Article Rules Bangla

Article Rules Bangla | আর নয় আর্টিকেল নিয়ে ভয়

Article Rules Bangla: আমরা ছোটবেলা থেকেই articles বলতে বুঝি a, an এবং the । Article ব্যবহার করা হয় কোন noun বা subject – কে কোন একটি সংখ্যা দেয়ার জন্য অথবা নির্দিষ্টতা বোঝানোর জন্য।

একটি বস্তুর সংখ্যা এক বোঝানোর জন্য আমরা a/an ব্যবহার করি। একটি বস্তুর/ ব্যক্তির নির্দিষ্টতা বোঝানোর জন্য আমরা the ব্যবহার করি।

একটি প্রশ্ন করা যায় যে article কোন parts of speech এর মধ্যে পড়ে। প্রকৃত রূপে আসলে Article একটি adjective.

যদি বলি : An elephant -একটি হাতি। এখানে একটি শব্দটি হাতির সংখ্যাটি বর্ণনা করছে।

The boy. -সেই ছেলেটি। এখানে rules of articles in bangla য় আমরা একটি নির্দিষ্ট ছেলের কথা বলতে the ব্যবহার করছি। The এখানে boy এর নির্দিষ্টতা প্রকাশ করছে।

যেহেতু article rules bangla য় আমরা একটি noun এর দোষ, গুণ বা সংখ্যা বলার চেষ্টা করছি বা বলতে পারছি, এটার কারণেই article মানে একটি adjective.

Do you need rules of articles in English grammar pdf Bangla? 

আর্টিকেল (Articles)কাকে বলে?

A, An, The – এগুলো হলো adjective /demonstrative adjective তবে এ তিনটি আলাদা নামের অপেক্ষা রাখে। যেমন: A, An  ও The -এ  তিনটিকে  (পদাশ্রিত নির্দেশক) বলে।

Articles কত প্রকার

Article দুই প্রকার

1. Indefinite article: a, an

2. Definite article: the

Indefinite Articles – A & An

A, an এই article – গুলো সাধারণত ব্যবহার করা হয় কোন কিছু একটি বোঝানোর জন্য। আবার কখনো কখনো অনির্দিষ্ট করে যদি কোন প্ৰজাতি কথা বলা হয় তখন a, an ব্যবহার করা হয়।

যেমন: A hotel room in Newyork costs a lot. নিউইয়র্কের একটি হোটেল রুমের ভাড়া অনেক বেশি।
এখানে নির্দিষ্ট হোটেল রুমের কথা বলা হচ্ছে না, যেকোনো Hotel Room এর কথা বলা হচ্ছে।

নির্দিষ্ট হোটেল রুমের কথা বলতে হলে আমরা “The” ব্যবহার করতাম। অনির্দিষ্টভাবে সাধারণ তথ্য দিতে আমরা “a” কথাটি ব্যবহার করে থাকি।

সাধারণত আমরা “vowel” এর আগে “an ” ব্যবহার করি এবং consonant এর আগে “a” ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের শুধুমাত্র “vowel” বা “consonant” letter খেয়াল করলে হবে না, আমাদের “vowel” এবং “consonant” sound লক্ষ্য করে “a” অথবা “an” ব্যবহার করতে হবে।

Article Rules Bangla
Article Rules Bangla

A bucket-এখানে bucket এর bu টির উচ্চারণ হয় “বা” হিসেবে যা একটি consonant sound | An elephant -এখানে elephant শব্দটির e এর উচ্চারণ “a” এর মত শোনাচ্ছে তাই এইটি “vowel sound” ।

Article Rules Bangla- A & An

Use of “an” before words words that have “vowel” sounds:
An hour
An honest man
An heir
An herbal medicine.
It is an honour.

He is an MBA.-এখানে M শব্দটির উচ্চারণ “em” বলার মত হয়, এবং vowel sound হওয়ার কারণে an ব্যবহার করছি।

Use of “a” before words words that have “vowel” sounds:

যদি vowel থাকে আমরা কি সবসময় “an” ব্যবহার করব? Vowel দিয়ে শুরু হলেও কোন শব্দের প্রথম শব্দ যদি উচ্চারণে “U” হয়, সেখানে আমরা “an” ব্যবহার না করে “a” ব্যবহার করব।

যেমন:
A European
A eulogy
A eucalyptus
A uniform
A union
একটি exception হল যে, “one” শব্দটির আগে  article rules in bangla  য় আমরা “a” ব্যবহার করব।

Definite Article – The

১) কোন কিছু নির্দিষ্ট করে বোঝাতে আমরা “The” ব্যবহার করি। যেমন: The boys are playing.
-ওই ছেলেরা খেলছে।

যেই ছেলেরা খেলছে তাদেরকে নির্দিষ্ট করে বলা হচ্ছে। কোন ছেলেরা খেলছে? ওই ছেলেরা। যেকোনো ৪ জন ছেলে খেলছে বলতে আমরা বলব – A few boys are playing in the field.”.

Superlative Degree এর ক্ষেত্রে আমরা “the” ব্যবহার করি৷

যেমন : He is the best player in the team.

Best, worst, tallest, longest, biggest, largest-এই superlative degree গুলোর আগে আমাদের “the” ব্যবহার করতে হবে৷

যেমন: Asia is the largest continent in the world.
Cheetah is the fastest animal.

Article Rules Bangla
Article Rules Bangla

৩) এমন কোন পদবি, যেই পদবিটাটা একটাই আছে, তার আগেও আমরা “the” ব্যবহার করি। যেমন: The prime minister has left the office.

এই ক্ষেত্রে আমরা “A Prime Minister” বলব না কারণ Prime Minister একজন-ই আছে। আরো উদাহরণ :
The President
The Emperor
The Chairman

8) The honey in my tea tastes is from India.
এখানে আমরা একটি নির্দিষ্ট মধুর কথা বলছি যা India থেকে এসেছে।

৫) কিছু কিছু নামের আগে “The” বসে।
যেমন: “The Rahat I know studies in DU.” আমি যেই Rahat কে চিনি, সে DU তে পড়ে। হয়তো ৪ – ৫ জন রাহাত আছে তবে আমি যাকে চিনি সে DU তে পড়ে।

৬) অনেকসময় ঐতিহাসিক ব্যক্তিবর্গকেও “the” দ্বারা denote করা হয়। যেমন:
Nazrul is the Keats of Asia.
-Keats একজন কবির নাম। তার সাথে কবি Nazrul এর তুলনা করা হচ্ছে।

Articles – More About “The “

১) সাধারণত জলাশয় এর আগে “the” ব্যবহার করা হয়। যেমন, সাগর, সমুদ্র, মহাসাগর, নদী, লেক – এই সবকিছুর আগে সাধারণত “the” ব্যবহার করা হয়।

যেমন:
-The Red Sea
-The Atlantic Ocean
-The Ganges
-The Padma
-The Persian Gulf
-The Great Lakes

বি: দ্র: Singular lake এর ক্ষেত্রে “The” ব্যবহৃত হবে না।

যেমন: Lake Geneva
Lake Erie
Dhanmondi Lake

Plural অবস্থায় lake noun টি থাকলে আমরা “The” ব্যবহার করব। যেমন: The Great Lakes.

২) “Mountains” এর আগে আমরা “the” ব্যবহার করব। “Mounts” এর আগে আমরা “the” ব্যবহার করি না।

যেমন:
The Rocky mountains
The Andes
আবার যদি বলি Mount Vesuvius, Mount McKinley, Mount Rushmore এগুলোর আগে আমরা “the” ব্যবহার করি না ৷

৩) Planets -এর আগে আমরা “the” ব্যবহার করি। যখন আমরা পৃথিবীকে নিজ ভূমি হিসেবে অথবা পৃথিবীর সাপেক্ষে চাঁদকে প্রকাশ করার চেষ্টা করছি।

যেমন:
The moon is the earth’s sattelite.
The earth is round.

আবার মহাকাশের সাপেক্ষে যদি আমরা পৃথিবীর কথা বলি তাহলে “the” ব্যবহার হবে না। যেমন :
The earth is larger than Mars.

৪) স্কুল, কলেজ এবং ইউনিভারসিটির নাম এর পূর্বে The হবে যদি তাদের নাম স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি দিয়ে শুরু হয়।
যেমন:
The University of Florida
The University of Dhaka
The College of Arts and Sciences
The School of Liberal Arts

৫) “Mountains” এর আগে আমরা “the” ব্যবহার করব। “Mounts” এর আগে আমরা “the” ব্যবহার করি না।
যেমন :
The Rocky mountains
The Andes

যদি প্রতিষ্ঠানের নাম স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি দিয়ে শুরু না হয় তাহলে আমরা “the” ব্যবহার করব না।

যেমন: Cambridge University, Oxford University
এমনকি The University of Dhaka – কে আমরা Dhaka University বলি, তাহলে Dhaka University’ র আগে “the” বসবে না।

Do you need excel result sheet

৬) Ordinal number (first, second, third, fourth etc.) Í “the” ব্যবহৃত হয়৷

যেমন:
Open the third chapter.
He is the first person to reach here.
Louis the sixteenth.

আবার Cardinal number (0, 1, 2, 3, 4), noun এর পরে ব্যবহার করলে সেই ক্ষেত্রে “the” ব্যবহার করব না।

যেমন:
World War II
Page number 2
Chapter 2

৭) যেকোনো যুদ্ধের আগে আমরা “the” ব্যবহার করি।

যেমন:
The Crimean War
The Korean War

Article Rules Bangla
Article Rules Bangla

The Before Countries দেশের নামের পূর্বে Article

কিছু দেশের নাম এর আগে the ব্যবহৃত হয় আবার কখনো হয় না। কখন “the” দেশের নামের পূর্বে বসবে :

যেসকল দেশের নাম একাধিক শব্দ দিয়ে হয়, সেই সকল দেশের সাথে “the” ব্যবহৃত হয়।

যেমন: The United States of America, the United Kingdom, the Central African Republic ইত্যাদি।

কিন্তু article rules bangla য় এখানে একটি শর্ত আছে। যদি একাধিক শব্দের প্রথম শব্দটি – east, west, north, south অথবা new হয়, তাহলে আমরা “the” ব্যবহার করব না। যেমন: South Africa, New Zealand, North Korea, South Korea ইত্যাদি।

আবার “Great Britain” এর আগেও আমরা “the” ব্যবহার করি না ৷
সুতরাং, শুধুমাত্র একাধিক শব্দে গঠিত দেশের নাম হলেই হবে না, আমাদের একাধিক শব্দের প্রথম শব্দটি খেয়াল করতে হবে।

কখন “the” দেশের নামের পূর্বে বসবে না:

যেসকল দেশের নাম একটি শব্দ দিয়ে হয়, সেসকল দেশের নামের পূর্বে “the” হয় না। যেমন: Chile, Argentina, Brazil, Cuba ইত্যাদি।

এমন কিছু দেশ রয়েছে, যেই দেশগুলোর একটি শব্দে হলেও, তার নামের আগে “the” ব্যবহৃত হয়। এই দেশগুলোর নাম শুনতে “plural” এর মত শোনায়। যেমন: The Maldives, The Seychelles, The Netherlands ইত্যাদি।

“The” ব্যবহারের আরও কিছু নিয়ম:

১) শহরের বা state- এর নামের আগে আমরা কখনো “the” ব্যবহার করি না। যেমন: Dhaka, Ohio Karachi, New Delhi ইত্যাদি।

২) পৃথিবীতে একটি শহর আছে যার আগে “the” ব্যবহার করা হয়। The Netherlands এর “Hague” শহরটির আগে “the” ব্যবহৃত হয়।

৩) যেকোনো Historical document এর আগে আমরা “the” ব্যবহার করব। যেমন: The Constitution, The Magna Carta I

৪) Ethnic groups বা আদিবাসী অথবা অন্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর পূর্বে আমরা “the” ব্যবহার করব। যেমন: The Indians, The Aztecs, The Rohingyas I

৫) কোন খেলার নামের আগে “the” ব্যবহার করব না। যেমন: Baseball, Basketball, ইত্যাদি৷

৬) Abstract noun (happiness, freedom, sorrow, liberty ইত্যাদি) এর আগে “the” ব্যবহার করব না। কিন্তু article rules bangla য় যদি কোন নির্দিষ্ট noun এর কথা বলা হয়ে থাকে, সেই ক্ষেত্রে “the” ব্যবহৃত হতেও পারে। যেমন: Freedom কথাটির আগে the ব্যবহার করা হয় না।

কিন্তু “freedom of choice” কথাটির আগে আমরা “the” ব্যবহার করছি। কারণ, এখানে যেকোনো freedom এর কথা বলা হচ্ছে না, choice এর Freedom এর কথা বলা হচ্ছে। এইভাবে আমরা বলি – the happiness of motherhood, the pursuit of happiness ইত্যাদি।

৭) Academic subjects afte physics, mathematics, chemitry ইত্যাদি এর আগে আমরা “the” ব্যবহার করি না।
৮) যেকোনো “holiday” এর আগেও আমরা “the” ব্যবহার করি না৷ যেমন: Chirstmas, Eid, New Years ইত্যাদি।

শেষ কথা:

ইংরেজি হচ্ছে একটি বিদেশী ভাষা। এই ভাষা শিখতে অনেকেরই বিভিন্ন সমস্যা হয়, article rules bangla pdf need?  চান। আবার কেই যদি ঠিকঠাক মত article rules bangla বুঝতে পারে তাহলে অনেক সহজ। আর্টিকেল শিখুন বাংলায় ও ইংরেজির বিভিন্ন টিপ্স এন্ড টিক্স সম্পের্কে জানতে আমাদের পেইটি লাইক করে রাখুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *