গুগল কিভাবে কাজ করে

গুগল কি ? গুগল কিভাবে কাজ করে ? (বিস্তারিত দেখুন)

গুগল কিভাবে কাজ করে : ধরেন আপনি একটি মোবাইল কিনবেন, আপনার মনে প্রশ্ন আসলো বর্তমানে 10000 টাকার মধ্যে সবথেকে ভালো ফোন কোনটা?যাদের মোবাইল ফোনের দোকান আছে এবং যারা মোবাইল ফোন সম্পর্কে যথেষ্ট ভালো জানে তাদেরকে বললে হয়তো তারা আপনাকে এই প্রশ্নটির উত্তর দিত।

কিন্তু আপনি মোবাইল ফোন সম্পর্কে জানা বিশেষজ্ঞদের খুঁজে পেতে এবং তাদের সাথে কথা বলতে  আপনার অনেক বেশি সময় প্রয়োজন হতে পারে। কিন্তু আপনি মুহূর্তের মধ্যে এই প্রশ্নটির সঠিক এবং নির্ভরযোগ্য উত্তর পেতে পারেন গুগল থেকে।

এবং যারা এ বিষয়ে সম্পর্কে জানে তাদের কেউ যদি বলা হয় তারা অনেকেই বলে আপনি না পারলে গুগলে সার্চ করুন। তারমানে আপনি যা জানতে চান তার সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য  গুগলের কাছে  রয়েছে

বর্তমানে আমরা অন্যদের থেকে গুগোল কে বেশি বিশ্বাস করি। কারণ গুগোল সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য দিতে পারে। এবং গুগল পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর জানে।   

গুগল কি?

গুগোল হল একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন।  আমরা যখন ইন্টারনেটে কোন বিষয়ে জানার জন্য সার্চ করব সেই তথ্যগুলো সঠিক এবং নির্ভুলভাবে লিস্ট আকারে আমাদের কাছে উপস্থাপন করাই হচ্ছে গুগলের  কাজ

কিন্তু কিভাবে গুগল সমস্ত প্রশ্নের উত্তর জানে?

গুগল কিভাবে কাজ করে ? google.com নিজেও একটি ওয়েবসাইট। তার সত্বেও আমরা পৃথিবীর সমস্ত ওয়েবসাইটের তথ্য এই  গুগলে পেয়ে যাই। কারন গুগল ওয়েবসাইট বানানো হয়েছে পৃথিবীর সমস্ত সাইটের তথ্য সংরক্ষণ করার জন্য। আমাদের যখন যা প্রয়োজন তা যেন আমরা সহজেই খুঁজে পেতে পারি।

গুগল কিভাবে কাজ করে ?

গুগল কিভাবে কাজ করে : গুগলে কিছু সার্চ করলে গুগল আপনাকে ফলাফল দেখায়। কিন্তু এজন্য গুগলকে নিজে আগে ফলাফল বের করতে হয়। এই কাজটি করার জন্য গুগল সার্চ ইঞ্জিনে বিশেষ রোবট সফটওয়্যার রয়েছে। পৃথিবীর সব ওয়েবে ঘুরে বেড়ানো আর সবকিছু সংরক্ষণ করাটাই তাদের কাজ। সার্চ ইঞ্জিনের ভাষায় এদের “স্পাইডার” বলা হয়।

একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, সব ওয়েবসাইটের তথ্য গুগলের কাছে থাকে না। ধরুন যদি আজকে আমি একটি ওয়েবসাইট বানালাম। তবে এই ওয়েবসাইটের তথ্য গুগলের মধ্যে আসতে এক থেকে সাত দিন পর্যন্ত সময় লাগতে পারে। 

কারন গুগল তার অ্যালগরিদম রান করবে।   এবং পৃথিবীর মধ্যে যেত ওয়েবসাইট আছে তা ভিজিট করতে থাকবে।  এবং এই সমস্ত ওয়েবসাইটের ডাটা সংরক্ষণ করতে থাকবে। এবং এই প্রক্রিয়ার জন্য গুগলের একটু সময় লাগতে পারে। এর জন্য নতুন ওয়েবসাইটে গুগলের রেংকিং এ আসতে তিন থেকে চার এক সপ্তাহ সময় লাগতে পারে।

গুগল কিভাবে সার্চ ফলাফল দেখায়  ?

যখন আমরা কোনো কিছু সম্পর্কে গুগলে সার্চ দিব। গুগোল যে সমস্ত সাইটগুলোকে ক্রলিং করে রেখেছে। সেইসব সাইটে ডাটাগুলোকে এক জায়গায় স্টোর করে রেখেছে। এবং সেই সব 

সাইটগুলোকে যে ইনডেক্সে সাজিয়ে রেখেছে। সেই সাইটগুলি আমরা সিরিয়াল ভাবে দেখতে পাব। গুগল কিভাবে কাজ করে এর উত্তর হলো গুগোল এভাবে কাজ করে

যখন আপনি একটি নতুন পোস্ট প্রকাশ করবেন তখন গুগলবট আপনার ওয়েবসাইটে সেই পোষ্টের তথ্যটি সংগ্রহ করে রাখবে।  আপনি যখন একটি পুরাতন পোস্ট এডিট করে নতুন তথ্য বসাবেন, তখনো গুগলবট আপনার সেই পুরাতন আপডেট করে নতুন তথ্য বসাবে। 

গুগলের বট এই সফটওয়ারের কাজই হচ্ছে পৃথিবীর সমস্ত ওয়েবসাইটের তথ্য গুলো পরীক্ষা করে তা নিজের কাছে সংগ্রহ করে রাখা। এবং এই কাজটি অবশ্যই থেমে থাকবে না এবং প্রতিনিয়ত এটা চলতেই থাকবে। 

গুগোল কিভাবে রেংকিং সাজায় ?

যখন আপনি কোন বিষয়  সম্পর্কে গুগলে সার্চ করবেন, তখন দেখবেন গুগোল সেই তথ্যটি বিভিন্ন ওয়েবসাইটের লিস্ট আকারে সাজিয়ে রেখেছে। এখন আপনার প্রশ্ন হতে পারে গুগোল কিভাবে এই রেংকিং সাজায় ?

গুগল বট গুগল সার্চ রেংকিং লিস্ট করার জন্য অনেকগুলো বিষয় দেখে থাকে। এর মধ্যে প্রধান হল টাইটেল, মেটা ডেসক্রিপশন, কিওয়ার্ড, H হেডিং, ইমেজ ইত্যাদি ছাড়াও আর্টিকেলটি কত বড় ইত্যাদি এছাড়াও আরো অনেক কিছু। তবে এগুলোই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।

আপনার সাইটটি যদি গুগোল ফাস্ট পেজ রেংক করাতে চান, তাহলে গুগোল  বটকে বুঝাতে হবে এই পেজটি অন্যান্য পেজগুলো তুলনায় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং এখানে নির্ভরযোগ্য তথ্য রয়েছে।

আপনি যদি আপনার ওয়েবসাইটের পোস্টগুলি গুগল রেংকিং করাতে চান, তাহলে গুগল রেংকিং করানোর যে টিপস গুলো রয়েছে সেগুলো ফলো করে আপনার পেইজটি সম্পুর্ন এসইও ফ্রেন্ডলি করতে হবে। 

এবং গুগলকে বুঝাতে হবে আপনার পেজটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য রয়েছে। এবং গুগল রিঙ্কি করা সবগুলো step-2 ফলো করে হানডেট পারসেন এসইও ফ্রেন্ডলি করেন তাহলে আপনার পেজটি অবশ্যই নির্দিষ্ট একটি কিওয়ার্ডে গুগোল ফাস্ট পেজে রেংকিং করবে।

মেটা ট্যাগস

গুগল কিভাবে কাজ করে: HTML ট্যাগ এর কথা নিশ্চয়ই শুনেছেন। মেটা ট্যাগস হচ্ছে  HTML  ট্যাগ এর <H1> <H1/> থেকে <H6><H6/>  এর ট্যাগ গুলো।   অর্থাৎ  মেটা ট্যাগ গুলো কোন একটি পেজের কি রয়েছে এবং কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এগুলোর নির্দেশ করে।

যখন আমরা কোন একটি বিষয় সম্পর্কে আর্টিকেল লিখি।  তখন সেই বিষয়ের বিভিন্ন হেডিং ব্যবহার করি আমরা এই H1থেকে H6 গুলো দিয়ে।  অর্থাৎ কোন একটি বিষয় এর হেডিং গুলো দিয়ে গুগল বুঝতে পারে আপনি সেই আর্টিকেলে কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

গুগোল  বটের কাছে আপনার সম্পূর্ণ পেজ পড়ার মত সময় নেই এবং অবশ্যই রেংকিং করার জন্য আপনার আর্টিকেল এর সমস্ত কিন্তু পরবেনা। গুগলবট কখনোই আপনার আর্টিকেল এর সমস্ত কিছু  পড়বে না।

আপনার পেইজ টি গুরুত্বপূর্ণ নির্ধারণ করে আপনার আর্টিকেল এর হেডিং এর ওপর। এছাড়াও কোন বিষয়ে রেংকিং করার জন্য সেই বিষয়টি সমস্ত জায়গায় আছে কিনা তা গুগোল ভালোভাবে পরীক্ষা করে। 

গুগোল ইন্ডেক্স

গুগল কিভাবে কাজ করে ? আগেই জেনেছেন গুগোল স্পাইডার পৃথিবীর সমস্ত ওয়েবসাইটগুলো থেকে তথ্য সংরক্ষণ করে সেগুলো লিস্ট আকারে রেখে দেই। যত পৃথিবীতে লক্ষ লক্ষ ওয়েবসাইটে প্রতিনিয়ত তথ্য প্রকাশ এবং আপডেট করে থাকে সুতরাং স্পাইডার প্রতিনিয়ত এই কাজ করতেই থাকে। 

আপনি যখন কোনো একটি নতুন আর্টিকেল প্রকাশ করবেন, দেখবেন তখন সে আর্টিকেলটি গুগলে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিচের চিত্রটি দেখুন, আমি একটি নতুন আর্টিকেল প্রকাশ করেছি। তবে এটির URL এখনই গুগোল এ পাওয়া যাচ্ছে না।

 তার মানে এই পেইজটি এখনো গুগল স্পাইডার  ক্রলিং করি নাই। সুতরাং এ কারণে এই পেজটি এখনও  ইন্টারনেটে পাওয়া যাচ্ছে না।

 গুগল কিভাবে কাজ করে

 যখন কোন একটি পেজ গুগোল ক্রলিং করে তখন সেই পেজটি ইন্ডেক্স হয়ে যায়। যখন একটি পেজ গুগলে ইনডেক্স হয়ে যায় তখন সেই পেজটি ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়।  উপরে চিত্রটিতে  যে পেজটিকে দেখানো হয়েছে সেটি এখনও ক্রলিং  করে নাই তাই সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। 

এবং নিচের চিত্রটি দেখুন। নিচের চিত্রটি দেখতে পাচ্ছেন আমি একটি পুরাতন পেজ সার্চ দিয়েছি এবং সেটা ইন্টারনেটের দেখাচ্ছে। তারমানে নিচের পেজটি গুগলের কাছে রয়েছে তাই সেটা ইন্টারনেটে দেখা যাচ্ছে। 

ওয়েবসাইটের পোস্ট গুগল ইনডেক্স সমস্যার সমাধান

Robotics Technology বিস্তারিত বাংলায়

যখন একটি পেজ গুগল ইন্টারনেটে খুঁজে পাওয়া যায় তখন আপনি ভেবে নেবেন সেই পেজটি গুগোল ইন্ডেক্স করেছে।  সুতরাং এই খুঁজে পাওয়ার প্রক্রিয়াকে বলা হয় গুগোল ইনডেক্সিং। গুগল কিভাবে কাজ করে,  এ প্রশ্নের জবাবে পর্ব গুগোল এভাবেই কাজ করে। 

 গুগল কিভাবে কাজ করে

 উপসংহার

গুগোল কি এবং গুগল কিভাবে কাজ করে ইত্যাদি সম্পর্কে আপনাদের সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন গুগল কিভাবে কাজ করে।  এবং এই আর্টিকেলের সম্পর্কে আরও অনেক খুঁটিনাটি বিষয়ে আলোচনা করেছি।  

গুগোল কিভাবে কাজ করে ইত্যাদি সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন বা কোনো পরামর্শ থাকে,  তাহলে অবশ্যই এই আর্টিকেলের নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমি সবগুলো কমেন্ট পড়বো এবং গুগল কিভাবে কাজ করে এর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *