Noun কাকে বলে

Noun কাকে বলে? কত প্রকার ও কি কি?

প্রিয় বন্ধুরা আজকে আমরা জানবো Noun কাকে বলে এবং কত প্রকার ও কি কি। ইংরেজি ভাষা শিখতে হলে Noun সম্পর্কে ধারনা থাকাটা অতি জরুরি। খুব সহজেই নিচের নিয়ম গুলো অনুসরণ করে Noun (বিশেষ্য) সম্পর্কে জেনে নিন।

Noun কাকে বলে?

যে word দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই Noun বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই Noun বলে। Noun দ্বারা কোন ব্যক্তি,বস্তু,প্রাণী স্থান,ঘটনা ইত্যাদির নাম বোঝায়।

Noun refers to any kind of name. Means, whatever we are seeing and watching around us is noun.

Nouns are used to name persons, things, animals, events, places, ideas, etc.

Example:

Karim does not like to go to school. এই বাক্যে Karim এ জন ব্যক্তির নাম।

Kuwait is a Muslim country. এখানে কুয়েত একটি দেশের নাম।

Diamond is very valuable. ডায়মন্ড একটি বস্তুর নাম।

Classification Of Noun

Noun এর শ্রেণিবিভাগকে আমরা দুটি দৃষ্টিকোণ থেকে বিচার করতে পারি।

Noun যেসব জিনিসের নাম প্রকাশ করে ঐসব জিনিসের অবস্থা বিচার শ্রেণিবিভাগ।

Noun যেসব জিনিসের নাম প্রকাশ করে ঐসব জিনিসের গণন যোগ্যতা বিচারে শ্রেণিবিভাগ।

প্রথম দৃষ্টিকোণ থেকে Noun কে দুই ভাগে ভাগ করা যায়

যথা: i. Concreate Noun  ii. Abstract Noun

Concreate Noun কে আবার চার ভাগে ভাগ করা যায়

i.Proper Noun

ii.Common Noun

iii.Collective Noun

iv.Material Noun

দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে Noun কে দুই ভাগে ভাগ করা যায়-

যথা: i. Countable Noun  ii. Uncountable Noun

Proper Noun কাকে বলে (নামবাচক বিশেষ্য):

যে Noun দ্বারা নির্দিষ্ট ব্যক্তি,বন্তু বা স্থানের নাম বুঝায় তাকে Proper Noun বকে।

A proper noun refers to specific names of persons, things, places, etc. and always starts with a capital letter.

Example:

I like the story of Shakespeare. (Shakespeare নিদিষ্ট একজন ব্যক্তির নাম)

We planned to visit Sylhet. ( Sylhet নিদিষ্ট একটি জায়গার নাম)

Have you ever seen the Tajmahal? (Tajmahal নিদিষ্ট একটি স্থাপনার নাম)

Note: proper noun এর শুরুর Letter always capital letter বা বড় হাতের অক্ষর হয়|

More Example: Bangladesh,India, Rajshahi,Dhaka,Gitanjali,January,February,Sunday,Friday

Common Noun কাকে বলে (জাতিবাচক বিশেষ্য):

যে Noun দ্বারা একই জাতীয় কোন ব্যক্তি, বস্তু, প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বুঝায় তাকেই Common Noun বকে । যেমন, Student, Book, Dog,

Flower etc.

A common noun refers to specific generic names of persons, places, things, etc. It is

the opposite of  Proper Noun.

Example:

  • Alex is a student. (Student দ্বারা সকাল ছাত্র ছাত্রীকে বুঝানো হয়েছে। র্নিদিষ্ঠ কোন ছাত্র ছাত্রীকে আলাদা করে বুঝানো হয়নি।
  • Dogs can be very cute. ( Dog দ্বারা সকল জাতীয় কুকুরকে বুঝানো হয়েছে। সেটা যেকোনো জাতের বা ধরনের এবং রঙের হতে পারে।  এককথায় যে কোন দেশের যে কোন কুকুর হতে পারে।
  • You love flower এখানে flower দ্বারা সকল ধরনের ফুলকে বুঝানো হয়েছে। এটা যে কোন জাতের বা ধরনের ফুল হতে পারে। হতে পারে গোলাপ, টিউলিপ, শিউলী অথবা রজনীগন্ধা অথবা যেকোন ফুল হতে পারে।

Difference Between Common Noun & Proper Noun

Common Noun Proper Noun
Man Rana, Robin
Poet Rabindranath tagore,Kazi Nazrul

Islam,

Ocean Pacific Ocean, Atlantic Ocean
Country Bangladesh, Australia
Building Burj Khalifa, Princess Tower

 Note : Common noun  কোন  sentence  এ এক বসে না । হয় সে determiner/Article  নিয়ে বসবে না হয় Common noun plural হয়|

 For Example:  I know the boy(article + singular common noun boy)

I like the teacher( article + singular common noun teacher)

I appreciate the poet( article+ singular common noun poet)

তবে এ বাক্য গুলো এভাবে লেখা যাবে না

 I know boy

I like teacher

I appreciate teacher

তবে এ বাক্য গুলো এভাবে লেখা যেতে পারে-

I like boys

I like teachers

I appreciate poets

Collective Noun কাকে বলে (সমষ্টিবাচক বিশেষ্য):

Collective Noun দ্বারা  কোন ব্যাক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি কে বুঝায়। যেমন, Club, Army, Class, Family, etc.

Collective Noun, in English Grammar, refers to a group of things, persons or animals.

Example:

  • Our class took a trip to Sundarbans.
  • Bangladeshi Army is doing a great job in UN mission.
  • Each team contains eleven players.

More example: cattle, class, Audience,Mass,jury,crowd,Government, police

Material Noun কাকে বলে (বস্তুবাচক বিশেষ্য):

যে Noun দ্বারা ওজন আছে ‍কিন্তু গণনা করা যায় না এমন কিছুর নাম বুঝায় তাকেই Material Noun বকে। যেমন, Gold, Glass, Salt, Iron, Silver, Cloth, Air, Milk, etc.

Material Noun is an uncountable noun. It’s substance or material that we can see and touch but can’t count.

Example:

  • You can purchase a gold ring for your sister. o We may attain salt from sea-water.
  • Cotton dress is my favorite.

Abstract Noun কাকে বলে (গুণবাচক বিশেষ্য):

যে Noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর গুণ, কাজের নাম বা অবস্থা প্রকাশ করা হয় তাক  Abstract Noun বলে। যেমন, Liberty, anger, freedom, kindness, love, happiness, beauty, ইত্যাদি।

Abstract nouns express ideas, feelings, realizations, and qualities that we can’t see, touch, hear, taste or smell. We can understand and imagine it but can’t even see. It’s a feeling, not a physical thing.

Example:

  • My love for you cannot be measured. o His kindness is his real beauty.
  • Her beauty makes me crazy.

গণনার ভিত্তিতে Noun কে দুই ভাগে ভাগ করা হয়।

1.Countable Noun 

2.Uncountable Noun

Noun কাকে বলে
Noun কাকে বলে
Countable noun কাকে বলে

 Countable Noun: যে Noun কে গণনা করা যায় তাকে countable Noun  বলে।

 যেমন:  pen, table,mobile,cat,man,cow,etc…..

 For example: A cat , two cats, Two cows, three man Etc..

Uncountable noun কাকে বলে

Uncountable Noun:  যে  Noun  কে সাধারনত গণনা করা যায় না তাকে Uncountable Noun বলে।

যেমন:  Rice, water, hair,Sugar, Information,Advice, courage, patience,news,scenery,music,leasure, soap etc….

 Uncountable noun বিশেষে  phrase ব্যবহার করে  Countable করা হয়।

 Advice: A pice of advice/ A bar of soap

Furniture: A pice of furniture

Soap: a bar of soap

Bread: A piece of bread

News: A piece of news

 Mainly 8 types of noun are Uncountable

 1.Liquids_-water, milk,oil

2.Abstract ideas: Advice, motivation,information,decision etc

3.powder and grains: Rice, sand, wheat

4.Mass nouns: furniture,hair,

5.Natural phenomena; Sunshine,snow,rain,weather

6.State of being (নিজ সত্বার অস্তিত্ব) : sleep, stress,childhood 7.Feelings: Anger, happiness,enthusiasm

8.Gas: Oxygen,Air etc….

 Countable and Uncountable Noun এর তুলনামূলক বিশ্লেষন:-
Countable  Uncountable
 

Countable noun  এর আগে  Article  বসে|

 Article+Countable noun

He has a pen

Uncountable noun  এর আগে  কোন Article বসে না |

 Non article+ uncountable noun

Incorrect: I don’t like the sugar.

Correct: I like sugar

 

 

Countable noun এর আগে  সংখ্যাবাচক শব্দ বসতে পারে যেমন:- I have five cows

UNCountable noun   এর আগে  সংখ্যাবাচক শব্দ বসতে পারে না|

‡hgb:  Incorrect: one news has been telecast.

Correct: The news has been telecast.

 

 

Countable noun কে  singular  থেকে  plural  করা যায় যেমন:  I have two pens

Uncountable noun কে কখনোই Plural  

করা যায় না যেমন:

Incorrect: I need furnitures

Correct: I need furniture

Countable noun  এর পর  verb singular and plural  উভয় হতে পারে।

i. Boys are crazy to have it.

ii. A boy is coming

Uncountable noun এর পর  verb সর্বদাই singular হয়।

 Incorrect: Information have been provided

Correct: Information has been provided

 শেষ কথা

উপরে Noun কাকে বলে এ বিষয়ে একটি বিশদ আলোচনা করা হয়েছে যা আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন। আশা করি আপনি এখান থেকে একটি পূর্ণাঙ্গ ধারনা পেয়েছেন। ধন্যবাদ সম্পূর্ন আর্টিকেলটি পড়ার জন্য । নতুন নতুন আর্টিকেল পেতে আমাদের পেজটি allow, subscribe করে রাখুন। আপনার কোন মতামত থাকলে আমাদেরকে জানাতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *