকলে যে অংশ দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশ পাবে সেই অংশের Tag.Q করতে হলে।

উদাহরণ:     i) If you come, I will go, won’t I?  

                 ii) We drank the glass of water though it was polluted, didn’t we?

Tag Question Rules-15

কোন বাক্যে You and I/ I and my/ of us থাকলে -we, you and your/you and he/of your থাকলে you, he and his /of them থাকলে they বসবে।

উদাহরণ:     i) Many of them went there, didn’t they?

                 ii) You and he will come here, won’t you?

শেষ কথা:

উপরের 15 টি Tag Question Rules পড়ে আশাকরি আপনি উপকৃত হয়েছেন। আমরা বিশ্বাস করি যে এই Tag Question Rules PDF গুলো আপনার নিজের পরীক্ষা কিংবা অন্যান্য প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সাহায়্য করবে। ভিডিও দেখতে এখানে দেখুন। আর্টিকেলটি ভাল লাগলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *