ইংরেজি শেখার সহজ পদ্ধতি

সেরা ১০ টি ইংরেজি শেখার সহজ পদ্ধতি

আপনি কি ইংরেজি শেখার সহজ পদ্ধতির অনুসন্ধান করতেছেন? যদি তাই হয় তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমরা সবাই জানি যে ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা। বলতে গেলে এই ভাষা শিখতে আমারা সবাই ভয় পাই, যেমন, কেমন করে বলা বা লেখা শুরু করব, কোথায় থেকে শুরু করবো, কি বলতে কি বলে ফেলি, কোন বাক্য টা যেন ভুল হয়ে যায়, ইত্যাদি,এই রকম অনেক ধরণের কনফিওশন আমাদের মাঝে বিরাজমান রয়েছে।

বিশ্বের সাথে তাল মিলেয়ে চলতে ইংরেজি শেখা আমাদের অতি জুরুরি। আপনি একজন ছাত্র বা পড়াশোনা শেষ,  আপনি  স্কুল, কলেজ বা কোন প্রতিষ্ঠানে চাকুরির জন্য গেলেই আপনাকে ইংরেজি জানা খুরই জরুরি। কারণ আজকাল ইনন্টারভিউ বোর্ডে ইংরেজিতে প্রশ্ন করা হয়। 

এক্ষেত্রে আপনি যদি ইংরেজি ভাল বলতে না পারের তাহলে খুব বড় ধরণের জামেলাই পড়ে যাবেন। বিশেষ করে চাকুরির (ইন্টারভিউ) পরীক্ষায় উত্তির্ণ হতে পারবেন না।  বর্তমার প্রেক্ষাপট অনুসারে এটা পরিস্কার যে, বেসিক ইংলিশ জানা ছাড়া আপনি অচল।

আপনি যদি গভীরভাবে চিন্তা করেন-তাহলে ইংরেজি শিখা যে কত গুরুত্ব তা বোঝতে পারবেন। যদিও ইংরেজি একটি ইন্টারন্যাশনাল ভাষা, তাই হয়ত কারো কারো কাছে এই ভাষাকে একটি কঠিন ভাষা মনে হতে পারে। এগুলো চিন্তা মাথা থেকে চিরদিনের জন্য মুছে ফেলেন। 

এই আর্টিকেলের মাধ্যমে আমরা প্রথমে কিছু সহজ ইংরেজি শেখার সহজ পদ্ধতি সম্পর্কে জানবো। যাতে করে আমরা নিজের প্রয়োজনে  ইংরেজিতে কথা বলতে পারি। ইংরেজি শেখার সহজ পদ্ধতি – এই আর্টিকেলের মাধ্যমে আপনার সহজে ইংরেজি সম্পর্কে কমপ্লিট ধারণা পাবেন। আর যেকোন ব্যাক্তির সাথে বা কোন প্রতিযোগিতা মূলক ইন্টারভিউ পরিক্ষায় কথা বলতে সমস্যা হবে না।

এখন হয়তো আপনি ভাবতেছেন কিভাবে ইংরেজি শিখবো? তবে কোন চিন্ত করবেন না। এই আর্টিকেলে কিছু সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করেছি যা অনুসরন করলে আপনি ইংরেজি শিখতে লাভজনক হবেন।

আরেকটা বিশেষ গুরুত্বপূর্ন বিষয় আপনাকে মনে বাখতে হবে, শুদ্ধ ইংরেজি বলা বা লেখার জন্য প্রথমে আপনাকে ইংরেজি গ্রামারের উপর গুরুত্ব দিতে হবে। তাছাড়াও আপনাকে প্রতিদিন ইংরেজিতে কথা বলার বা লেখার অভ্যাস করতে হবে।  

 সেরা ১০ টি  ইংরেজি শেখার সহজ পদ্ধতি- এই আর্টিকেলটি তাদের জন্য, যাহারা বেসিক লেভেল কিন্তু ইংরেজি ভাষা শিখতে আগ্রহী। ইংরেজি বলা বা লেখা কিভাবে শুরু করবো সেই সম্পর্কে জানতে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। 

কেন ইংরেজি শিখা দরকার এর কারন খুজে বের করুন

আমরা অনেকেই চিন্তা করি যে, আমি বড় হয়ে বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিসটার বা অন্য কোন ফাষ্ট ক্লাশ কর্মকর্তা হব। আশ করি আপনার সপ্ন পুরন হোক। কিন্তু সব বিষয়ের পাশাপাশি একটা বিষয়ের উপর একটু বেশি নজরদারি দিতে হবে তা হলো ইংরেজি। কারন আমরা বাঙালি আমাদের মাতৃ ভাষা বাংলা। আজকাল অনেকেই শুনতে পাই যে, একজন অনাস মাস্টার্স করা ছাত্র ইংরেজিতে কথা বলতে পারে না। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে সেই গ্র্যাজুয়েটের। 

ইংরেজি শেখার সহজ পদ্ধতি
ইংরেজি শেখার সহজ পদ্ধতি

আমারা সকলেই Parts of Speech, Tense  জানি যেগুলো অনেক ছোট ক্লাশ থেকে পড়ে আসতেছি। এমনকি অনেকের অনেক শব্দ মুখুস্ত রয়েছে। কিন্তু সমস্যা একটাই বলতে ও লিখতে। যাহারা এখনও এরকম অবস্থায় আছেন , আমি তাদের উদ্দেশ্যে বলছি আজ থেকে এখন থেকে ইংরেজি শেখার সহজ পদ্ধতি গুলো জানুন । আপনি নিশ্চয় বুঝতে পারছেন কেন ইংরেজি শেখা এত জরুরি। 

আপনি সরকারি কিংবা বেসরকারি চাকরির ইন্টারভিউ বোর্ডে গেলেই আপনাকে আপনার নিজের সম্পর্কে কিছু বলতে বলা হবে। তাহলে বুঝতেই পারছেন উত্তর দিতে না পারলে কি হবে। আর দেরি না করে এখন থেকেই নিজে নিজে কথা বলা ও লেখা শুরু করুন। 

একটি লক্ষ্য ঠিক করুন

প্রত্যেক মানুষের একটি লক্ষ্য থাকা দরকার। আপনাকেও নিজের লক্ষ্য নিজেরেই ঠিক করতে হবে। আপনার লক্ষ্য টা এমন হওয়া উচিত যেন আপনি  তিন মাসের মধ্যে ইংরেজিতে কথা বলতে পারেন। ছোটবেলা থেকেই আপনি অনেক পড়াশোনা করেছেন কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌছাতে পারেন নাই। এই আর্টিকেল ইংরেজি শেখার সহজ পদ্ধতির সুবাদে বলছি কমপক্ষে তিন মাস সময় অপচয় করুন যাতে এই তিন মাস সময়ই হতে পারে আপনার জীবন মূল লক্ষ্য। যা আপনার জীবনকে বদলিয়ে দিবে ইনশালাহ্ । 

আমাদের এই ইংরেজি শেখার সহজ পদ্ধতি আপনাকে স্বাগত জানায়। আপনি এই তিন মাস শুধু ইংরেজিতে কথা বলার চেষ্টা করবেন। আমার বিশ্বাস আপনি পারবেন। আপনি যদি বলতে পারেন তাহলে এটা ১০০% নিশ্চিত আপনি লিখতে ও পারবেন। এই ছোট্ট তিন মাসের প্লানটাই আপনার জীবন বদলে দিতে পারে। 

আপনি যদি এইচ এস সি শেষ করে থাকেন তাহলে আপনার জন্য একটা গোল্ডেন অপাচোনিটি অপেক্ষা করতেছে (বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা )। আপনার বেসিক মোটামোটি ক্লিয়ার হলে আপনি চাইলে IELTS (International English Language Testing System) ভর্তি হয়ে ভাল একটা স্কোর অর্জন করুন দেখবেন আপনার সপ্ন পূরন হতে বেশি দিন লাগবেনা। এটা নিশ্চিত থাকেন আপনি সফল হবেনই। একটা কথা ভাল করে মনে রাখবেন পরিশ্রম কখনো বিথা যায় না ।

প্রতিদিন নতুন নতুন ইংরেজি শব্দ শিখুন

বাড়তি কাজ গুলোকে নিজের কাজের প্লান থেকে বাদ দিন। সেই সময় কে কাজে লাগিয়ে প্রতিদিন নতুন নতুন ইংরেজি শেখার সহজ পদ্ধতি ও ইংরেজি শব্দ শিখুন। আপনি যদি প্রতিদিন নতুন ১০ টি করে শব্দ শেখেন তাহলেই যথেষ্ট। 

আপনার যদি বই পড়তে সমস্যা হয় তাহলে মোবাইল ফোনে একটা ইংলিশ টু বাংলা অভিধান (Dictionary) ইনস্টল করে নিন। প্রতিদিন আপনার নিজের প্লান অনুযায়ী কাজ করুন। 

কিছু বেসিক গ্রামার শিখুন

আমরা সকলেই কম বেশি বেশ কিছু গ্রামরের নিয়ম কানুন জানি। সেগুলো আপনি ব্যবহার করা শিখুন। আর যদি না জানেন কিংবা মনে নেই তাহলে Parts of Speech, Tense and others শিখে নিন। আমি কিছু নিয়ম দেখাবো  অন্য কোন আর্টিকেলে যা দেখলে আপনি খুব সহজেই ইংরেজি বলতে সক্ষম হবেন। 

প্রতিদিন ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন

আমরা জন্মের পর থেকেই বাংলায় কথা বলি। তারপরও অনেক শব্দ ভুল বলি। কিন্তু মজার বিষয় হলো আপনি যদি কোথাও কথা বলতে গিয়ে দুই চারটা ইংরেজি বলে ফেলেছেন তাও আবার ভুল দেখবেন হাসির বন্যা বয়ে গেছে। অথচ বাংলায় হাজার হাজার ভ‚ল বলতেছেন তার কোন হিসাব নাই। 

আপনার মেনটালিটি এমন হওয়া উচিত যে আপনি একজন  ইংরেজি শেখার যুদ্ধ। আপনার ইংরেজি শুনে কেউ হাসোক বা কাঁদোক তাতে আপনার যায় আসে না। উদ্দেশ্য হবে ইংলিশ বলা এবং লেখার। দ্ইু থেকে চার মাসের মধ্যে দেখবেন আপনি ইংরেজি বলা এবং লেখা শিখে গেছেন আর যাহারা হেসেছিল তাহার হাসার মাঝেই আছে। তাদের আপসোস ছাড়া আর কোন উপাই নাই। 

দেখবেন তারা আপনার কাছেই হেল্প নিতে আসবে। তখন আপনি শুধু মোচকি হাসবেন কিন্তু হেল্প করবেন। কারন মানুষকে সাহায্য করা অনেক সওয়াবের কাজ।  

দৈনিক ইরেজি পত্রিকা পড়ার অভ্যাস করুন

আপনি যদি দৈনিক ইংরেজি পত্রিকা পড়েন তাহলে আপনার মধ্যে একটা ইংরেজি শিখার আগ্রহ হবে। কারণ ইংরেজি পত্রিকায় অনেক ধরনের কন্টেন থাকে যা আপনার মেধা বিকাশের জন্য কার্যকরি। পত্রিকা পড়ার আরেকটা সুবিধা হলো, বর্তমানে কছু কিছু পত্রিকার ইংরেজি বাংলা দুই ভার্সন পাওয়া যায়। আপনি চাইলে বাংলা আর্টিকেলটা পড়ে তারপর ইংরেজি আর্টিকেলটা মিলাতে পারেন যাহা আপনার বুঝতে সুবিধা হবে। 

ইংরেজি শেখার সহজ পদ্ধতি
ইংরেজি শেখার সহজ পদ্ধতি

আমরা সার্চ করলে অনেক ইংরেজি শেখার সহজ পদ্ধতি দেখতে পাই এর পাশাপাশি যদি রেগুলার ইংরেজি পত্রিকা পড়লে আপনার বিডিং পড়ার স্পিড বাড়বে। আপনি যদি একটু কষ্ট করে জুড়ে জুড়ে পড়তে পারেন তাহলে আপনার মুখের জড়তা কমবে এবং কথা বলার একটা অবভাস তৈরি হবে। বেশি বেশি পডুন এবং যে শব্দ গুলো পারবেন না সেগুলো নোট করে বাখেন। মনে রাখবেন; প্রথমে টোটাল আর্টিকেলটা পড়া শেষ করবেন তারপর বাকি যে বাক্য বা শব্দ গুলো লিখে রাখলেন সেগুলো ডিকসনারি বা অন্যান্য রিসোর্সের মাধ্যমে পড়ার চেষ্টা করবেন।  

গুরুত্বপূর্ণ কিছু রিসোর্সের অনসন্ধান করুন

রিসোর্স হচ্ছে উম্মোাক্ত মাধ্যম যার মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য খোঁজে পাবেন। আপনি যদি একা একা কিছু শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু ইংরেজি শেখার সহজ পদ্ধতি ও গুরুত্বপূর্ণ রিসোর্সের অনসন্ধান করতে হবে। কিন্তু কিভাবে এই রিসোর্স গুলোর সন্ধান করবেন?

আপনি জাষ্ট গুগলে গিয়ে আপনার পছন্দের কি ওয়ার্ড লিখে সার্চ করুন দেখবেন আপনি অনেক গুলো সার্চ রেজাল্ট পাবেন।  আপনার যদি সার্চ ইঞ্জিন সম্পর্কে পূর্বের কোন ধারনা না থাকে তাহলে জাষ্ট বেসিক কিছু ধারনা নিয়ে নিন।  

হতে পারে আপনার জন্য বিবিসি জানালা বেষ্ট। এছাড়াও আরো অনেক ইংরেজি শেখার সহজ পদ্ধতি ও রিসোর্সের অনসন্ধান সন্ধান পেতে পারেন জাষ্ট কোন ব্রাউজারে গিয়ে সার্চ করোন। 

বেশি বেশি রিডং পড়ার অভ্যাস করুন

বিডিং হচ্ছে একমাত্র বেষ্ট মাধ্যম যা আপনার মুখের জড়তা কাটাতে সাহায্য করবে। আপনি যদি বেশি বেশি রিডিং পড়ার অভাস্য করেন তাহলে এটা নিশ্চিত যে আপনি কথা বলতে সক্ষম হবেন অতি তাড়াতাড়ি। 

 ইংরেজি শেখার সহজ পদ্ধতি
ইংরেজি শেখার সহজ পদ্ধতি

এছাড়াও আপনি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় ভাল করবেন। আপনার লক্ষ্য যদি থাকে অটোট তাহলে আপনার সফলতা আপনার দোয়াড়ে এসে হাজির হবে। তাই বেশি বেশি রিডিং পড়ার অভ্যাস করোন এবং নিজেকে সবার মাঝে যোগ্য করে তুলোন। 

প্রয়োজনে (Google Translate) ব্যবহার করুন

গুগল ট্রান্সলেট হচ্ছে একটি বহুল জনপ্রিয় বহুভাষিক নিউরাল মেশিন অনুবাদ পরিষেবা। এর কাজ হচ্ছে একটি ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করা। এই ট্রান্সলেটরের মাধ্যমে আপনি ১০০ এর বেশি ভাষা ট্রান্সলেট করতে পারবেন। আপনি যদি কোন বাক্য বোঝতে না পারেন তাহলে এই বহুভাষিক নিউরাল মেশিন এর মাধ্যমে সহজেই ট্রান্সলেট করতে পারবেন। 

হতাশ হবেন না

বিশাল এই পৃথিবীতে শুরু থেকে আজ পর্যন্ত যাহারাই সাফল্য অর্জন বা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তাদের সব কিছুই সম্ভব হয়েছে কঠোর পরিশ্রমের ও ধৈর্যের মাধ্যমে। বর্তমান এই যুগে আপনি যদি নিজের সাফল্য দেখতে চান তাহলে আপনাকে টেকনিক্যালি আপনার গন্তব্য স্থলে আগাতে হবে। আপনি টেকনিক্যালি নিয়মানুসারে পরিশ্রম করোন দেখবেন ইনশাআল্লাহ্ আপনার সাফল্য আসবেই। হতাশ হবেন না আমাদের এই ইংরেজি শেখার সহজ পদ্ধতির মাধ্যমে ইনশাআল্লাহ সাফল্য একদিন ধরা দিবেই। 

শেষ কথা:

সামগ্রিকভাবে বলতে গেলে এই আর্টিকেলের মাধ্যমে আমরা সেরা ১০ টি ইংরেজি শেখার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। বিশ্বাস করি আপনি এই আর্টিকেলটি পড়ে কিভাবে ইংরেজি শিখবেন তার একটা পূর্নাঙ্গ বেসিক ধারনা পেয়েছেন। আশা রাখি ইংরেজি শেখার সহজ পদ্ধতি সম্পূর্ন আর্টিকেলটি পড়ে আনন্দিত হয়েছেন এবং বেশ কিছু ইংরেজি শেখার ধারনা অর্জন করেছেন যা আপনাকে ইংরেজি শিখতে আগ্রহী করবে। আমাদের এই সহজ পদ্ধতি গুলো যদি ভাল লেহে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং নতুন নতুন আর্টিকেল পড়তে আমাদের সাথেই থাকুন। কোন প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট করে জানান প্রয়োজনে যোগাযোগ করুন । ধন্যবাদ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *