আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত ?

আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত ?

প্রিয় বন্ধুরা,  নিশ্চয়ই আপনারা সবাই খুব ভাল আছেন। আমাদের এই পেজ এর মাধ্যমে জানাই আপনাদের সু-স্বাগতম।

আজ এই আর্টিকেলের মাধ্যমে, আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত? এ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই। তো চলুন বন্ধুরা, আমাদের আর্টিকেল টি শুরু করা যাক।

আমার গুগল একাউন্ট এর পাসওয়ার্ড কত? 

গুগল একাউন্ট বলতে সাধারণত G-Mail কে আমরা বুঝে থাকি। যার পূর্ণ অর্থ হচ্ছে, Google Mail. সংক্ষেপে আমরা g-mail (জি-মেইল) বলে থাকি।

জি- মেইল একাউন্ট খোলার সাথে সাথেই তৈরি হয়ে যায় একটি জি-মেইল অ্যাকাউন্ট আর এ জি-মেইল একাউন্ট থেকে এর  নাম হয়েছে গুগল একাউন্ট।

আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত ?
আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত ?

বেশির ভাগ সময়ই আমরা নিজেদের তৈরি করা গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে যাই। তখন কিন্তু, চাইলেও আমরা সে একাউন্ট অন্য কোন ফোনে বা ল্যাপটপে লগইন করতে পারি না। তখন আমরা নানা রকম চিন্তায় পড়ে যাই।

আমরা তখন ভাবতে থাকি যে, যদি আমি এখন গুগল একাউন্টের পাসওয়ার্ডটা ফিরে পেতাম। এমন একটা উপায় আছে যার মাধ্যমে খুব সহজেই একাউন্টের পাসওয়ার্ড ফিরে পাওয়া সম্ভব।  তো বন্ধরা চলুন দেখে নেওয়া যাক।

শুরুতেই আপনাদের বলে দেয়া ভালো যে, আপনারা কখনোই আপনাদের আগের google একাউন্ট এর পাসওয়ার্ড দেখতে পারবেন না। এখন হয়তো আপনারা বলতেই পারেন এতক্ষণ যে বললেন, গুগল একাউন্ট এর পাসওয়ার্ড পাওয়া খুব সহজ।

শুনতে অপ্রিয় হলেও আসলে এটাই সত্যি। তবে এটা মানতে হবে যে, প্রতিটি সমস্যারই একটি সমাধান রয়েছে।

গুগল একাউন্টের আগের পাসওয়ার্ড ফিরে পাবেন না তো কি হয়েছে । আমরা  চাইলে পাসওয়ার্ড রিসেট তো করতে পারবেন।

আর এই পাসওয়ার্ড রিসেট করার মাধ্যমে আমরা নতুন করে পাসওয়ার্ড দিতে পারব। যার ফলে গুগল একাউন্টের পাসওয়ার্ড দেখা যাবে সাথে আমরা জানতেও পারবো।

এখন আমরা জানব যে, গুগল একাউন্টের পাসওয়ার্ড কিভাবে রিসেট করতে হয়।

পাসওয়ার্ড রিসেট করার নিয়মঃ

গুগল একাউন্টের পাসওয়ার্ড রিসেট করা খুবই সহজ। আপনারা কিভাবে পাসওয়ার্ড রিসেট করবেন চলুন জেনে নেই।

১। প্রথমে আপনাদের নিজের ফোনের সেটিংস অপশনে চলে যান।

২। তারপর সেখান থেকে accounts অপশনটি খুঁজে বের করুন।

৩। সেখানে গিয়ে google সিলেক্ট করে নিন। এবার মোবাইলের পাসওয়ার্ড চাইবে সেটা দিয়ে দেন।

৪। এখন আপনার সকল গুগল একাউন্ট গুলো দেখতে পাবেন। এদের মধ্যে যে গুগল একাউন্টের পাসওয়ার্ডটি আপনি রিসেট করতে চান সেটা সিলেক্ট করে নিন।

৫। এরপর security  অপশন বের হবে, সেটাই ক্লিক করে নিচে চলে যান।

৬। এবার আপনি Forgot Password নামে একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করে নিন।

৭। এখন  আপনার একাউন্ট খোলার সময় আপনি যে নাম্বার দিয়েছিলেন,  সেটা দিয়ে ভেরিফাই করে নিন।

৮। এবার ভেরিফাই করা শেষ হলে, নতুন করে পাসওয়ার্ড  দিন এবং সেটা কনফার্ম করে নিন। তবে আপনি চাইলে নতুন পাসওয়ার্ডটি  মনে রাখার জন্য কোথাও লিখেও রাখতে পারেন।

ঠিক এভাবেই আপনি আপনার নিজের গুগল একাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে পারবেন খুব সহজেই।

আপনি চাইলে আপনার এই পাসওয়ার্ডটি নিরাপদেও রাখতে পারেন। আসুন জেনে নেই কিভাবে, পাসওয়ার্ড নিরাপদে রাখবেন।

গুগল একাউন্ট এর পাসওয়ার্ড নিরাপদে রাখার উপায়ঃ 

গুগল একাউন্ট এর পাসওয়ার্ড আপনি যদি নিরাপদে রাখতে চান তাহলে, কয়েকটি উপায় রয়েছে যেগুলো আপনি ফলো করতে পারেন।

 ১। আপনার একাউন্ট  এর পাসওয়ার্ড বারবার পরিবর্তন করবেন না। যার ফলে, আপনি ভুলে যেতে পারেন যে, আপনি সর্বশেষ কোন পাসওয়ার্ডটা দিয়েছিলেন। 

২। এমন কোন জায়গায় নিজের পাসওয়ার্ড লিখে রাখবেন না, যেন কারো চোখে পড়ে এবং পাসওয়ার্ড কখনো কারো সাথে শেয়ার করবেন না।

৩। এজন্য আপনি চাইলে একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন দিয়ে রাখতে পারেন। এতে করে, আপনার পাসওয়ার্ড কেউ জানলেও একাউন্টে লগ ইন করতে পারবে না।

শেষ কথাঃ 

তো বন্ধুরা আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা অনেক কিছুই জেনে গেলেন। একাউন্টের পাসওয়ার্ড কত? কিভাবে একাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে হয়?

কিভাবে নতুন পাসওয়ার্ড দিতে হয়? কিভাবে পাসওয়ার্ড টি নিরাপদ রাখতে হয়? সব কিছুই শিখে নিলেন। এবার প্র্যকটিকেল ভাবে প্রমান করে দেখতে পারেন।

আমাদের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে, প্রতিদিন সাইট টি ভিজিট করতে থাকুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *