tense bangla

Tense Bangla

সুপ্রিয় পাঠক বন্ধুরা এই আর্টিকেলে আপনারা জানতে পারবেন tense bangla structure বা গঠন নিয়ে বিস্তারিত আলোচনা সম্পর্কে। বর্তমানে এই সময়ে কেউ যদি টেন্স ভালোভাবে না জানে তাহলে যে কোন পরীক্ষায় পাশ করা খুবই মুশকিল।

আপনি যদি BCS, NTRCA, BANK, PSC, JSC,SSC, HSC এবং বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে Tense বাংলা জানা অতি জরুরী। কারণ বর্তমানে সকল চাকরির পরীক্ষায় এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় Tense থেকে প্রশ্ন আশাটা খুবই সাধারণ ব্যাপার।

নিজের জানার জন্য অথবা কোন পরীক্ষায় ভালো করার জন্য tense structure bangla নিয়মিত অনুশীলন করার কোন বিকল্প নেই।

Tense kake bole? tense কাকে বলে কত প্রকার জানতে এখানে ক্লিক করুন

Noun কাকে বলে? কত প্রকার ও কি কি?

Tense structure bangla নিয়ে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।

Tense bangla কাল/সময়

Tense হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পার্ট যা প্রত্যেকটি ব্যক্তির জন্য জানা অতি জরুরী। Tense in bangla  জানার জন্য আপনাকে প্রথমেই সেন্সকে উন্নয়ন করতে হবে।  একটা কথা সকলেরই জানা- যার নাই কোন সেন্স সে বোঝেনা Tense। 

এতেই বোঝা যায় Tense বুঝতে হলে আপনাকে নিজের সেন্সকে এর উন্নয়ন করতে হবে তাহলে টেন্স বোঝাটা অতি সহজ হয়ে যাবে। ১২ টি tense এর গঠন বিস্তরিত। 

শেষ পর্যন্ত পড়ুন আশা করি সকল Tense bangla rules / স্ট্রাকচার সম্পর্কে বিশাল ধারণা পেয়ে যাবেন।

1.Present Indefinite Tense :

বাংলা বাক্যের শেষে অ,আ,ই,এ,স,ন,য় ইত্যাদি থাকবে/ উচ্চারিত হবে

tense bangla
tense bangla

Structure :Sub.+V1+Obj.
# Present Indefinite Tense এর ক্ষেত্রে sub. যদি 3rd person singular number (he,she,it, যে কোন কিছুর শুধু একটি নাম) হয় তবে v1 এর শেষে s যুক্ত হবে| এক্ষেত্রে v1 এর শেষে s,sh,ch,o,x থাকলে es বসবে|

# বাংলা বাক্যেকে ইংরেজিতে লেখার সময় প্রথমে – প্রথম শব্দ (sub) + বাক্যের শেয়ের শব্দ (verb)+ verb এর আগের শব্দ + তার আগের শব্দ+….

# ইংরেজি বাক্যে now,once,at present,recently, ইত্যাদি adverb গুলো বাক্যের শুরুতে always, never,sometimes, often, just,already, ইত্যাদি adverb গুলো মূল verb এর পূর্বে এবং daily,everyday, last, yesterday, tomorrow, just now, then, here,there,today, regularly, generally, usually, normally ইত্যাদি বাক্যের শেষে বসবে।

Example: i. আমি মাঠে ফুটবল খেলি= I play football.

ii. সে ভাত খায়=He eats rice.

iii. সে প্রত্যেহ স্কুলে যায় =She goes to school daily.

iv. তারা মাঝেমাঝে কলেজে যায়=They sometimes go to college.

2.Past Indefinite Tense :

বাংলা বাক্যের শেষে ল,লে,লা,লাম,লেন/ত,তে,তাম,তেন ইত্যাদি থাকবে।
Structure : Sub.+V2+Obj.
Example: i. আমি মাঠে ফুটবল খেলেছিলাম= I played football.

ii.সে ভাত খেয়েছিল=He ate rice.

iii. সালমা গতকাল স্কুলে গিয়েছিল=Salma went to school yesterday.

জাতীয় শিক্ষাক্রম ২০২২ ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা

iv. তারা একদা কলেজে যেত= Once they went to college.

3. Future Indefinite Tense:

বাংলা বাক্যের শেষে ব,বে,বা,বেন ইত্যাদি থাকবে।

Structure : Sub.+shall /will+V1+Obj.

# I/We এর পর shall বসে তবে সকল sub এর পর will বসানো যায়।

Example:i. আমি মাঠে ফুটবল খেলব= I shall play football.

ii. সে ভাত খাবে=He will eat rice.

iii. সালমা আগামীকাল স্কুলে যাবে=She will go to school tomorrow.

iv. তারা সকালে কলেজে যাবে=They will go to college in the morning.

4.Present Continuous Tense:

বাংলা বাক্যের শেষে তেছি,তেছ,তেছে,তেছেন/চ্ছি,চ্ছ,চ্ছে,চ্ছেন ইত্যাদি থাকবে।

Structure : Sub.+am/is/are+V1 এর সাথে ing+Obj.

#কোন verb এর শেষে e থাকলে ing যোগ করার সময় তা উঠে যায় (যেমন: make+ing=making, write+ing=writing ).
Example :i. আমি স্কুলে যাচ্ছি/যাইতেছি= I am going to school

ii. আমরা এখন মাঠে ফুটবল খেলিতেছি= Now we are playing football in the field.

iii.কামাল গান করিতেছে= Kamal is singing a song.

5.Past Continuous Tense :

বাংলা বাক্যের শেষে তেছিল,তেছিলা,তেছিলাম,তেছিলাম,তেছিলেন/চ্ছিল,চ্ছিলা,চ্ছিলাম,চ্ছিলেন ইত্যাদি থাকবে।

tense bangla
tense bangla

Structure: Sub+ was/were+V1 এর সাথে ing +Obj.

Example :i.আমি স্কুলে যাইতেছিলাম= I was going to school.

ii.আমরা মাঠে ফুটবল খেলিতেছিলাম=We were playing football in the field.

iii. কামাল গান করিতেছিল= Kamal was singing a song.

6. Future Continuous  Tense:

বাংলা বাক্যের শেষে তে থাকিব,তে থাকিবে,তে থাকিবা,তে থাকিবেন ইত্যাদি

Structure: Sub.+ shall be/will be+V1 এর সাথে ing +Obj.

Example :i আমরা মাঠে ফুটবল খেলিতে থাকিব= We will be playing football in the field.

ii. কামাল গান গায়তে থাকিবে= Kamal will be singing a song.

7 .Present Perfect Tense :

বাংলা বাক্যের শেষে য়াছি,য়াছ,য়াছে,য়াছেন/য়েছি,য়েছ,য়েছে,য়েছেন ইত্যাদি থাকবে।

এটি একটি গুরুত্বপূর্ণ rules of tense in bangla সাথে tense bangla example.

Structure: Sub.+have/has+V3+Obj.

Example: i. আমরা ফুটবল খেলিয়াছি= We have played football.

ii. সে ভাত খেয়েছে= He has eaten rice.

iii. সালমা স্কুলে গিয়েছে= Salma has gone to school.

iv.তারা কলেজে আসিয়াছে= They have come to college.

8.Past Perfect Tense :

অতীতকালে সংগঠিত দুটি কাজ ‘পূর্বে’/‘পরে’ শব্দ দ্বারা যুক্ত । তন্মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে শেষ হয়েছিল সেটি Past Perfect এবং যে কাজটি অপেক্ষাকৃত পরে শেষ হয়েছিল সেটি Past Indefinite Tense ।

Structure: Sub.+had+V3+Obj.

Example:  i. ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল-The patient had died before the doctor came.

ii. ডাক্তার আসিবার পর রুগীটি মারা গেল-The patient died after the doctor had come.

9. Future perfect Tense :

বাংলা বাক্যের শেষে য়া থাকিব, য়া থাকিবা, য়া থাকিবে য়া থাকিবেন ইত্যাদি থাকবে।

Structure: Sub.+ shall have/will have+V3 +Obj.

Example: i. তোমরা কাজী নজরুল ইসলাম এর নাম শুনে থাকবে= You will have heard the name of Kazi Nazrul Islam.

ii.তারা আগামীকালের মধ্যে রিপোটটি দিয়ে থাকবে= They will have submitted the report by tomorrow.

iii.তোমরা খবরটা পেয়ে থাকবে= You will have received the news.

10. Present Perfect Continuous Tense in bangla:

বাংলা বাক্যের শেষে তেছি,তেছ,তেছে, তেছেন/চ্ছি,চ্ছ,চ্ছে,চ্ছেন ইত্যাদি + সময়ের উল্লেখ থাকবে

Structure: Sub.+have been/has been+V1 এর সাথে ing +Obj + since/for+time (নির্দিষ্ট সময় বোঝালে since এবং অর্নিদিষ্ট সময় বোঝালে for বসে।

Example: i. আমি পাঁচ বছর ধরে এখানে বাস করি = I have been living here for five years.

ii. দুপুর থেকে বৃষ্টি হচ্ছে= It has been raining since noon.

iii. কামাল সকাল দশটা থেকে বই পড়িতেছে= Kamal has been reading a book since 10:00 am.

শেষ কথা

প্রিয় পাঠক বন্ধুরা এই আর্টিকেলে বেশ কিছু tense in bangla সম্পর্কে আলোচনা করেছি। এয়ার টিকেট মূলত tense bangla to english নিয়ে আলোচনা করা যা প্রত্যেক প্রফেশনাল ব্যক্তিদের জন্য প্রযোজ্য। 

এখান থেকে আপনি  tense bangla pdf পেয়ে যাবেন। আর্টিকেলটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং বেল আইকন Allow করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *