Structure Of A Sentence

Structure Of A Sentence | Advanced Formula 2023

“বাক্য” বা “Sentence” হল একটি ভাষা ইউনিট যা একটি সম্পূর্ণ চিন্তা বা বাক্যিক ধারণা প্রকাশ করে। এটি structure of a sentence সাধারণভাবে একটি বিষয় এবং একটি বাক্যপ্রকাশনের সাথে একটি বল বা প্রেডিকেট অধিকরণ থাকে যা মিলে একটি অর্থপূর্ণ অভিব্যক্তি তৈরি করে। Types of sentence structure with examples এবং Sentence কত প্রকার ও কী কী নিয়ে ‍ আলোচনা করা হলো।

একটি ইংরেজি বাক্যের কাঠামো বা Basic English sentence structure :
Subject + Verb + Complement + Modifier

Shamim bought a bike last week.
We studied history today.

আপনি কি জানেন ইংরেজি শিখানোর মাধ্যমে কিভাবে অনলাইন ইনকাম  (online income) করা যায়?

-যিনি বাক্যে কাজটি করছে তিনি বাক্যের “subject” . অর্থাৎ একটি বাক্যের subject” হল যেই ব্যক্তি, বস্তু, স্থান অথবা বিষয়, যা একটি কর্ম করছে (verb) বা ঘটাচ্ছে। আমরা যদি একটি বাক্যের “verb” খুঁজে পাই, তাহলে আমাদের “subject” খুঁজে পাওয়া খুবই সহজ।

-বাক্যে যেই কাজটি করা হচ্ছে, তা বাক্যের “verb”.
-শামিম কী কিনেছিল? কী করেছিল? কী খেলেছিল?
এই প্রশ্নের উত্তর হবে বাক্যের “complement”.

অর্থাৎ, আমরা যদি ইংরেজিতে “what” অথবা “whom” দিয়ে প্রশ্ন করি, তাহলে যেই উত্তরটি পাব তা বাক্যের “complement”
-শামিম কখন কিনেছিল? কিভাবে কিনেছিল? কোথায় কিনেছিল?

গঠন অনুসারে sentence কত প্রকার ও কি কি?

এই প্রশ্নগুলো করলে আমরা যেই উত্তরটি পাই, তাই হচ্ছে এই বাক্যের “modifier” অর্থাৎ একটি বাক্যের modifier আমাদের একটি “action” বা কর্মের সময়, স্থান এবং ধরন বোঝায়। ইংরেজিতে “when”, “where”, “how” দিয়ে প্রশ্ন করলে যেই উত্তরটি পাই, তা আমাদের “modifier”.

Structure Of A Sentence – Subject

বাক্যে যেই ব্যক্তি বা বস্তু কোন কাজ করছে বা যার দ্বারা সম্পাদিত হচ্ছে, সেই ব্যক্তি বা বস্তুকে বাক্যের subject” বলা হয়। ইংরেজিতে প্রতিটি বাক্যের অবশ্যই একটি “subject” থাকতে হবে।

বিষয়টি structure of sentence এ আমরা একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি-Sentence এর উদাহরণ-

Ratul plays basketball
Honey tastes sweet
Life is beautiful

এখানে Ratul, Honey এবং Life বাক্যের subject”.

Subject with “be verb”:

Rule: বাক্যে “be” verb অর্থাৎ am, is, are, was, were, be ( shall be will be, could be should be) থাকার কারণেও আমরা “subject” খুঁজে পাই।

আমরা যদি “Life is beautiful” বাক্যটি লক্ষ্য করি, একটি প্রশ্ন জাগে Life” অর্থাৎ জীবন কি এখানে কোন কাজ করছে?

যে-এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে, ইংরেজি ব্যাকরণে কিছু একটি “হওয়া” একটি কাজ। “Life is beautiful” কথাটি যদি আক্ষরিক বাংলায় অনুবাদ করি তাহলে বাক্যটি দাড়ায় “জীবন হয় সুন্দর”। ইংরেজিতে আমরা একে “be” verb বলে থাকি। এখানে “life” বাক্যের subject.

একইভাবে, “I am a student” এই বাক্যটি বাংলায় অনুবাদ করলে হয় – আমি হই একজন শিক্ষার্থী এবং এখানেও একজন শিক্ষার্থী হওয়া একটি কাজ। এখানে বাক্যের subject “T”.

More examples:
He is a boy
They are going to the field.

She is going to honololu.
এখানে “He” এবং “They subject

Structure Of A Sentence
Structure Of A Sentence

Subject with “have”:

মাঝে মাঝে “have” দ্বারাও subject হতে পারে। যেমন- I have a cow, এখানে “।” একটি subject I
কারণ যদিও আমরা কাজ করছি না, ” I have” কথাটি বাংলায় অনুবাদ করলে হয়, “আমার আছে” । যদি প্রশ্ন করি ” কার আছে?”, উত্তরে আমরা পাই “আমার” । তাই এই বাক্যে “।” একটি subject I.

Subject with Noun Phrase:

উপরের উদাহরণে আমরা একটি noun বা নামপদের রপে “subject” দেখলাম। তবে noun phrase দ্বারাও subject গঠিত হয়।
যখন একাধিক শব্দ মিলে একটা “Noun” এর কাজ করে, তাকে Noun Phrase বলে।

যখন একাধিক শব্দ মিলে একটা “Noun” এর কাজ করে, তাকে Noun Phrase বলে।
Example:
Harun is the name of my uncle. That person in the red shirt is my uncle.

বাক্যের  red marked করা অংশটি একটি noun phrase I কারণ, “That person in the red shirt” কথাটি Harun কে বর্ণনা করছে।

একইভাবে, “The new boy in the class knows all the answers.” বাক্যটিতে The new boy in the class একটি subject এবং বাক্যের Noun Phrase.

The Subject “It”:

যখন subject এর নিজস্ব কোন ব্যক্তিত্ব থাকে না বা ব্যক্তি অস্তিত্ব থাকে না, সেই ক্ষেত্রে আমরা “it” ব্যবহার করি। It impersonal verb বা অকর্তৃক ক্রিয়ার (এমন ক্রিয়া যার কোনও নির্ধারিত বিষয় থাকে না) subject হয়ে থাকে।
Example:
It is raining cats and dogs.
It is hard to believe that he failed again.

Structure Of A Sentence
Structure Of A Sentence

Structure Of A Sentence – Person & Number

বাক্যে subject-কে ভালো করে বুঝতে হলে আমাদের Person and Number এর ধারণা থাকতে হবে৷

প্রত্যেকটি structure of sentence এ subject এর একটি person এবং number থাকে। Person বলতে আমরা “আমি” (I), “তুমি” (you) অথবা “সে” (he, she) এর ব্যবধান বুঝি ইংরেজিতে ৩ ধরনের Person রয়েছে৷

Sentence structure in English যথা :

1) First person: 1st person মানে আমি (i) বা আমরা (We)।
২) Second person: 2nd person মানে তুমি (you) বা তোমরা (you)।
৩) Third person: Third person মানে 1st person (I, We) এবং 2nd person (You) ব্যাতিত বাকি সবাই।

Structure Of A Sentence
Structure Of A Sentence

এবারে আমরা number এর concept বোঝার চেষ্টা করি।

Number বলতে আমরা বাক্যে noun এবং pronoun এর সংখ্যার অবস্থা বুঝাই। অর্থাৎ একটি noun অথবা pronoun কি বাক্যে “singular” নাকি “plural” রূপে আছে।

PersonSingular NumberPlural Number
First PersonIWe
Second PersonYouYou
Third PersonHe, she, itThey

উপরের চার্টটি খেয়াল করলে আমরা person এবং number এর সম্পর্কটি বুঝতে পারব । চার্টটি নিয়ে আমরা আলোচনা করি:

1st person singular number আমি (I) অর্থাৎ একজন ব্যক্তির সংখ্যা বোঝানো হচ্ছে।

1st person plural number আমরা (we) এখানে অনেক গুলো ব্যক্তির কথা বোঝানো হচ্ছে৷

2nd person singular number অর্থাৎ তুমি, আপনি, তুই। এখানে একটি সংখ্যা বোঝানো হচ্ছে বলে, এটি second person singular number.

2nd person plural number অর্থাৎ তোমরা, আপনারা বা তোরা মনে রাখতে হবে ইংরেজিতে 2nd person singular number এবং plural number দুই ক্ষেত্রেই “you”.

3rd person singular number সে, রাতুল, রাহুল, রোনালদো, গরু, ছাগল, আটলান্টিক মহাসাগর, পৃথিবী – অর্থাৎ যেকোনো ব্যাক্তি, বস্তু, জায়গা এবং তাদের নাম।

সেই ক্ষেত্রে, একাধিক মানুষ, বস্তু অথবা জায়গার নাম হবে 3rd person plural number.

Person এর singular এবং plural number অনুসারে তাদের সাথে ব্যবহৃত “verb” এরও singular এবং plural state নির্ধারিত হয়।

Verb সাধারণত তার subject এবং number এর সাথে agree করে থাকে। যেমন:

PersonSingular NumberPlural Number
First PersonI amWe are
Second PersonYou areYou are
Third PersonHe (or she or it) isThey are

Structure Of A Sentence – Verbs

বাক্যে  structure of sentence যেই কাজটি সম্পাদিত হচ্ছে তা হল বাক্যের verb । Verb ছাড়া কোন বাক্য হতে পারে না। পৃথিবীর প্রত্যেকটি বাক্যেই কিছু না কিছু কাজ সম্পাদিত হচ্ছে । কাজ মানেই যে কোনো physical activity তা নয়।

যেমন Sentence structure examples : “Ratib drives a yellow car.” অর্থাৎ drives এখানে একটি physical activity। তবে যদি বলি ratib has a yellow car, অর্থাৎ ratib এর একটি হলুদ গাড়ি আছে, তাহলে এখানে থাকাটাও একটি কাজ হিসেবে বিবেচিত হবে।

Ratib is a good boy অর্থাৎ Ratib একজন ভালো ছেলে। এখানে ভালো ছেলে হওয়া একটি “verb”।
একটি বাক্যে verb এর রূপ পরিবর্তন হয় কি করে? এই রূপ পরিবর্তন কিসের উপর নির্ভর করছে? সাধারণত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে verb এর রূপ পরিবর্তিত হয়৷ যথা :

Structure Of A Sentence
Structure Of A Sentence

১) Tense (ক্রিয়ার কাল) – বাক্যটি কোন সময়ে হচ্ছে সেটির উপর নির্ভর করে Verb এর রূপ বদলায় (past, present 3 future tense)

২) Person আমি করছি, তুমি করছো, সে করছে (he, she,it, they)

৩) Number – আমরা, আমি, তুমি, তোমরা অর্থাৎ এক জন কাজটি করছে নাকি দুই জন বা তারও বেশি মানুষ একটি কাজ করছে (Person singular plural form).

Classification of verbs:

Verb এর অনেক classification থাকলেও আমরা মূলত দুটির ব্যাপারে এখন জানব :

1.  Principal Verb বা Main Verb

2.  Auxiliary verb বা Supporting Verb

বাক্যের tense বা voice বোঝানোর জন্য, আবার কখনো বাক্যে প্রশ্নবোধক বোঝানোর জন্য auxiliary verb ব্যবহৃত হয়.
Ratib is driving a yellow car.

এখানে is একটি auxiliary verb কারণ বাক্যের main verb টি হল drivingl Present continuous tense বোঝাতে is auxiliary verb টি ব্যবহৃত হচ্ছে। এখানে driving একটি কাজ হলেও is কোন কাজ নয়।

তবে grammar এর নিয়ম অনুসারে বাক্যের গঠন বজায় রাখতে is ব্যবহৃত হয়, বাক্যের main verb কে support করার জন্য।

পৃথিবীতে অসংখ্য Principal verb থাকলেও auxiliary verb এর সংখ্যা সীমিত৷ যেকোনো কাজ অর্থাৎ গাড়ি চালানো, রান্না করা, দৌড়াতে যাওয়া ইত্যাদি অসংখ্য কাজ আমাদের principal verb ।

তবে Primary Auxiliary Verb মূলত তিনটি।

যথা : DO: did, done, have done, has done রূপে verb- টি ব্যবহৃত হয় । BE: is, am, are, was, were রূপে verb- টি ব্যবহৃত হয়। HAVE: have, has, had রূপে verb-টি ব্যবহৃত হয়।

Structure Of A Sentence
Structure Of A Sentence

এই auxilary verb গুলো ব্যবহারের সময় আমাদের সচেতন থাকতে হবে। যেমন, have একটি auxilary verb হলেও have সবসময় একটি auxiliary verb হিসেবে ব্যবহৃত হয় না। বিষয়টি একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি:

He has (auxiliary) made (principal verb) a mistake.
এই বাক্যে ভুল করে ফেলাটা বাক্যের কাজ (made)। তাই made বাক্যের principal verb, has auxiliary verb.

He has (principal verb) a cow.
এখানে has একটি principal verb কারণ এখানে তার একটি গরু থাকাই একটি কাজ।

অতএব বাস্তব জীবনে  structure of sentence যেই কাজটি করা হচ্ছে তা বাক্যের “Principal Verb ” এবং বাক্য গঠন করার জন্য যেই শব্দ ব্যবহৃত হয় তা বাক্যের “Auxiliary Verb”।

Structure Of A Sentence
Structure Of A Sentence

Structure Of A Sentence – Compliment

বাক্যে কি করা হচ্ছে? এবং কাকে করা হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর বাক্যের compliment। বাংলায় complement এর অনুরূপ আমরা পাই কর্ম কারকে Complement একটি verb কে সম্পূর্ণ করে।

যেমন : Rakib bought a bike (compliment) yesterday.
রাকিব কি কিনেছে? – প্রশ্ন করলে আমরা উত্তর পাবো ” a bike “I তাই ” a bike” এই বাক্যের complement.

Ayman helped me (compliment) a lot.
Ayman কাকে সাহায্য (help) করেছিল? আমাকে (me) সাহায্য করেছিল। সুতরাং, বাক্যে কি বা কাকে নিয়ে প্রশ্ন করলে যেই উত্তর আসে তাই বাক্যের complement.

কিছু কিছু বাক্যে ব্যক্তি এবং বস্তু উভয়ই বাক্যে complement হিসেবে থাকতে পারে। যেমন:
Sadman gave me a glass of water.

এখানে প্রশ্ন করা যায় যে বাক্যে complement কোনটি? Me নাকি glass of water? এই বাক্যে দুইটিই complement। কারণ এখানে “gave” verb টির সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে দুইটি প্রশ্নের উত্তরে।

Sadman কি দিয়েছে? এবং কাকে দিয়েছিল? উত্তরে পাই me এবং glass of water। মনে রাখতে হবে ইংরেজি বাক্যে মাঝে মাঝে দুইটি complement-ও থাকতে পারে।

Structure Of Sentence – Modifiers

বাক্যে একটি Modifier বলতে বুঝি একটি ঘটনা কখন ঘটছে, কোথায় ঘটছে, কীভাবে ঘটছে এই প্রশ্নগুলোর উত্তর। বাংলায় structure of sentence এ  modifier কে আমরা চিনে থাকি অধিকরণ কারক হিসেবে।

যেমন: I gave you a call last night (modifier).

-আমি গতকাল রাতে তোমাকে কল করেছিলাম। “কখন করেছিলাম?” প্রশ্ন করলে উত্তরে পাই গতকাল রাতে। “last night” এই বাক্যের modifier.
Rakin will meet you at the office (modifier).
-রাকিন তোমার সাথে office এ দেখা করবে। কোথায় দেখা করবে? উ: at the office.

Sabab left the place hurriedly (modifier).
-সাবাব তাড়াহুড়া করে জায়গাটি থেকে চলে আসল। কিভাবে চলে এসেছিল? 3: hurriedly

Structure Of A Sentence
Structure Of A Sentence

বাক্যে Modifier কোনটি খুঁজে বের করতে আমরা when, where, how দিয়ে প্রশ্ন করব।

বি: দ্র: সাধারণত modifier একটি prepositional phrase I একটি prepositional phrase হল একটি শব্দের গুচ্ছ যা একটি preposition দিয়ে শুরু হয় এবং শেষ হয় noun দিয়ে৷

যেমন: in the morning, at the university, on the table ইত্যাদি।

Structure Of A Sentence
Structure Of A Sentence

আবার মাঝে মাঝে modifier একটি adverbial phrase ও হতে পারে। যেমন : Last night, hurriedly, next year, outdoors, yesterday.

ধন্যবাদ সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য। আশা করি Structure Of A Sentence সম্পর্কে এডভান্স ধারনা পেয়েছেন। আর্টিকেলটি ভাল লাগলে সেয়ার করবেন যাতে অন্য কেউ জানতে পারে। আপনার কোন মতামত থাকলে আমাদের পেজে দেওয়া মেইলে পাঠাতে পারেন। ভালবাসা অবিরাম আমাদের পেজের সাথেই থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *