স্পোকেন ইংলিশ

গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশ (Spoken English) শিখুন

আপনি কি গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশ এর নিয়ম খোজচ্ছেন? চিন্তা করবেন না। এই পর্বে আমরা জানবো কিভাবে হাজার হাজার বাক্য তৈরি করবেন খুব সহজে ইংরেজি গ্রামার ছাড়া। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, প্রতিটি ভাষা সৃষ্টি হয়েছে আগে এবং পরে ঐ ভাষার Grammar তৈরি করা হয়েছে। প্রতিটি জাতি আগে শিখে তার ভাষা তারপর শিখে Grammar ।

ভাষা হচ্ছে আল্লাহ তায়ালার নিয়ামত আর মানুষ সেই ভাষা সহজভাবে বলার জন্য তৈরি করেছে Grammar । তাছাড়া কোন ভাষার Grammar মূলত ঐ ভাষাভাষী মানুষের জন্যই উপযোগী করে তৈরি করা হয়। ইংরেজি ভাষার Grammar মূলত ইংরেজদের জন্যই তৈরি করা হয়েছে। তাহলে এটা নিশ্চিত যে বাংলাভাষী মানুষদের জন্য উপযোগী করে ইংরেজি ভাষার Grammar তৈরি করা হয়নি।

মনে রাখবেন, বাঙ্গালী জাতিগোষ্ঠী এবং ইংরেজ জাতিগোষ্ঠী দুটি ভিন্ন জাতিগোষ্ঠী। একটা ছোট ৫ বৎসরের বাচ্চার ড্রেস যেমন একজন ৫০ বৎসরের লোকের জন্য তা কিছুতেই উপযোগী হতে পারে না। তেমনি এক ভাষাভাষী জাতিগোষ্ঠীর জন্য তৈরি করা ভাষার Grammar অন্য ভাষাভাষী জাতিগোষ্ঠীর জন্য উপযোগী হবে না এটাই স্বাভাবিক। এটা প্রয়োগের মাধ্যমে নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই না।

নাম, রং, সাইজ, মূল্য, ওজন, নাম্বার ইত্যাদি জানতে চাইলে

সারাবিশ্বের যে কোন নাম, রং, সাইজ, মূল্য, ওজন, নাম্বার ইত্যাদি জানতে চাইলে নিচের বিনামূল্যে স্পোকেন ইংলিশ কোর্স-এর Structure লক্ষ্য করুন। নিচের নিয়ম অনুশীলন করে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন।

স্পোকেন ইংলিশ
স্পোকেন ইংলিশ

উপরের Structure এর আলোকে নিচে কিছু উদাহরণ দেওয়া হলো। এখানে ‘কলম’ দ্ধারা সবগুলো উদাহরণ দেওয়া হয়েছে আপনি যখন Practice করবেন তখন অন্য শব্দ বসিয়ে Practice করুন; আপনার ঘরে বসে স্পোকেন ইংলিশ শেখা সফল হোক।

ফ্রিল্যান্সিং ইংলিশ শিখুন সহজে

ডিজিটাল মার্কেটিং করে হাজার হাজার ডলার ইনকাম

বস্তুর ক্ষেত্রে স্পোকেন ইংলিশ (Single) কিছু জানতে চাইলে

তোমার কলমের নাম কি?-  What is the name of your pen?

তোমার কলমের নাম কি ছিল?-  What was the name of your pen?

তোমার কলমের নাম কি ছিল?- What will be the name of your pen?

তোমার কলমের রং কি?- What is the colour of your pen?

তোমার কলমের রং কি ছিল?- What was the colour of your pen?

তোমার কলমের রং কি হবে?- What will be the colour of your pen?

তোমার কলমের সাইজ কত? What is the size of your pen?

তোমার কলমের সাইজ কত ছিল?- What was the size of your pen?

তোমার কলমের সাইজ কত হবে?- What will be the size of your pen?

তোমার স্পোকেন ইংলিশ গ্রামারের মূল্য কত?- What is the price of your Spoken English Grammar?

তোমার স্পোকেন ইংলিশ গ্রামারের মূল্য কত ছিল?- What was the price of your Spoken English Grammar?

তোমার কলমের মূল্য কত ছিল?- What was the price of your pen?

তোমার কলমের মূল্য কত হবে?- What will be the price of your pen?

তোমার কলমের ওজন কত?- What is the weight of your pen?

তোমার কলমের ওজন কত ছিল?- What was the weight of your pen?

তোমার কলমের ওজন কত হবে?- What will be the weight of your pen?

তোমার কলমের নাম্বর কত?- What is the number of your pen?

তোমার কলমের নাম্বার কত ছিল?- What was the number of your pen?

তোমার কলমের নাম্বার কত হবে?- What will be the number of your pen?

বস্তুর ক্ষেত্রে (Double) কিছু জানতে চাইলে

তোমার দেশের প্রধান মন্ত্রীর নাম কি?-  What is the name of the Prime Minister of your country?

জাপানের প্রেসিডেন্টের নাম কি ছিল?-  What was the name of the President of Japan? 

তোমার দেশের প্রধান মন্ত্রীর নাম কি হবে?- What will be the name of the Prime Minister of your country?

বিশ্বের সবচেয়ে বড় জাহাজের নাম কি?- What is the name of the Largest ship of the world?

তোমার বাড়ির সম্পূর্ণ জমির মূল্য কত?- What is the price of the total land of your house?

এই পৃথিবীর সৃষ্টিকর্তার নাম কি?- What is the name of the Creator of the World?

ভবিষ্যতে ঢাকার মেয়রের নাম কি হবে?- What will be the name of the Mayor of Dhaka in future?

বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির ভিসির নাম কি?- What is the name of VC of Dhaka University at present?

তোমার বাড়ির দেয়ালের রং কি?- What is the colour of the wall of your house?

ডেইলি ষ্টার পত্রিকার সম্পাদকের নাম কি?- What is the name of the Editor of Daily star newspaper?

মুসলমানদের শেষ নবীর নাম কি?- What is the name of the last Prophet of Muslim?

বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর নাম কি?- What is the name of the Foreign Minister of Bangladesh at present?

ভবিষ্যতে আমেরিকার প্রেসিডেন্টের নাম কি হবে?- What will be the name of the President of America in future?

খালেদা জিয়ার আমলে বাংলাদেশের অর্থমন্ত্রীর নাম কি ছিল?- What was the name of the Finance Minister of Bangladesh during Khaleda Zia’s Period?

তোমার বাড়ির টেলিভিশনের রং কি?- What is the color of the TV of your house?

তোমার বাড়ির ড্রয়িং রুমের সাইজ কত?- What is the size of Drawing room of your house?

তোমার বাড়ির ১ কাঠা জমির দাম কত?- What is the price of the 1 katha of Land of your house?

তোমার বাড়ির নতুন টেলিভিশনের সাইজ কত হবে?- What will be the size of the New Television of your house?

ভবিষ্যতে তোমার গ্রামের চেয়ারম্যানের নাম কি হবে?- What will be the name of the Chairman of your village in future?

২০১২ সালে কেয়ার টেকার সরকারের প্রধান উপদেষ্টার নাম কি ছিল?- What was the name of the Chief Advisor of Caretaker govt. in 2012?

তোমার অফিসের পিয়নের নাম কি?- What is the name of the Peon of your office?

পাকিস্তান আমলে এদেশের প্রেসিডেন্টের নাম কি ছিল?- What was the name of the President of this country during Pakistan period?

তোমার ইংরেজী বইয়ের কভার পেজের রং কি ছিল?- What was the color of the cover page of your English book?  

ব্যক্তির ক্ষেত্রে কিছু জানতে চাইলে

তোমার বাবার কলমের নাম কি?- What is the name of your father’s pen?

তোমার বাবার কলমের রং কি ছিল?- What was the color of your father’s pen?

তোমার বাবার কলমের ওজন কত?- What is the weight of your father’s pen?

রহিমের বাবার কলমের নাম্বার কত ছিল?- What was the number of Rahim father’s pen?

রহিমের বাবার কলমের ওজন কত হবে?- What will be the weight of Rahim father’s pen?

তোমার ভাইয়ের মোবাইলের সাইজ কত ছিল?- What was the size of your brother’s mobile?

সাহিরের বাবার নতুন কম্পিউটারের ডিসপ্লে সাইজ কত হবে?- What will be the display size of sahir father’ new computer?

আশা করি বস্তুর ক্ষেত্রে (Single), বস্তুর ক্ষেত্রে (Double) এবং ব্যক্তির ক্ষেত্রে কিভাবে প্রশ্ন করবেন তা শিখেত পারছেন। কিন্ত গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশের এই পর্বে কিভাবে নাম, রং, সাইজ, মূল্য, ওজন, নাম্বার ইত্যাদি প্রশ্নের উত্তর দিবেন তা নিচে আলোচনা করা হলো। ধৈর্যসহকাবে পড়ুন ইনশাআল্লাহ উপকৃত হবেন। মূলত চেষ্টা করেছি একটা Structure এর সাহায্যে কিভাবে স্পোকেন ইংলিশ বাংলা টু ইংরেজি অতি সহজে বলা যায়।

বস্তুর ক্ষেত্রে (Single) কিছু বলতে/প্রশ্নের উত্তর দিতে চাইলে

স্পোকেন ইংলিশ
স্পোকেন ইংলিশ

নিচে নাম, রং, সাইজ, মূল্য, ওজন, নাম্বার এর প্রত্যেটির তিনটি করে উদাহরণ দেওয়া হয়েছে। এবং Bold Marked করা ৩ টি নেগেটিভ উদাহরণ দেওয়া হয়েছে। আপনি প্রত্যেটির নেগেটিভ করে (not- বসিয়ে) অনুশীলন করুন এবং উপরের টেবিল লক্ষ্য করে নতুন শব্দ ব্যবহার করে নতুন নতুন বাক্য তৈরি করুন। আপনি আপনার বাচ্চাদের স্পোকেন ইংলিশ বইয়ের মত করে তাদের ছোট ছোট বাক্য শেখাতে পারেন।

আমার কলমের নাম মেটাডোর।– The name of my pen is matador.

আমার কলমের নাম মেটাডোর নয় ।– The name of my pen is not matador.

আমার কলমের নাম ছিল ইকোনো।– The name of my pen was econo.

আমার কলমের নাম ইকোনো ছিল না।– The name of my pen was not econo.

তোমার কলমের নাম হবে পিনপয়েন্ট।– The name of your pen will be pinpoint.

তোমার কলমের নাম পিনপয়েন্ট হবে না।– The name of your pen will not be pinpoint.

আমার মোবাইলের রং সাদা।– The color of my mobile is white.

আমার মোবাইলের রং ছিল কালো।– The color of my mobile was black.

আমার মোবাইলের রং হবে হলুদ।– The color of my mobile will be yeallow.

তোমার চশমার সাইজ তিন ইঞ্চি।– The size of your spectacles is three inches.  

আমার চশমার সাইজ ছিল ৬ ইঞ্চি।– The size of my spectacles was six inches.

তোমার চশমার সাইজ হবে পাঁচ ইঞ্চি।– The size of your spectacles will be five inches.

বর্তমানে আমার কলমের মূল্য ১০ টাকা।– The price of my pen is 10 taka at present.

আমার কলমের মূল্য ছিল ৫ টাকা।– The price of my pen was 5 taka.

ভবিষ্যতে আমার কলমের মূল্য হবে ৫০ টাকা।– The price of my pen will be 50 taka in future.

আমার কলমের ওজন ২ গ্রাম।– The weight of my pen is 2 gms.

আমার স্পোকেন ইংলিশ বইয়ের ওজন ১০০ গ্রাম।- The weight of my Spoken English book is 100 gms.

আমার স্পোকেন ইংলিশ বইয়ের ওজন ছিল ১০০ গ্রাম।- The weight of my Spoken English book was 100 gms.

আমার স্পোকেন ইংলিশ বইয়ের ওজন হবে ১০০ গ্রাম।- The weight of my Spoken English book was 100 gms.

আমার কলমের ওজন ছিল ৩ গ্রাম।– The weight of my pen was 3 gms.

আমার কলমের ওজন হবে ৫ গ্রাম।– The weight of my pen will be 5 gms.

তোমার কলমের নাম্বার ১০১০।– The number of your pen is 1010.

তোমার কলমের নাম্বার ছিল ১০১।– The number of your pen was 101.

তোমার কলমের নাম্বার হবে ২০২০।- The number of your pen will be 2020.

আমার স্পোকেন ইংলিশ বইয়ের মূল্য ১০০ টাকা।- The price of my Spoken English book is 100 taka.

বস্তুর ক্ষেত্রে (Double) কিছু বলতে/প্রশ্নের উত্তর দিতে চাইলে

আমার দেশের প্রধান মন্ত্রীর নাম শেখ হাসিনা।– The name of the Prime Minister of my country is Sheikh Hasina.

স্পোকেন ইংলিশ
স্পোকেন ইংলিশ

আমেরিকার প্রেসিডেন্টের নাম ছিল বিল ক্লিনটন।– The name of the President of America was Bil Clinton.

আমার অফিসের বসের নাম হবে মিঃ রহিম।– The name of Boss of my office will be Mr. Rahim.

বিশ্বের সবচেয়ে বড় জাহাজের নাম টাইটনিক।– The name of the Largest ship of the World is Titonic.

আমার বাড়ির সম্পূর্ণ জমির মূল্য ৬ লাখ টাকা।– The price of the total land of my house is 6 lac taka.

আমার বাড়ির ড্রয়িং রুমের সাইজ হবে ১৫ স্কয়ার ফিট।– The size of the Drawing room of my house will be 15 square feet.

এই স্পোকেন ইংলিশ নিয়ম অনুসরন করে আপনি হাজার হাজার শব্দ তৈরি করতে পারবেন। নেগেটিভ শব্দ তৈরির জন্য (not) ব্যবহার করুন।

ব্যক্তির ক্ষেত্রে কিছু বলতে/প্রশ্নের উত্তর দিতে চাইলে

আমার বাবার কলমের নাম ইকোনো।– The name of my father’s pen is econo.

আমার বাবার কলমের নাম ইকোনো নয়।– The name of my father’s pen is not econo.

আমার বাবার কলমের রং ছিল সাদা।– The color of my father’s pen was white.

তোমার বাবার কলমের সাইজ হবে তিন ইঞ্চি।– The size of my father’s pen will be 3 inches.

আমার বাবার চশমার ওজন ৫ গ্রাম।– The weight of my father’s spectacles is 5 gms.

গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশের এই আর্টিকেলে আমি চেষ্ট করেছি গুরুত্বপূর্ণ Structure সাথে বেশ কিছু উদাহরণ দিয়েছি। Structure অনুসরণ করে নতুন নতুন শব্দ তৈরি করুন।

শেষ কথা

আশা করছি সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশ এর গুরুত্ব, Structure এবং বেশ কিছু উদাহরণ সম্পর্কে ধারণা পেয়েছেন। এই ফ্রি ইংলিশ স্পোকেন কোর্স যা আপনার ইংরেজিতে কথা বলার জন্য অতিপ্রয়োজন। এছাড়াও আপনি অনলাইনে পেতে পারেন ইংলিশ স্পিকিং কোর্স বই pdf কিন্তু আমাদের এই নিয়ম follow করলে সহজে ইংরজি শিখতে পারবেন। আপনার যদি মোটামোটি ধারনা থাকে তাহলে Learn English/British Council দেখতে পারেন।

আপনার যদি কোন কিছু জানার বা মতামত থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথেই থাকুন এবং পড়তে থাকুন গুরুত্বপূর্ণ শিক্ষণীয় আর্টিকেলগুলো। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *