সিম্ফনি মোবাইল

কেন সিম্ফনি মোবাইল (Symphony Mobile) কিনবেন?

যখন একাধিক ক্যামেরা হাই রেজুলেশন ডিসপ্লে মোবাইল কিনতে চাই কিন্তু বাজেট কম তখনই সিম্ফোনি মোবাইলের কথা মাথায় আসে। কারন সিম্ফোনি ব্যান্ড দিচ্ছে অবিশ্বাস দামে বেষ্ট কোয়ালিটির মোবাইল ফোন। আপনি যদি ফোনের কোয়ালিটি এবং দামের কথা চিন্তা করেন তাহলে সিম্ফোনি আপনার জন্য।

আপনি কি কম দামে ভাল মোবাইল খোজছেন? সিম্ফনি মোবাইল নতুন মডেল- Symphony Z40, Symphony Z35, Symphony Z33, Symphony Z30 এই সুপার সিম্ফনি 4G মোবাইল/স্মার্টফোন মডেল গুলো বাজরে নতুন এসেছে। আপনি চাইলে নিশন্দেহে নিতে পারেন।

আপনি কি জানেন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়? উপরে উল্লেখিত মোবাইল ফোনগুলো দিয়ে ফ্রিল্যান্সিং, ব্লগিং, আর্টিকেল রাইটিং। এমনকি WordPress ওয়েবসাইটও সেটআপ এবং মেইনটেন্ট করতে পারবেন।

কেন সিম্ফনি মোবাইল সবার শীর্ষে

সিম্ফনি মোবাইল ২০০৮ সালে তার যাত্রা শুরু করে এসবিটেল নামে তখন বাজারে খুব কমই অন্য কোন স্থানীয় মোবাইল ব্যান্ড ছিল। মানুষের দৃঢ় যোগাযোগের চাহিদা ব্র্যান্ডটিকে প্রাথমিকভাবে সিম্ফনি বাটন ফোন দিয়ে বাজারে পা রাখে। মানুষের ভালবাসায় সিম্ফনি সময়ের সাথে প্রযুক্তির উন্নয়ন ঘটায়।

সিম্ফনি মোবাইল
সিম্ফনি মোবাইল

পরবর্তীতে ২০১২ সালে সিম্ফনি ব্যান্ড নামে স্মার্টফোন বাজারে আসে। এটি দেশের জনসংখ্যার দ্বারা ব্যাপকভাবে সাড়া বা আলোড়ন তৈরি করেছিল। প্রকৃতপক্ষে সিম্ফনি মোবাইল ব্যার্ড বিশাল পরিশরে লক্ষ লক্ষ বাঙ্গালী ব্যবহারকারীকে স্মার্ট ফোন ব্যবহারের প্রথম স্বাদ দিয়েছিল।

এই ডিজিটালাইজ বা অগ্রগতি দেশের অভ্যন্তরে ও বাইরে সামাজিক নেটওয়ার্কিং, শিক্ষা ক্ষেত্রে, ব্যবসা-বাণিজ্য এবং বিনোদনে ব্যাপক পরিবর্তন এনেছে।

‘নম্বর 1 হ্যান্ডসেট ব্র্যান্ড’ সিম্ফনি মোবাইল

এই প্রতিষ্ঠানটি মাত্র দুই বছরের মধ্যে বাজারে সিম্ফনি ব্যান্ড নামে শীর্ষস্থান অর্জন করে। এবং ২০১১ সাল থেকে, ব্র্যান্ডটি আজ পর্যন্ত বাংলাদেশে ‘নম্বর 1 হ্যান্ডসেট ব্র্যান্ড’ হওয়ার খেতাব ধরে রেখেছে। লক্ষ্য করলে দেখা যায় মাত্র কয়েক বছর আগেও মোবাইল ফোন শিল্প বেশিরভাগই চালিত ছিল নোকিয়া এবং আরও বেশ কিছু আন্তর্জাতিক ব্যান্ড। এমনকি অবৈধভাবে আমদানি করা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের একটি বিশাল অংশও বাংলাদেশে জায়গা করে নিয়েছিল।

কিন্তু সিম্ফোনি বাজারে আসার পর সেই অসাধু ব্যবসায়িদের ঠাই হয়নাই। Edison Group এর Symphony Mobile দিয়ে শুরু হয় বাংলাদেশে এক বৈধ মোবাইল ফোনের রাজত্ব। সিম্ফোনি মোবাইল এদেশের সাধারন মানুষের মন জয় করেই বার বার ‘নম্বর 1 হ্যান্ডসেট ব্র্যান্ড’ হয়ে আসছে; মানুষের ভালবাসায় বর্তমানে সিম্ফনি 4G মোবাইল বাজারে এসেছে।

প্রতিযোগিতামূলক এই বাংলাদেশের বাজারে সিম্ফনি ফোন কোয়ালিটি, অত্যাধুনিক প্রযুক্তি, মূল্য নির্ধারণ, সিম্ফনি মোবাইল দাম, গ্রাহকের চাহিদার উপর মূল্যায়ন উপর গুরুত্ব দেয়। এবং সিম্ফনি মোবাইল ১৭,০০০ টিরও বেশি আউটলেটের সারা দেশব্যাপী স্থাপন করছেন যা সিম্ফনির সাফল্যের পিছনে বিশাল অবদান রাখছে। এই মুহুর্তে সিম্ফনি মোবাইল ব্র্যান্ডটি দেশের মোট মার্কেট শেয়ারের ২৯% এবং স্মার্টফোন মার্কেট শেয়ারের ২৩% দখল করে।

কম দামে ভাল কোয়ালিটির স্মার্টফোন এবং সল্পমূল্যে সর্বশেষ প্রযুক্তিগত অফার করছে। সিম্ফনি সাধারণত তরুণদের এবং উচ্চাকাঙ্ক্ষী যুবকদের দিকে চিন্তাবাভনা করে তৈরি করে মানসম্পর্ণ ফোন। বর্তমানে Symphony এর ফলে সাধারণ মানুষের স্থানীয় ব্র্যান্ড হিসেবে নিজেকে অনন্যভাবে স্থান দিয়েছে। এটা দৃঢ়ভাবে বলা যায় যে, এমন একটি বৈশিষ্ট্য যা আন্তর্জাতিক প্রতিযোগীরাও এখন পর্যন্ত পারে নাই।

নতুন সম্ভাবনার দিকে সিম্ফনি

সিম্ফনি মোবাইল
সিম্ফনি মোবাইল

সিম্ফনি একটি বাংলাদেশীও মোবাইল ব্যান্ড- এতে কারো কি কোন কনফিউশন আছে? সিম্ফনির বর্তমানে তার প্রথম অ্যাসেম্বলিং ফ্যাক্টরি রয়েছে, আশুলিয়ায় একটি ৫৭,০০০ বর্গফুট স্থাপনা, যা ইতিমধ্যেই চালু রয়েছে। খুব সম্প্রতি, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ দ্বিতীয় প্ল্যান্ট স্থাপনের জন্য গাজীপুরে আরও ছয় একর জমি বরাদ্দ করে সিম্ফনিকে সুবিধা দিয়েছে।

ই-স্টোর সিম্ফনি

সিম্ফনি মানের সাথে ডিজিটাল বাজারজাত নিশ্চিত করে। ক্রেতার সুবিধার জন্য সিম্ফনি ই-স্টোর প্রতিষ্ঠা করেছে যে কেই চাইলে সেখান থেকে পন্য অনলাইনে অর্ডার করে ক্রয় করতে পারবেন।

সিম্ফনি মোবাইল
সিম্ফনি মোবাইল

অনলাইনে সিম্ফনি মোবাইল ক্রয় করলে আপনিও পেতে পারেন অবিশ্বাস মূল্য ছাড়। দেরি না করে এখনই চেক করুন আপনার অফার order.symphony-mobile.com -এ।

গ্রাহক সেবা

সিম্ফনি বাংলাদেশ ও চীন উভয় দেশেই নিবেদিতপ্রাণ।আমাদের সিম্ফনি প্রযুক্তি বিশেষজ্ঞদের মাধ্যমে মানসম্পন্ন পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সিম্ফনি তার দেশব্যাপী কাস্টমার কেয়ার সেন্টার এবং ৩২টি কালেকশন পয়েন্টের স্থাপন করেছে। এটি মোবাইল শিল্পের সবচেয়ে বিস্তৃত বিক্রয়োত্তর পরিষেবা নেটওয়ার্ক, যা সার্বক্ষণিক পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত থাকে।

Edison Group কর্তৃক সিস্ফনি মোবাইল কোম্পানি তাদের গ্রাহক সেবা ১০০% নিশ্চিত করার জন্য সারা বাংলাদেশে বর্তমানে ৬৫ টি Customer Care স্থাপন করেছে।

Symphony Z35-কম দামে ভাল মোবাইল

ডিজিটাল মার্কেটিং করে হাজার হাজার ডলার ইনকাম

সহজে ইংরেজি শিখুন

শেষ কথা

আসলে সিম্ফনি ব্যান্ডের গুণাবলীর কথা বলে শেষ করা যাবে না। এই আর্টিকেলের মাধ্যমে চেষ্ট করেছি কিছু কথা যেগুলো না বলেই নয়। সিম্ফনি একটি সহজ  অ্যান্ড্রয়েড অপারেটিং ‍সিস্টেমের স্মার্টফোন যাতে করে সবাই ব্যবহার করতে পারে।

স্মার্টফোন মানেই কিছু বাড়তি ফিচারস যা পাবেন সিম্ফনি মোবাইলে। আপনার যদি কোন মতামত থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পাবেন। ধন্যবাদ, মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *