Conditional sentences rules

Conditional Sentences Rules in Bangla | সহজ ও Advanced Formula

Conditional sentences rules- যদি একটা ঘটনা ঘটে তাহলে অন্য ঘটনা ঘটবে, যদি একটা ঘটনা ঘটত তাহলে অন্য আরেকটি ঘটনা ঘটত- এই অর্থে ব্যবহৃত হয় ৷ Conditional sentence প্রথমত আমরা দুই ভাগে ভাগ করি:

১) Real Condition
২) Unreal Condition

Real Condition হচ্ছে এমন condition যেগুলো সম্ভব। যেগুলো বাস্তব, বর্তমান এবং এখনো সম্ভব। যেমন: যদি বলি, আপনি যদি অফিসে চলে আসেন, তাহলে আমরা দুজনই একসাথে কাজ করতে পারব। এইখানে দুটি প্রেক্ষাপটই সম্ভব ৷

If you come by the office, we can work together.

ওয়েবসাইট তৈরির খরচ কত?

Unreal Condition হচ্ছে এমন condition যেগুলো অসম্ভব। যদি বলি- আমাদের যদি এক কোটি টাকা থাকত, তাহলে আমরা একটি গাড়ি কিনতাম । এখন আমাদের কাছে এক কোটি টাকা নেই, তার মানে এই প্রেক্ষাপটটি সম্ভব না।

If we had 1 crore taka, we could’ve bought a car.

Conditional sentences rules
Conditional sentences rules

Unreal condition কে আবার দুই ভাগে ভাগ করা যায়:

১) Present Unreal Condition
২) Past Unreal Condition

Unreal condition কে আবার দুই ভাগে ভাগ করা যায় :

১) Present Unreal Condition
২) Past Unreal Condition

Structure Of A Sentence

Present unreal condition হচ্ছে এমন condition বা ঘটনা যেটি বর্তমানেই চলছে কিন্তু সম্ভব না৷ যেমন:
If we had 1 crore taka, we could’ve bought a car. এখানে অতীতের কথা বলা হচ্ছে না, কিন্তু আমাদের টাকা নেই বলে আমরা গাড়িটি কিনতে পারছি না। কথাটি বর্তমান হলেও অসম্ভব।

Know 4 types of conditional sentences with examples and properly first conditional rules,second conditional rules,conditional sentences with english to bengali. 

Past unreal condition হচ্ছে এমন conditional sentences rules বা ঘটনা যা ঘটার সময়টিই পার হয়ে গেছে। অর্থাৎ এই Conditional sentences rules এ ঘটনাটি আর ঘটা সম্ভব না এবং তার কারণ হচ্ছে এটি অতীতের একটি ঘটনা। যদি বলি, তুমি যদি গতকাল আসতে, তাহলে আমরা ক্রিকেট খেলতাম। এই ঘটনাটি ঘটার সম্ভাবনা নেই কারণ ঘটনাটি পার হয়ে গেছে।

If you had come yesterday, we would’ve played cricket.

Conditional Sentences Rules- Real Condition

Conditional sentence এ একটি condition এবং সেই condition এর উপর নির্ভরশীল একটি consequence থাকে। Real conditions এ যেই শর্তটি দেয়া হয় তা অত্যন্ত বাস্তব।

অর্থাৎ, সেই condition টি এখনো হওয়া সম্ভব। এবং তার পাশাপাশি নির্ভরশীল consequence টিও হওয়া সম্ভব ।

যেমন: If I have the time, I will go.

এখানে If I have the time বাক্যাংশটি condition হিসেবে কাজ করছে। অর্থাৎ, আমার সময় থাকা নিশ্চিত না হলেও তার সম্ভাবনা রয়েছে। এবং এই সম্ভাবনার বাস্তবায়নের উপর আমার যাওয়া বা না যাওয়া নির্ভর করছে।

Conditional sentences rules
Conditional sentences rules

Structure condition present indefinite এর ক্ষেত্রে । পার্ট এবং consequence পার্ট future indefinite tense এ সাধারণত থাকে।

কিন্তু মাঝে মাঝে আমরা consequence পার্ট টি present indefinite tense এও করে থাকি।

যেমন: If you agree, we can do business together.

এখানে আমাদের condition এবং consequence উভয় present indefinite tense এ আছে৷

কম্পিউটার ফাস্ট করার উপায় জানুন বাংলায়-

Conditional Sentences- Present Unreal Condition

Present unreal condition সবসময় past tense এ হয় এবং যদি শর্তের মধ্যে কোন be verb থাকে তখন সেটি সবসময় was না হয়ে were হয়। এমনকি subject singular form এ থাকলেও was না হয়ে were হবে।

উদাহরণ:

If he were here today, he would be very happy.
If I were here today, I would not let this happen.

এখানে Conditional sentences rules এ দুইটি উদাহরণ এ subject I এবং he singular form হওয়া শর্তেও আমরা be verb was না নিয়ে were নিয়েছি।

Conditional Sentences:- Past Unreal Condition

Conditional sentences rules এ Past unreal condition এমন একটি শর্ত

Conditional sentences rules
Conditional sentences rules

যা অতীতের এবং এই কারণে আর হওয়া সম্ভব না। অর্থাৎ, condition টি যেই সময়ের মধ্যে হওয়া প্রয়োজন ছিল তা পেরিয়ে গেছে।

 

Structure:

Past unreal condition এ আমরা condition পার্ট এ If এর পরে past perfect tense ব্যবহার করি এবং consequence পার্ট এ would have অথবা could have ব্যবহার করি।

যেমন:

If I had come to this school yesterday, I would have met you.
Use of “had” in past unreal condition (unique case):
If I had had enough money yesterday, I would have bought a phone.

উপরের বাক্যটিতে had দুইবার ব্যাবহার করা হয়েছে। আমরা past perfect tense এ had এর পরে verb এর past participle বসিয়ে থাকি।

উপরের বাক্যে প্রথম যে had তা auxiliary verb had হিসেবে কাজ করছে যা আমরা past perfect tense এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এবং বাক্যে দ্বিতীয় যে had তা principal verb have এর past participle form হিসেবে কাজ করছে।

Present unreal conditional condition past indefinite tense এ রাখছি এবং consequence পার্টে আমরা would/could ব্যবহার করছি।
fog, Past unreal conditional condition Я past perfect tense এ রেখেছি এবং consequence পার্টে আমরা would have / could have ব্যবহার করছি।
উদাহরণ :
If I had enough money, I would buy a phone. (Present Unreal Condition)
If I had had enough money yesterday, I would have bought a phone. (Past Unreal Condition)

Learn About “As If & As Though”

Conditionals rules- As if, as though এই শব্দগুলো দ্বারা এমন কিছু ঘটনা বোঝানোর চেষ্টা করা হয় যা বাস্তব অথবা “real” নয়। যেমন যদি আমরা বলতে চাই সে এমন ভাবে কথা বলে যেন সে এলাকার প্রেসিডেন্ট – এই রকম ঘটনা বা ভাব বোঝাতে আমরা ইংরেজিতে “as if” বা “as though” ব্যবহার করে থাকি। এই একই বাক্যটি আমরা ইংরেজিতে অনুবাদ করলে পাব –

He talks as if he were the president.

আমরা conditional sentences এর ক্ষেত্রে শিখেছিলাম, unreal conditions এর সময় “be verb” এর ক্ষেত্রে “were” ব্যবহার করতে হবে।

Conditional sentences rules
Conditional sentences rules

He spends as if he had a lot of money

সে এমন ভাবে খরচ করে, মনে হয় তার যেন অনেক টাকা । তার আসলে কিন্তু টাকা নেই, কিন্তু তার খরচের ধরন দেখে মনে হচ্ছে যেন তার অনেক টাকা।

As if এবং as though এর পরে যেই verb টি ব্যবহার করব, তা past tense এ থাকবে যদি as if, as though এর আগে যেই verb- টি ব্যবহার করছি তা যদি present tense এ থাকে ৷

He spends as if he had a lot of money.
simple present simple past of (has)

Learn About “As If & As Though”

যদি as if , as though এর আগের verb টি past tense- এ হয় তাহলে as if, as though এর পরের verb টি past perfect tense হবে।

যেমন:
He talked (simple past) as if he had been (past perfect) the president.

He talked to me as if/ as though he had known me from before.
অর্থাৎ আমরা দেখতে পারছি, যদি main verb -টি সেটা যদি past- এ
থাকে, তাহলে as if বা as though এর পরের verb টি past perfect tense এ থাকবে ।

ধন্যবাদ সম্পর্ণ আর্টিকেলটি পড়ার জন্য। এই ধরনের তথ্য পেতে আমের পেজের সাথেই থাকুন। আপনার কোন প্রশ্ন থাকলে আমাদের পেজে জানাতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *