SSC Result with Marksheet

SSC Result with Marksheet | এসএসসি রেজাল্ট ২০২৩

সুপ্রিয় পাঠক বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে খুব সহজে SSC Result with Marksheet বের করা যায়।

এসএসসি রেজাল্ট ২০২৩ প্রত্যেকটি শিক্ষার্থীদের জন্য আনন্দদায়ক। ২০২৩ এ যাহারা পরীক্ষা অংশগ্রহণ করেছেন তাদের সকলেই এই রেজাল্টের জন্য অপেক্ষা করতেছেন।

এসেছি রেজাল্ট হচ্ছে একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি রেজাল্ট। এই রেজাল্টের উপর ডিপেন্ড করে প্রত্যেকটি শিক্ষার্থী তার পরবর্তী শিক্ষা জীবনের উন্নতি এবং অবনতির হয়।

সকলেরই এসএসসি পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয় এই কামনা করছি।

আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি অনেকেই এসএসসি রেজাল্ট বের করা নিয়ে দুশ্চিন্তায় থাকে। এবং অনেকেই আবার এসএসসি রেজাল্ট কিভাবে বের করতে হয় সে বিষয়ে অবগত নয়।

সকল বিষয়ের উপর বিবেচনা করে আমরা এই আর্টিকেলটি তৈরি করেছি তাদের জন্য যারা এসএসসি রেজাল্ট বের করার নিয়ে ভাবতেছেন।

এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে এসএসসি রেজাল্ট অতি সহজে বের করা যায়।

তো চলুন জেনে নেয়া যাক কিভাবে ssc result with marksheet বের করবেন।

SSC ICT MCQ Questions and Answers PDF

SSC Result with Marksheet 2023

এখানে আপনারা এইচএসসি রেজাল্ট বের করার দুইটি নিয়ম জানতে পারবেন। আপনি কি জানেন কিভাবে স্কুল, কলেজ, সেন্টার বা জেলাভিত্তিক ছাত্র-ছাত্রীদের রেজাল্টের কিভাবে করা যায়?

ডিজিটাল যুগে আমাদের অনেক কিছুই জানা। তারপরও আমাদের মধ্যে অনেকেই আছে যাহারা সময়ের সাথে টেকনোলজির আপডেটের কথা জানিনা।

SSC Routine 2023 দেখুন-

সেই কারণে আজকের এই আর্টিকেল। জানার মধ্যেও আমাদের অনেক কিছু অজানা থেকে যায় ।

এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করার নিয়ম-১

প্রথমত, আপনার রেজাল্ট প্রকাশের তারিখ নিশ্চিত করুন। এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখটি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় বা এসএসসি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

বর্তমানের তারিখটি জানার জন্য, বা নতুন রেজাল্ট প্রকাশের তারিখ জানার জন্য, আপনি সার্চ করুন ssc result 2023 date bangladesh, ssc result 2023 today অথবা education board result psc,ssc,hsc লিখে ওয়েবসাইটগুলো অনুসরণ করতে পারেন।

এসএসসি রেজাল্ট চেক করার জন্য আপনার নিম্নলিখিত তথ্যগুলি দরকার হবে।

SSC Result with Marksheet
SSC Result with Marksheet

পরীক্ষার সাল: আপনার এসএসসি পরীক্ষার সালটি সঠিকভাবে সম্পাদিত করুন। উদাহরণস্বরূপ, ২০২৩ বছরের পরীক্ষার রেজাল্ট চেক করতে চান।

বোর্ড নাম: আপনার বোর্ডের নামটি সঠিকভাবে প্রদান করুন, যেমনঃ ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড ইত্যাদি।

রোল ও রেজিঃ নম্বর: আপনার পরীক্ষার রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট বের করার জন্য রোল ও রেজিঃ নাম্বার সঠিকভাবে প্রদান করুন। তারপর একটি কুইজ যোগ করুন এবং সাবমিট এ ক্লিক করুন।

এই তথ্যগুলি সঠিকভাবে প্রদান করার পর খুব সহজেই  SSC Result with Marksheet পেয়ে যাবেন।

এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করার নিয়ম-২

এই পদ্ধতিতে আপনারা জানতে পারবেন কিভাবে একটি বিদ্যালয়ের সকল স্টুডেন্টদের রেজাল্ট একসাথে বের করা যায়। এটি হচ্ছে খুবই জনপ্রিয় একটি,জেএসসি, জেডিসি, এইচএসসি, দাখিল, এইসএসসি, আলিম রেজাল্ট বের করার পদ্ধতি। যা প্রত্যেকটি স্কুল কলেজ নিজেদের রেজাল্ট বের করে।

অনেকে হয়তোবা SSC Result with Marksheet বা একটি স্কুলের সকল এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট একসাথে বের করেছেন। কিন্তু কখনো কি একটা কেন্দ্র কিংবা একটি জেলার সকল স্কুল অথবা কলেজের রেজাল্ট একসাথে বের করা যায়?

এ বিষয়টি অনেকেরই অজানা থাকতে পারে। কিন্তু আসলেই সম্ভব। শিক্ষা বোর্ড কর্তৃক একটি ওয়েবসাইট আছে ওয়েব বেস রেজাল্ট। এই ওয়েবসাইটের মাধ্যমে একটি জেলার সমস্ত স্কুলের রেজাল্ট বের করে নিয়ে আসা যায়।

এটি হচ্ছে চমৎকার একটি ওয়েবসাইট যা প্রত্যেকটি শিক্ষকের জন্য খুবই উপকারী। এই ওয়েবসাইট যার মাধ্যমে সহজে সকল ছাত্র ছাত্রীদের রেজাল্ট একসাথে বের করা যায়।

নিয়মগুলো জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষার ফলাফল বিষয়টি দেখতে আপনি নিম্নলিখিত তথ্যগুলো আগে থেকেই সংগ্রহ করে রাখতে হবে।

  • পরীক্ষার সনাক্তকরণ সন
  • পরীক্ষার সাল                                                                  
  • বোর্ডের নাম
  • রোল নম্বর
  • রেজিস্ট্রেশন নম্বর 
  • EIIN for Institution Result

যদি আপনার স্কুলের সকল এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট একসাথে দেখতে চান তাহলে EIIN নাম্বারটি প্রয়োজন হবে। আপনি কি আপনার পার্শ্ববর্তী স্কুলের রেজাল্ট দেখতে চান? পরীক্ষাটা হচ্ছে একটা চ্যালেঞ্জ সেই জন্য একটা স্কুল কর্তৃপক্ষ আরেকটা স্কুলের রেজাল্ট দেখতে চাওয়াটাই স্বাভাবিক।

ডিজিটাল যুগে কেউ মিথ্যা বলতে পারবে না। কোন স্কুল যদি আপনার স্কুলকে রেজাল্ট নিয়ে চ্যালেঞ্জ করে।

সে ক্ষেত্রে কোন প্রতি উত্তর দেওয়া দরকার নেই আপনি WEB BASED RESULT এই ওয়েবসাইটে লগইন করে সেই প্রতিষ্ঠানের EIIN নাম্বার ব্যবহার করে সকল ছাত্র-ছাত্রীদের রেজাল্ট দেখতে পারবেন। শুধু তাই নয় আপনি চাইলে পূর্বের বছরের রেজাল্ট দেখতে পারবেন।

এই শতকে আমরা কথাই নয় কাজে বিশ্বাসী। সেই জন্যই আমরা কারোর মুখের কথা বিশ্বাস না করে আমরা অনলাইনে আমরা তার প্রমাণ দেখব।

WEB BASED RESULT PUBLICATION SYSTEM FOR EDUCATION BOARDS এটি হচ্ছে একটি সরকারি ওয়েবসাইট যা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ । এই ওয়েবসাইটে অনেক ধরনের রেজাল্ট আপনি দেখতে পারবেন।

এটি এমন একটি ওয়েবসাইট যার মাধ্যমে দ্রুত ছাত্র ছাত্রীদের আলাদা আলাদা বা অল-স্কুল/কলেজের রেজাল্ট বের করা যায়।

ওয়েব সাইটটি কিভাবে অনলাইন থেকে পাবেন? এই প্রক্রিয়াটি একদমই সহজ আপনি গুগল এগিয়ে সার্চ করবেন web base result । সাথে সাথে আপনি এই ওয়েবসাইটে লিস্ট পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে ওয়েবসাইট এখানে দেওয়া হলো।

ssc result with marksheet প্রক্রিয়াটি সম্পন্ন করতে নিচের ছবিতে ভাল করে লক্ষ করুন।

প্রত্যেকটি ওয়েবসাইট তাদের নিজস্ব ইউজার গাইড থাকে। এই ওয়েবসাইটেরও রয়েছে আপনি চাইলে তাদের দেওয়া গাইড পড়তে পারেন।

SSC Result with Marksheet
SSC Result with Marksheet

১ম বক্সঃ লাল চিহ্নিত প্রথম অংশে দেখতে পাচ্ছেন পরীক্ষার নাম সিলেট করার কথা বলা হয়েছে। সিলেক্ট করে দিবেন যেমন-SSC/Dhakhil/Equivalent অথবা HSC/Alim Equivalent এটা সিলেক্ট করবেন|

২য় বক্সঃ এই বছর বক্সে শিক্ষার্থীর পরীক্ষার বছর (সাল) সিলেক্ট করুন।

৩য় বক্সঃ যে শিক্ষা বোর্ডের আন্ডারে শিক্ষার্থীর পরীক্ষা দিচ্ছে এবং আপনার স্কুল যে শিক্ষা বোর্ডের আন্ডারে সে শিক্ষা বোর্ড টি সিলেক্ট করুন ।

৪র্থ বক্সঃ লাল চিহ্নিত করা নম্বর বক্সটি খুবই সতর্কতার সহিত ক্লিক করতে হবে। এখানে শিক্ষার্থীদের রেজাল্ট এর ওপর ভিত্তি করে সিলেক্ট করতে হবে।

আপনি যদি একজন শিক্ষার্থীর রেজাল্ট বের করতে চান তাহলে ইন্ডিভিজুয়াল individual result দিতে হবে। আর যদি কোন স্কুলের সকল এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট বের করতে চান তাহলে EIIN নাম্বার ব্যবহার করে খুব সহজেই বের করতে পারবেন।

অন্য স্কুলের রেজাল্ট বের করার জন্য EIIN নাম্বার প্রয়োজন হবে। Education Board এর EIIN কোথায় পাবেন? EIIN বের করার জন্য সেই স্কুল কিংবা কলেজের নাম লিখে গুগলে সার্চ করলেই সমস্ত তথ্য পেয়ে যাবেন। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।

আপনি যদি একটি সেন্টারে রেজাল্ট বের করতে চান তাহলে Result Type থেকে center result সিলেট করুন। এরপর কোন District এর রেজাল্ট বের করতে যাচ্ছেন সেই District Result করুন।

এবং যে সেন্টার রেজাল্ট বের করতে চাচ্ছেন সেটা সিলেট করুন। এ প্রক্রিয়াটি খুবই সহজ আপনি আমাদের এই আর্টিকেলটি ফলো করে খুব সহজে রেজাল্ট গুলো বের করে নিতে পারবেন।

যৌথ রেজাল্ট গুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন আপনার যদি বোর্ডের কোন কাগজপত্র দেওয়ার দরকার পড়ে সেই সময় আপনার স্কুলের সমস্ত রেজাল্ট দেওয়ার প্রয়োজন হয়।

আপনি খুব সহজে আপনার স্কুল যে সেন্টারে অংশগ্রহণ করতেছে সেই সেন্টারে আপনার স্কুল নিবন্ধিত আছে কিনা সেটি এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন।

৫ম ধাপে: এ পর্যায়ে আপনি উপরের সব ঘর গুলো ফিলাপ করার পর নিচে লক্ষ্য করুন Security Key (4 digits)। Security Key সংখ্যাটি পাশের ঘরে বসিয়ে দিন। এ সংখ্যাটি অনেক সময় আঁকাবাঁকা হয়ে আসতে পারে সে ক্ষেত্রে আপনি যদি বুঝতে না পারেন Reload বাটনে ক্লিক করুন তারপর নতুন আরেকটি আসবে সেটি বসিয়ে দিন।

সিকিউরিটি নম্বর দেওয়ার পরে আর কোন কাজ নেই এখন রেজাল্ট বের করার পালা। Security Key দিয়ে নিচে দেখতে পাবেন Get Result এই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ssc result 2023 bangladesh রেজাল্টটি প্রদর্শিত হবে।

ওয়েব সাইটে যদি নম্বরভিত্তিক রেজাল্ট প্রকাশ করে থাকে তাহলে এসএসসি রেজাল্ট ২০২৩ নাম্বার সহ মার্কশিট ডাউনলোড করতে পারবেন। অনেক সময় নাম্বার সহ মার্কশিট পেতে একটু সময় লাগে। কারণ শিক্ষা বোর্ড কর্তৃক নাম্বার গুলো দেওয়ার পরে নাম্বার সহ মার্কশিট পাওয়া সম্ভব হয়।

এবার রেজাল্টটি প্রদর্শিত হওয়ার পর আপনি এমনিতেই ব্রাউজারে দেখতে পাবেন ssc result with marksheet এবং চাইলে ডাউনলোড করে নিতে পারবেন।

শেষ কথা

সুপ্রিয় পাঠক বন্ধুরা আশা করি আমাদের আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এবং এই আর্টিকেল থেকে কিছুটা হলেও শিখতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন how to get ssc result with marksheet । এখান থেকে ssc result 2023 marksheet with number বের করার একটি পরিপূর্ণ ধারণা পেয়েছে।

এই ধরনের শিক্ষামূলক টিপস এন্ড ট্রিকস এবং অনলাইন ইনকাম ইনকাম সম্পর্কে জানতে আমাদের এই ওয়েবপেজটি allow করে রাখুন। এলাও বাটনে ক্লিক করে রাখলে আমরা যখন নতুন পোস্ট শেয়ার করব সেই পোস্টের নোটিফিকেশন সাথে সাথে আপনারা পেয়ে যাবেন।

পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন তারা যেন ssc result 2023 chittagong board, hsc result dhaka board বের করতে পারে। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *