Tense Bangla to English

Tense Bangla to English

Verb কে ভালো করে বুঝতে হলে tense bangla to english কে অবশ্যই বুঝতে হবে কারণ আমরা কোন সময়ে বা কখন কাজ করছি, তার উপর নির্ভর করে verb এর আকার-আকৃতি বা ব্যবহার নির্ধারিত হয়।

Tense বলতে সাধারণত ক্রিয়ার কালকে বোঝায়। কোন সময়ে এবং কখন কাজটি সম্পাদিত হচ্ছে, এই ধারণাটিই বাক্যের Tense. Tense এর ১২ টি tense এর গঠন সম্পর্কে জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ৃন।

Tense মূলত তিন প্রকার :

১) Present Tense (বর্তমান কাল, অর্থাৎ বর্তমান সময়ে যা হচ্ছে এবং হয়।
২) Past Tense (অতীত কাল, অর্থাৎ যেটা আগে হয়েছে, হয়েছিল বা হতো।
৩) Future Tense (ভবিষ্যত কাল, অর্থাৎ যা ভবিষ্যতে হবে বা হতে পারে।

এই তিনটি tense এর আবার ৪ টি ভাগ রয়েছে:

১) Indefinite Tense
২) Continuous Tense
৩) Perfect Tense
8) Perfect Continuous Tense

আমরা এভাবে ১২ টা combination পাই:

Present Indefinite TensePast Indefinite TenseFuture Indefinite Tense
Present Continuous TensePast Continuous TenseFuture Continuous Tense
Present Perfect TensePast Perfect TensePresent Perfect Continuous Tense
Past Perfect Continuous TenseFuture Perfect TenseFuture Perfect Continuous Tense

Tenses – Indefinite Tenses

Present Indefinite tense বলতে বোঝায় যেই কাজটি প্রায়শই হয়ে থাকে বা নিয়মিত হয় অথবা সাধারণত হয়।

Present Indefinite Tense

Present Indefinite Tense মূলত কোন কিছুর permanent অবস্থা বোঝায়। Present Indefinite Tense এর ব্যবহার কয়েকটি প্রেক্ষাপটে বোঝার চেষ্টা করি: প্রায়শই হয়ে থাকে –

Tense Bangla to English
Tense Bangla to English

Present indefinite tense চেনার উপায় সম্পর্কে জানুন-

I play football. He dances.
They play basketball.
They eat rice.

উপরের tense bangla to english বাক্যগুলোতে আমরা প্রতিদিনের একটি অভ্যাস।  অথবা Present indefinite tense এর উদাহরণ নিত্যদিন করা হয় এমন একটি কাজ বিশ্লেষণ করছি এবং একেই বলে Present indefinite tense.

Tense শেখার সহজ উপায় pdf

Tense Bangla example Permanent অবস্থা –
He is a good boy.
Dhaka is the capital of Bangladesh. This is a risky place.

উপরের বাক্যগুলোতে আমরা প্রত্যেকটি জায়গা, ব্যক্তি বা বস্তুর বর্তমান অবস্থা বা অবস্থান বুঝতে পারছি। অর্থাৎ, একটি permanent অথবা semi-permanent state প্রকাশ হচ্ছে বাক্যের দ্বারা।
Present Indefinite Tense এর বিভিন্ন বাক্যের গঠন :

I play basketball.
We play basketball.
You play basketball

He plays basketball (Third Person Singular number এর ক্ষেত্রে verb এর সাথে “s” বা “es” যোগ হবে।
বিঃদ্র: সাধারণত যেই শব্দগুলো “s” বা “h” দিয়ে শেষ হয় তাদের সাথে “es” যোগ হয়। যেমন: crunches, scratches, passes ইত্যাদি।

ফ্রি টাকা ইনকাম করার সহজ উপায় (ডেইলি ৫০০+ টাকা ইনকাম)

Past Indefinite Tense:

কোন একটি কাজ হয়েছিল বা কোন একটি কাজ হত – এই অর্থে যেই বাক্য গঠিত হয় তাকে Past Indefinite tense বলা হয়। এখানে লক্ষ্য করতে হবে যে, কোন কাজ কতক্ষণ ধরে হচ্ছিল বোঝানো হচ্ছে না বা কোন একটা সময় হচ্ছিল সেটাও বোঝাচ্ছে না। এখানে Person এবং নাম্বারের ভিত্তিতে verb পরিবর্তিত হবে না।

Past Indefinite Tense এর বিভিন্ন বাক্যের গঠন  ও Past indefinite tense এর উদাহরণ নিচে দেখুন:
Ronaldo played football.
We played football. You played football. They played football He played football.

এখানে tense bangla to english এ আমরা লক্ষ্য করতে পারি যে প্রতিটি person এবং number এর ক্ষেত্রে “played” verb টি পরিবর্তিত হচ্ছে না, অর্থাৎ বাক্যে verb এর রূপ বদলাচ্ছে না । আমাদের শুধুমাত্র verb এর simple past form ব্যবহার করতে হচ্ছে। Do you need Tense বাংলা pdf?

Future Indefinite Tense:

Future Indefinite Tense বলতে বোঝায় এমন একটি ঘটনা যা ভবিষ্যতে হবে বা ঘটবে
Future Indefinite Tense এর বিভিন্ন বাক্যের গঠন :
I will go there.
She will go there
They will go there

আমরা আবারও লক্ষ্য করতে পারি যে প্রতিটি person এবং number এর ক্ষেত্রে “will ” verb টি পরিবর্তিত হচ্ছে না, অর্থাৎ বাক্যে verb এর রূপ বদলাচ্ছে না । আমাদের শুধুমাত্র verb এর simple future form ব্যবহার করতে হচ্ছে।

বিঃদ্র: একসময় এর “I”, “We” এর ক্ষেত্রে “shall” ব্যবহার করা হত। এখন shall এর ব্যবহার উঠে গিয়েছে এবং shall এর বদলে আমরা “will” ব্যবহার করে থাকি৷

Noun কাকে বলে? কত প্রকার ও কি কি?

Tenses – Continuous Tenses

Continuous Tense বলতে বোঝায় কোন একটি কাজ অনবরত হচ্ছে। Continuous tense = verb + ing.

Present Continuous Tense

বর্তমান সময়ে কোন কাজ হচ্ছে বা চলছে বোঝাতে Present Continuous Tense ব্যবহৃত হয়। যেমন:
I am playing basketball. -আমি বাস্কেটবল খেলছি।
We are playing basketball. -আমরা বাস্কেটবল খেলছি।

Tense Bangla to English
Tense Bangla to English

এখানে লক্ষ্য করতে পারি যে, বাক্যের “person” এবং “number” এর উপর নির্ভর করে verb এর রূপ পরিবর্তন হচ্ছে। “I” first person singular number বলে আমরা “am” ব্যবহার করেছি এবং “we” first person plural number বলে আমরা “are” Verb টি ব্যবহার করেছি।

বি : দ্র : Present continuous tense- এ যেকোনো person এর plural number এর ক্ষেত্রে সবসময় “are” ব্যবহৃত হবে।

যেমন: They are playing basketball.  3rd person plural
You all are playing basketball.  2nd person plural

Past Continuous Tense

অতীতে কোন একটি কাজ হচ্ছিল বোঝাতে Past continuous tense
ব্যবহৃত হয়। যেমন :

I was playing basketball -আমি বাস্কেটবল খেলছিলাম ৷
We were playing basketball. -আমরা বাস্কেটবল খেলছিলাম।

বি:দ্র: Past continuous tense- এ subject যদি plural হয়, আমরা were ব্যবহার করব এবং singular হলে was ব্যবহার করব.

Future Continuous Tense

ভবিষ্যতে কোন কাজ হতে থাকবে বোঝাতে আমরা Future Continuous Tense ব্যবহার করে থাকি। যেমন:

I will be playing basketball. We will be playing basketball. You will be playing.
They will be playing basketball.
She will be playing basketball

বি:দ্র: Future continuous tense- এ Number এবং Person
ভেদে verb পরিবর্তন হয় না ।

Tenses – Perfect Tenses

Present Perfect Tense

সম্প্রতি শেষ হওয়া কোন কাজ বোঝাতে Present Perfect Tense ব্যবহৃত হয়। আমরা যখন করেছি, খেয়েছি, গিয়েছি বাংলায় বলি, ইংরেজিতে তা Present perfect tense বোঝায়। যেমন:

I have finished my homework. -আমি আমার Homework শেষ করেছি।
You have walked – তুমি হেঁটেছো
He has played – সে খেলেছে।
Present Perfect এর structure- এর ক্ষেত্রে লক্ষ্য করা যায় :
– Subject অনুযায়ী has / have আসে।
-Verb এর past participle form ব্যবহৃত হয়।
Rule: Subject + {has/have} + [verb in past participle]

Past Perfect Tense

অতীতে যদি দুইটি ঘটনা ঘটে থাকে, তাহলে যেই ঘটনাটি আগে ঘটেছে তাকে বোঝাতে Past Perfect tense ব্যবহার করি। আর যেই ঘটনাটি পরে ঘটেছে তা বোঝাতে Past Indefinite tense ব্যবহার করে থাকি। যেমন :

(আগে ঘটে যাওয়া কাজ)      (পরে ঘটেছে যেই কাজ)
I had completed my homework before mom came. -মা আসার আগেই আমি আমার homework শেষ করেছিলাম ।

Past Perfect Tense-এর ক্ষেত্রে কোন ঘটনাটি আগে ঘটেছে তার উপর নির্ভর করবে। Past Perfect মানেই আমাদের “had” ব্যবহার করতে হবে৷ যেমন :

I had completed the work.
John had visited India.
Future Perfect Tense

ইংরেজি কথোপকথনে Future Perfect Tense সাধারণত খুব বেশি ব্যবহৃত হয় না। কোন একটি কাজ ভবিষ্যতে সম্পাদিত হয়ে থাকবে বোঝাতে আমরা Future Perfect Tense ব্যবহার করে থাকি। যেমন:

I will have completed my homework. -আমি homework – টি শেষ করে থাকব।

বি:দ্র: Future Perfect Tense-এর একটি সময়ের কথা উল্লেখ থাকতেও পারে আবার নাও থাকতে পারে।
কিন্তু সময়ের কথা উল্লেখ করলে বাক্যের কাঠামো হবে :

Use of “within”:

অর্থাৎ ভবিষ্যতে কোন একটি সময়ের মধ্যে একটা কাজ করা হবে এমন যদি বোঝায় তাহলে সময়ের ব্যাপ্তি বা duration বোঝায় i e, ১০ মিনিট, আধা ঘণ্টা, ছয় বছর ইত্যাদি তাহলে আমরা within ব্যবহার করব। যেমন:

আমি ৩ ঘণ্টার মধ্যে homework শেষ করবো।
I will have finished my homework within 3 hours.

Use of “by”:

যদি সময়ের কোন একটি point বোঝানো হয় ie, সন্ধ্যা ৬ টা, বুধবার, ২০২৫ সাল সেই ক্ষেত্রে আমরা “by” ব্যবহার করব৷ যেমন:

আমি সন্ধ্যা ৬ টার মধ্যে আমার homework শেষ করব।
I will have finished my homework by 6 o’clock in the evening.

Tense Bangla to English – Perfect Continuous Tenses

Tense Bangla to English
Tense Bangla to English

Present Perfect Continuous

কোন একটি নির্ধারিত সময় ধরে কাজ করে আসা বা একটি নির্ধারিত সময় ধরে কাজটি শেষ করে আসছি এবং কাজটি এখনো শেষ হয়নি বোঝাতে আমরা Present Perfect Continuous Tense ব্যবহার করে থাকি। যেমন:

I have been playing basketball for three hours. -আমি ৩ ঘণ্টা ধরে বাস্কেটবল খেলছি।

Sentence Structure:

Subject + {has/have} + been + [verb+ing]…
Hehasbeenplaying.
Theyhavebeenplaying.

বি:দ্র: শুধুমাত্র  Third Person Singular number (he,she) এর সাথে
আমরা has ব্যবহার করব।

Use of for:

যদি সময়ের ব্যপ্তি বোঝায়, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় ধরে খেলছি অথবা কাজ করছি তখন আমরা for ব্যবহার করবো। যেমন:

They have been cooking for 4 hours. -তারা ৪ ঘণ্টা ধরে রান্না করছে।
He has been looking for a job for a year. -সে এক বছর ধরে কাজ খুঁজছে।

Use of since :

Tense bangla to english এই আর্টিকেলে সময়ের কোন একটা point বোঝালে বা নির্দিষ্ট সময় থেকে কাজ শুরু হচ্ছে বোঝাতে আমরা “since” ব্যবহার করে থাকি৷ যেমন :

I have been playing basketball since Monday. – আমি সোমবার থেকে বাস্কেটবল খেলছি।
কিন্তু যদি আমরা বলতে চাই যে আমি গত সোমবার অর্থাৎ আগের সপ্তাহের সোমবার থেকে বাস্কেটবল খেলছি বা কাজ করছি তাহলে বলব –
I have been playing basketball since Monday last. বাংলায় গত সোমবার বললেও ইংরেজিতে “Last Monday” না বলে আমরা বলি “Monday last”। For Water Slides

Past Perfect Continuous

অতীতে দুইটি ঘটনার মধ্যে যদি একটা ঘটনা হচ্ছিল এবং তারপর আরেকটি
ঘটনা হয়েছিল বোঝায়, তাহলে আমাদের Past Perfect Continuous tense ব্যবহার করতে হবে। যেমন:

I had been walking for three hours before I broke my leg. -আমি তিন ঘণ্টা ধরে হাঁটছিলাম তারপর আমার পা ভেঙ্গে গেল।

যেই ঘটনাটি আগে ঘটেছে, তা Past Perfect Continuous রূপে থাকবে, যেমন এখানে। had been walking অর্থাৎ আমি যখন হাঁটছিলাম। (কাজটি হচ্ছিল)। আর যেই কাজটি পরে সম্পাদিত হবে তা Past Indefinite রূপে থাকবে। যেমন: । broke (past indefinite) my leg.

Sentence Structure:

Subject + had+ been + [verb+ing]...
Hehadbeenplaying.
TheyhadbeenPlaying.

Future Perfect Continuous

Future Perfect Tense- এ ব্যবহৃত বাক্য খুব কম লক্ষ্য করা যায়।
This March, I will have been working here for three years. – এই মার্চে, আমি এই প্রতিষ্ঠানে ৩ বছর ধরে কাজ করে থাকব।

এই বাক্যটিতে বোঝানো হচ্ছে যে এই মার্চে আমার এই প্রতিষ্ঠানে ৩ বছর পূর্ণ হবে এবং ৩ বছর ধরে কাজ করতে থাকব৷

আর্টিকেলটি পড়ে আশা করি ১২ টি tense এর গঠন pdf সম্পর্কে একটি পূণাঙ্গ ধারনা পেয়েছেন। এই ধরনের শিক্ষামূলক আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *