Website making cost

Website making cost- ওয়েবসাইট তৈরির খরচ কত? | বিস্তারিত জেনে নিন

Website making cost- ওয়েবসাইট তৈরির খরচ কত: আপনি কি স্কুল, কলেজ, বা ব্যবসায়ের জন্য ওয়েবসাইট বানাতে চাচ্ছেন? আপনি কি জানেন একটি ওয়েবসাইট বানাতে website making cost মোট কত টাকা খরচ হয়। অনেকেই হয়তোবা এই প্রশ্নের উত্তরটি হ্যাঁ অথবা না বলতে পারবেন। আবার অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন না।

আমি তাদের উদ্দেশ্যে এই আর্টিকেলটি উৎসর্গ করলাম যারা ওয়েবসাইট বানাতে গিয়ে বিভিন্ন টেনশন করতেছে। এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন একটা ওয়েবসাইট বানাতে কত টাকা খরচ হয়। এবং একটি ওয়েবসাইট বানানোর পর সেটি কিভাবে করবেন এই বিষয়েও আলোচনা করার চেষ্টা করব। ওয়েবসাইট বানিয়ে অনলাইন ইনকাম।

এই আর্টিকেলের মাধ্যমে আরো জানতে পারবেন কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হয়। ওয়েবসাইট তৈরি করার পর কিভাবে ওয়েবসাইটটি রক্ষণাবেক্ষণ করলে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করা যায়।

কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হয়? অনেকের বিভিন্ন ধরনের ধারণারও ভিত্তি করে আজকের এই আর্টিকেলের আলোচনা সাজানো হয়েছে।

আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে আপনি পরিপূর্ণ website making cost সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানি।

১০০% ইনকাম হবে সেরা ১০ টি  ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর তালিকা

ওয়েব সাইটের ধরন

ওয়েব সাইট হল বহুল জনপ্রিয় ইন্টারনেট থেকে পৌঁছা যাওয়া তথ্য, সেবা, সংস্থা, ব্যক্তি বা যেকোনো ধরনের সামগ্রী যা ওয়েব ব্রাউজার ব্যবহার করে দেখা যায়।

Website making cost
Website making cost

এটি হল ইন্টারনেটের এক বিশেষ ধরনের একটি প্ল্যাটফর্ম যেখানে এই বিশ্বের ব্যবহারকারীরা তথ্য অনুসন্ধান করতে পারে, সামগ্রী দেখতে পারে, বাণিজ্যিক লেনদেন করতে পারে এবং বিভিন্ন ধরনের কাজ সহজভাবে করতে পারে।

যে সব ওয়েবসাইট বানিয়ে অনলাইন থেকে ইনকাম করা সম্ভব

ব্লগ: ব্লগ অফ সাইট হচ্ছে ব্যক্তিগত বা পেশাদার লেখা । এ ধরনের ওয়েবসাইট তৈরি করার নিয়ম জানুন। এই কেটাগরির ওয়েবসাইটের মাধ্যমে (website making cost) অতি সহজেই বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে অনলাইন থেকে ইনকাম করা যায়। এবং পাশাপাশি এই কনটেন্ট গুলো দেখে আপনাদের স্তরের মানুষ সুবিধা ভোগ করতেছে এবং সহজভাবে বিভিন্ন কাজের সমাধান পাচ্ছে।

Structure Of A Sentence

বর্তমানে ব্লগিং ওয়েবসাইট এর গুরুত্ব অনেক বেশি। যেখানে মানুষ তার মনের ভাব এবং তার কোন আবিষ্কার থেকে সেগুলো প্রকাশ করতে পারে। সে সাথে সেখান থেকে একটি ইনকাম জেনারেট করতে পারে।

সেই সুবাদে বলা যায় প্রত্যেকটি মানুষ মানুষেরই একটি করে ব্লক ওয়েবসাইট থাকা দরকার। কারণ বর্তমান হচ্ছে ডিজিটাল যুগ সেই কারণে একটি ব্লগার ওয়েবসাইট থাকতেই পারে তার মনের ভাব প্রকাশ করার জন্য।

ব্লগার সাইট করতে কত টাকা খরচ হতে পারে? অনেকেরই প্রশ্ন। ব্লক ওয়েবসাইট করতে কোন টাকাই লাগবে না কেউ চাইলে একটি ব্লগ ওয়েবসাইট ফ্রি তৈরি করতে পারে। ফ্রী ব্লগার ওয়েবসাইট তরে তৈরি করার জন্য এখানে দেখুন।

পেশাদার ওয়েবসাইট: প্রেশাদার ওয়েবসাইট মানে বুঝতে পারতেছেন এটি হতে পারে একটি প্রতিষ্ঠান, সংস্থা, ব্যবসা । এ ধরনের ওয়েবসাইটের মাধ্যমে একটি ব্যবসায়ীকে খুব তাড়াতাড়ি উন্নয়ন করা যায়। ধরেন আপনার একটি মুদি দোকান আছে।

সেই দোকানে আপনি যা যা ম্যানুয়াল সেল করেন সেই প্রোডাক্টগুলো আপনি যদি একটি ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে চান তাহলে খুব সহজেই আপনি সেল করতে পারবেন । এর ফলে আপনার সুবিধা হলো দুই দিক থেকে ইনকাম আসবে।

এর পাশাপাশি আপনার ব্যবসার একটি পরিচিতি লাভ করল। এক সময় এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ব্যবসাটি একটি বিশাল ব্র্যান্ডে পরিণত হতে পারে।

খবর ও মিডিয়া: খবর ও মিডিয়া ওয়েবসাইটগুলো খুবই জনপ্রিয় ওয়েবসাইট হয় যা সংবাদ, সংবাদপত্র, টিভি চ্যানেলের ওয়েবসাইট।

ই-কমার্স সাইট: বর্তমানে ই-কমার্স হচ্ছে একটি বহুল জনপ্রিয় মাধ্যম। ই-কমার্সের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ তার ব্যবসায়ীকে বৃদ্ধি করতে এবং পণ্য বিক্রি করতেছে। ই-কমার্স হল পণ্য এবং সেবার বন্ধুত্বপূর্ণ মাধ্যমে বিক্রয় করার সুযোগ প্রদান করার জন্য। ই কমার্স ওয়েবসাইট তৈরির খরচ কত?

অপরদিকে আছে ই-কমার্স সাইট যা বানাতে আপনাকে ৮ হাজার টাকা থেকে ১০ টাকা কিংবা তার চেয়েও বেশি বাজেট রাখা লাগতে পারে। দেখতেই পাচ্ছেন নিউজ সাইট আর ই-কমার্স সাইট ভেদেই দামটা কতটা ভিন্ন হচ্ছে।

সুতরাং মোট কথা এটাই দাঁড়ায় যে আপনি যত ভালো সাইট বানাতে চাচ্ছেন আপনাকে তত ভালো বাজেট রাখতে হবে। এখন আপনিই ভেবে নিন আপনি যা বানাতে চাচ্ছেন তা কেমন হবে?

একটি ভালো মানের কমার্স ওয়েবসাইট বানাতে চাইলে আপনাকে আট থেকে দশ হাজার টাকা বাজেট  (website making cost) করতে হবে। অন্যদিকে আপনি যদি ব্লক সাইট বানাতে চান তাহলে থেকে পাঁচ হাজার টাকার মধ্যে বানিয়ে নিতে পারবেন।

তাহলে আপনি বুঝতেই পারছেন একটি ই-কমার্স সাইটের ভ্যালু কেমন হবে এবং সেখান থেকে কেমন অনলাইন ইনকাম জেনারেট করতে পারবেন।

মোটকথা হচ্ছে ভালো মানের ওয়েবসাইট বানাতে চাইলে আপনাকে বাজে তো বেশি রাখতে হবে। কথায় আছে না যত গুড় তত মিঠা। তারমানে আপনি যত টাকা খরচ করবেন তত ভাল মানের ডায়নামি করে তৈরি করতে পারবেন।

শিক্ষামূলক সাইট: অনলাইন শিক্ষা, কোর্স, শিক্ষার্থী সেবা এবং শিক্ষক-শিক্ষিকা সংযোগ সাধারণ করার জন্য। স্কুলে বা কলেজের জন্য btcl domain থেকে edu.bd domain নিতে পারেন।  শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট লাগেলে যোগাযোগ করুন এবং ডেমো  ওয়েবসাইটি দেখুন-

পেশাদার পোর্টফোলিও: ব্যাক্তি নিজেকে বা কোন শিল্প প্রতিষ্ঠানের কাজের নমুনা দেখানোর জন্য সাইট।

ফোরাম এবং সামূহিক আলোচনা: বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য প্ল্যাটফর্ম যেখানে সবাই সবার মতামত প্রকাশ করতে পারে।

এছাড়াও ওয়েবসাইট আরো দুই ধরনের হয়ে থাকে প্রথমত হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট দ্বিতীয়ত হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটে তুলনায় ডায়নামিক ওয়েবসাইট খরচ বেশি। এবং ডায়নামিক ওয়েবসাইটের সুযোগ সুবিধা বেশি যেখান থেকে আপনি সমস্ত অপারেশন কন্ট্রোল করতে পারবেন।

ডোমেইন কেনার খরচ- (Website making cost affordable)

কেউ যদি মোটামুটি ভালো মানের ওয়েবসাইট বানাতে চায় শুরুতেই যে জিনিসটি কিনতে হয় সেটির নাম হচ্ছে ডোমেইন। ডোমেইনের খরচ কত? অনেকেরই সে প্রশ্ন আছে যে আসলেই ডোমেইন কিনতে কত টাকা খরচ হয়।

ডোমেইন কিনার খরচ কত এটি জানাতে আপনাকে জানতে হবে ডোমিনটা আসলে কি? ডোমেইন হচ্ছে একটি নাম। সহজভাবে বলতে গেলে একটি ভবন বা বাড়ি বানাতে গেলে যেমন একটি নির্দিষ্ট ঠিকানা দরকার হয় ঠিক তেমনি একটি ওয়েবসাইট বানাতে গেলে সে ওয়েবসাইটের ঠিকানা দরকার হয়। সেটিকে আমরা মূলত ডোমেই নামে চিনি।

যখন কেউ একটি ওয়েবসাইটের ঠিকানা বা ডোমেইন কিনতে যাচ্ছে তখন এই ডোমেটি কিভাবে কাজ করে। কোন ধরনের ডোমেইনের দাম কেমন সে বিষয়ে ধারণা থাকা দরকার । তো চলুন জেনে নেয়া যাক বাংলাদেশ থেকে কিভাবে ডোমেইন কিনবেন এবং কনডোমিনের দাম কেমন নিচে দেখুন ।

ডট কম-

ডটকম হচ্ছে খুবই জনপ্রিয় একটি ডোমেইন এক্সটেনশন। আপনি যদি ডটকম ডোমিন কিনতে চান তাহলে এক বছরের রেজিস্ট্রেশন বাবদ ১০৯৯ টাকা অথবা একটু কম বা বেশি লাগতে পারে ।

ডট ওআরজি-

অনেকেই প্রশ্ন করেন ডট ওআরজি দিয়ে ওয়েবসাইট তৈরির খরচ কত? ডট ওআরজি ডোমিনগুলো একটি ডিমান্ডেবল ডমেইন হট যা ডট কম এর চেয়ে একটু দাম বেশি হয়। এ ধরনের জন্য প্রতিবছর রেজিস্ট্রেশন বাবদ আপনার যাবে ১৩৯৯ টাকা।

ডট নেট

ডট নেট ডোমেইন খুবই জনপ্রিয় ডোমেইন যেগুলো সারা বিশ্বে দামী দামী ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়। আপনি যদি এ ধরনের ডোমেইন হবে ব্যবসা কিংবা ব্লগের জন্য ব্যবহার করতে চান তাহলে প্রতি বছরে ডোমিন ডিসিশন বাবদ ১৩৯৯ টাকা অথবা একটু কম বেশি হতে পারে।

হোস্টিং স্পেস কেনার খরচ কত?

হোস্টিং হচ্ছে মূলত অনলাইন স্পেস বা জায়গা। যেমন আপনার বাড়ি বানাতে যেমন একটি জায়গার দরকার পড়ে যেখানে আপনি আপনার বাড়িটি আপন করবেন। ঠিক তেমনি আপনার ডোমেটি স্থাপন করার জন্য অনলাইনে একটি জায়গার দরকার হবে যেখানে আপনার সমস্ত তথ্য আপনার ঠিকানাই থাকবে।

ওয়েবসাইট তৈরির খরচ কত
ওয়েবসাইট তৈরির খরচ কত

ওয়েবসাইটের জন্য হোস্টিং কেনার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে আপনি কি ধরনের ওয়েবসাইট হোস্টিং এর ভিতরে রাখবেন এবং এর (website making cost কত। আপনি যদি ছোট ধরনের ওয়েবসাইট বানাতে চান তাহলে শেয়ার হোস্টিং ব্যবহার করতে পারেন।

বর্তমানে অনেক ধরনের হোস্টিং অনলাইন বাজারে পাওয়া যায় যা আপনার চাহিদার মত নিয়ে নিতে পারবেন। তবে একটা বিষয় আপনাকে জানতেই হবে হোস্টিংয়ের স্পেস সম্পর্কে। কোন অনুষ্ঠান কেনার আগে আপনাকে স্পেস সম্পর্কে একটা ধারণা অনলাইন থেকে ঘাটাঘাটি করে নিয়ে নেয়া উচিত। বর্তমানে যে সমস্ত হোস্টিং অনলাইনে পাওয়া যায়। যেমন-

শেয়ারড হোস্টিং
ভিপিএস হোস্টিং
ওয়ার্ডপ্রেস হোস্টিং

এছাড়াও আরো অনেক ধরনের হোস্টিং পাওয়া যায়। আপনি যত টাকা বেশি খরচ করবেন হোস্টিংয়ের পারফরমেন্স তত ভালো পাবেন। হোস্টিংয়ের কোম্পানির কথা যদি বলি তাহলে কম দামের ভালো মানের হোস্টিং পাওয়া যায় নেম চিপে । এই কোম্পানির অনলাইন সার্ভিস গুলো খুবই ভালো এবং দ্রুত গতিতে তারা ফিডব্যাক দেয়।

যাই হোক আপনি যদি কোন স্কুল কলেজ কিংবা ছোট কোন ব্যবসা বা ব্লক খোলার জন্য হোস্টিং কিনতে চান তাহলে শেয়ার হোস্টিং নিতে পারেন। প্রত্যেক বছর আপনাকে মিনিমাম ৫০০০ টাকা বছরে ব্যয় করতে হবে।

এসইও স্পেশালিস্ট (যদি দরকার পরে)-

একটি ওয়েবসাইটকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য একজন এসইও স্পেশালিস্ট দরকার পড়তে পারে। ওয়েবসাইটের গুণগত মান উন্নয়ন করার জন্য এসি স্পেশালিস্টের কোন বিকল্প নেই।

এছাড়া আপনি যদি ব্লক ওয়েবসাইট তৈরি করেন এবং সেই ওয়েবসাইট থেকে একটি হ্যান্ডসাম এমাউন্ট জেনারেট করতে চান। তাহলে  এসইও সেই ওয়েবসাইটটি রক্ষণাবেক্ষণ করার জন্য স্পেশালিস্ট নিয়োগ দিতে হবে।

একজন এসইও স্পেশালিস্টের প্রতি মাসে সম্মান কত? অনেকে হয়তো এই বিষয়ে ধারণা রয়েছে তারপরও বলছি। মোটামুটি একজন দক্ষ এসিও স্পেশালিস্ট এর মাসিক সম্মানে দিতে হয় 15 থেকে 25000 টাকা।

এসইও স্পেশালিস্ট খরচ এটি অপশনাল হিসেবে রাখা যায় কারণ আপনি যদি এই কাজটি নিজে করতে পারেন তাহলে আপনার ওয়েবসাইটের জন্য আরো ভালো।

উপরের website making cost হতে জানা গেলো যে একটি আইডিয়া নেওয়া যায় যে একটি ওয়েবসাইটি করার জন্য প্রথমেই ৫ থেকে ১০ হাজার টাকার মত খরচ হবে। প্রথমত একটি ডোমেইন কিনার জন্য এক হাজার টাকার মতো খরচ। দ্বিতীয়ত ডোমেইনটি রাখার জন্য একটি হোস্টিংয়ের প্রয়োজন হয় সর্বনিম্ন শেয়ারড হোস্টিং নিলেও তার জন্য দাম আসবে ২২০০ টাকা। ওয়ার্ডপ্রেস হোস্টিং চাইলে আপনি নিতে পারেন।

টাকা নাই বিকল্প হিসাবে কিভাবে ওয়েবসাইট বানাবেন?

যত দিন যাচ্ছে তত ওয়েবসাইটের চাহিদা বাড়তেছে। এর মধ্যে আপনি যদি ইনভেস্ট করা ছাড়া ওয়েবসাইট বানাতে চান সেটা কি আসলেই সম্ভব?

ওয়েবসাইট তৈরির খরচ কত
ওয়েবসাইট তৈরির খরচ কত

ধরেন আপনার কাছে কোন টাকা নেই আপনি কি ওয়েবসাইটের আশা বাদ দিবেন? মোটেও না। আপনার আশাকে অব্যহত রাখতে হবে।

সেই জন্য আপনি বেছে নিতে পারেন ফ্রি ওয়েবসাইট যেগুলোর চাহিদা দিন ‍দিন বাড়ছে। যে কেউ চাইলেই ব্লগার কিংবা ওয়ার্ডপ্রেস ডট কমে যত খুশি ফ্রি ওয়েবসাইট বানাতে পারে।

শেষ কথা:

কোথায় আছে যত গুড় তত মিঠা। একটু ওয়েবসাইট বানাতে আপনি তিন থেকে চার হাজার টাকার মধ্যে বানাতে পারেন আবার চাইলে পঞ্চাশ হাজার টাকা খরচ করতে পারেন website making cost purpose।

এটা পুরোপুরি নির্ভর করবে আপনার চাহিদার উপর। তবে ওয়েব সাইটে যত টাকায় খরচ করুন না কেন তার একটি রেজাল্ট আপনি পাবেন যদি সাইটটি ভালোভাবে তৈরি করতে পারেন।

এছাড়াও আরেকটি বিষয় না বললেই নয় সেটি হচ্ছে ওয়েবসাইটের পেছনে সময় দেয়া। আপনি যত বেশি সময় দিবেন ওয়েবসাইট থেকে তত তাড়াতাড়ি আর্নিং নিয়ে আসতে পারবেন।

এবং ওয়েবসাইটের বিভিন্ন ধরনের আপডেট আসবে সেগুলো যথাসময়ে করতে পারবেন।

ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য। ভালো লাগলে আপনার পরিচিত কিংবা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। যাতে করে তারাও এই বিষয়টি জানতে। এই ধরনের ইনফরমেশন যুক্ত আর্টিকেল পেতে আমাদের এই পেজটি ফলো করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *