pronoun classification bangla

Pronoun বা সর্বনাম কাকে বলে ও কত প্রকার কি কি? Pronoun Classification Bangla

সম্মানিত পাঠক বন্ধুরা এই আর্টিকেলে জানতে পারবেন pronoun classification bangla সম্পর্কে  বিস্তারিত আলোচনা। মনোযোগ সহকারে pronoun and its classification ও Pronoun koto prokar ki ki সম্পূর্ণ পড়ুন।

বাক্যে noun এর পরিবর্তে ব্যবহৃত শব্দকে pronoun বলে। যেমন : He is a nice person. এখানে He হল একটি pronoun.
She is working hard.

এই বাক্যে আমরা she এর জায়গায় আমরা যেকোনো নাম ব্যবহার করতে পারতাম, যেমন: Samia, Priya ইত্যাদি ।

অর্থাৎ noun কে replace করে আমরা pronoun she ব্যবহার করছি ।

Tense Bangla to English

Structure Of A Sentence | Advanced Formula

What is the pronoun of bangladesh

আমরা যখন বড় কোন paragraph লিখি তখন ওই একই subject এর নাম বার বার ব্যবহার না করে আমরা pronoun (he,she) ব্যবহার করে থাকি। কোন বস্তুর ক্ষেত্রে “It” ব্যবহার করে থাকি ।

ইংরেজি ব্যাকরণে প্রধানত ৪ ধরনের pronoun রয়েছে।
যথা :
1. Subject Pronoun
2. Object Pronoun Complement Pronoun
3. Possessive Pronoun
4. Relative Pronoun

Pronoun – Subject Pronoun

বাক্যে যেই pronoun- গুলো subject আকারে ব্যবহৃত হয়, তাকেই বলে subject pronoun ।

যেমন: I, you, he, she, we, they, it.

pronoun classification bangla এর প্রত্যেকটি বাক্যে আমরা খেয়াল করব এই pronoun গুলো বাক্যের subject বা বাক্যের কর্তা আকারে আবির্ভূত হচ্ছে।

যেমন:
I am going to the party.
We are living in this house for a long time.
It is a good pen.
They are very happy.

Want to learn excel result sheet? Go here.

একই বাক্যে ৩ টি subject pronoun থাকলে এদের সাজানোর নিয়মই হচ্ছে 231 rule .
আমরা যদি একই বাক্যে। (first person), you (second person), they (third person) এরকম তিনটি person- এর তিনটি subject pronoun ব্যবহার করার চেষ্টা করি, তাকেই বলে 231 rule.

Pronoun classification bangla বাক্যে 231 rule -এর প্রয়োগ :

pronoun classification bangla
pronoun classification bangla

বাংলায়: আমি, তুমি ও সে বাজারে গিয়েছিলাম ।
ইংরেজিতে: You, he and I went to the market. ( 231 rule )
আবার, খারাপ ফলাফল/ অপরাধের ক্ষেত্রে 231 rule এর বদলে আমরা ব্যবহার করব 123 rule |

অর্থাৎ তার প্রয়োগ হবে – 123

pronoun classification bangla
pronoun classification bangla

বলে না? অপরাধ সবসময় নিজে স্বীকার করে পরে অন্যের উপর চাপাতে হয় এবং ভালো কাজে যেভাবে অন্যকে আগে কৃতিত্ব দিয়ে পরে নিজেরটি নিতে হয় ঠিক এই নিয়মটাই এখানে প্রয়োগ করা হচ্ছে।

Pronoun classification bangla এখানে 231 rule – এ আমরা নিজেকে সবার শেষে বসিয়েছি কারণ একটি ভালো কাজ সম্পন্ন হয়েছে।
123 rule- এ আমরা নিজেকে সবার আগে বসিয়েছি কারণ একটি খারাপ কাজ সম্পন্ন হয়েছে।

বাক্যে 123 rule – এর প্রয়োগ:

বাংলায়: তুমি, আমি এবং সে অপরাধ করেছি।
ইংরেজিতে: I, you and he have done the crime (123 rule)
বি: দ্র: একটি সাধারণ ভুল হল অনেক সময় আমরা he এর বদলে him ব্যবহার করে ফেলি।
যেমন: Him and I (ভুল) 
Subject হিসেবে pronoun ব্যবহার করলে He and I হবে।
You and I ✔
You and me (ভুল)
কারণ me শব্দটি একটি object pronoun

Pronoun এর উদাহরণ এ আরেকটি ভুল ধরিয়ে দেওয়া যাক:

pronoun classification bangla
pronoun classification bangla

We, students want more vacations.✔

Us, students want more vacations  (ভুল) 

Pronoun – Object Pronoun

আমরা ইতোমধ্যে জেনেছি object হচ্ছে বাক্যে ব্যবহৃত এমন একটি অংশ যার ওপর কর্ম সম্পাদন করা হয়। ঠিক একইভাবে object pronoun হচ্ছে সেসকল pronoun যা বাক্যের যে কর্ম সম্পাদন হচ্ছে তা গ্রহণ করে বা তার ওপর সম্পাদিত হচ্ছে।
সহজভাবে বলতে গেলে, যে করছে সে করছে সে subject pronoun যাকে করা হচ্ছে সে object pronoun.

Object Pronoun গুলো হলো- me, you, him, her, it, us, them
উদাহরণসহ লক্ষ্য করলে বিষয়টি স্পষ্ট হবে।

Shakib (Subject) gave her (object pronoun) a present.

The teacher (Subject)  gave him (object pronoun) a bad grade.

She (Subject pronoun)  always writes e-mails to us (object pronoun).

লক্ষ্য করলে দেখা যায়, you, it এই দুইটি pronoun, subject এবং object pronoun উভয় হিসেবেই আবির্ভূত হয় বাক্যে। খেয়াল রাখতে হবে বাক্যে এরা কীভাবে ব্যবহৃত হয়েছে। যদি তারা নিজেরা কাজটি করে থাকে তাহলে subject pronoun হবে যদি তাদের ওপর কাজটি করা হয়ে থাকে বোঝায় তাহলে হবে object pronoun.

pronoun classification bangla pdf need?

উদাহরণসহ বিষয়টি লক্ষ্য করি,
You gave me a book.
এখানে You হচ্ছে subject pronoun কারন এখানে You কাজটি নিজে করেছে আমার ওপর।
He gave you the panjabi.

এখানে you হচ্ছে object pronoun কারন এখানে He subject pronoun টি কাজটি করেছে এবং you এর ওপর করা হয়েছে
অনেক সময় বাক্য It is দিয়ে শুরু হলে সে ক্ষেত্রে বাক্যের পরের অংশে subject pronoun নাকি object pronoun বসবে সেটি নিশ্চিত হতেও খেয়াল রাখতে হবে বাক্যে কে কাজটি সম্পাদন করছে আর কার ওপর কাজটি সম্পাদন করা হচ্ছে।

উদাহরণসহ লক্ষ্য করি,
It is I/me who have done this work.
এখানে দেখা যাচ্ছে আমি কাজটি করেছি বোঝানো হচ্ছে তাই এখানে subject pronoun বসবে। অর্থাৎ,
It is I who have done this work. আবার লক্ষ্য করি,

It is I/me whom you should blame.
এখানে লক্ষ্য করি, এখানে তুমি বা you কাজটি করছে বা ‘blame’ করছে আমাকে। তাই এখানে It is এর পরে object pronoun বসবে৷ অর্থাৎ,

It is me whom you should blame.
একইভাবে,
It is me whom you should give the award. (Object pronoun)

It is he who has climbed the mountain. (Subject pronoun)

Pronoun – Singular They And Them

They and them plural হিসেবে ব্যবহৃত হলে আসলেও এগুলোকে singular হিসেবে ব্যবহার করা যায়। কোনো বাক্যে যেই ব্যক্তি সম্পর্কে কথা বলা হচ্ছে তার Gender নিশ্চিত না হলে they এবং them বসে। যেমন, “Our president is a good person” এর বাক্যটি দ্বারা বোঝায় উপায় নেই যে প্রেসিডেন্ট নারী নাকি পুরুষ, আর এই বাক্যের সাথে যুক্ত পরবর্তী বাক্যে they অথবা them বসবে.

SubjectPronoun
Doctor (not sure about gender)They
Cleaner (not sure about gender)They
Sister (sure about gender)She
Raju (sure about gender)He

জেনে রাখা ভালোঃ Pronoun classification bangla যে সকল ব্যক্তি নারী/পুরুষ এই জেন্ডার বাইনারির মধ্যে অবস্থান করে না তাদের সম্বোধন করার জন্য they এবং them এর প্রচলন শুরু হয় এবং পরবর্তীতে যেখানে কোনো ব্যক্তির gender নিশ্চিতভাবে বোঝা সম্ভব হয় না সেই সকল ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়।

যেমনঃ
A patriot is for this country, we should respect them.
এখানে আমরা patriot এর gender সম্পর্কে জানি না তাই them ব্যবহার করা হয়েছে।

Pronoun – Who & Whom

Who – কথাটি ব্যবহৃত হয় বাক্যের subject হিসেবে। Who দিয়ে প্রশ্ন করলে যেই উত্তরটি পাব, তা সাধারণত বাক্যের subject হয়ে থাকে। যদি প্রশ্ন করি “Who did this? ” প্রশ্নের উত্তর হতে পারে Ramim did this. সেই ক্ষেত্রে Ramim বাক্যের subject।

আবার এই Ramim কে সরিয়ে দিয়ে যদি who বসিয়ে দেই, তাহলেই আমাদের প্রশ্নবোধক বাক্যটি গঠন হয়ে যাচ্ছে ।
কিন্তু যদি Ramim বাক্যের subject না হয়ে object হত তাহলে আমরা কি করতে পারি ?

Who দিয়ে প্রশ্ন করে সাধারণত আমরা বাক্যে কে কাজটি করেছে তা বের করার চেষ্টা করি। তবে আমরা যদি জানতে চাই কাকে করেছে, অর্থাৎ বাক্যের object বের করার চেষ্টা করি তাহলে আমরা “whom” দিয়ে প্রশ্ন করব। Whom এর ক্ষেত্রেও আমরা what এর যেই structure শিখেছি তা ব্যবহার করব।

যেমন :
Whom did you tell?
I told Ramim. (Object)

এখানে আমরা told শব্দটিকে ভেঙ্গে পাই – did tell। বাক্যের base form এর সাথে did বসালেই main verb টি ভাঙ্গা হয়ে যাচ্ছে ।

তাহলে বাক্যের গঠনটি দাঁড়াচ্ছে –
Wh question + verb auxilary + subject+ principal verb
Whom did you tell?
Whom have you seen?
উত্তরে পাই – I have seen Sakib.

Pronoun – Reflexive Pronoun

বাক্যে subject এবং object যদি একটি ব্যক্তি বা বস্তু হয়, pronoun classification bangla এইক্ষেত্রে Reflexive Pronoun ব্যবহার করতে হয়।
যেমন- যদি বলি “I love myself.” আমরা কাকে ভালবাসছি? আমরা নিজেই, নিজেকে ভালবাসি। এই ক্ষেত্রে আমরা ” । love me” না বলে, আমাদের ইংরেজি ব্যাকরণের নিয়ম অনুসারে reflexive pronoun “myself” ব্যবহার করতে হবে।
আরও কিছু উদাহরণ দেখি :

He helped himself সে নিজেই নিজেকে সাহায্য করেছে।
They like themselves – তারা নিজেদের পছন্দ করে।
He sent the letter to himself সে নিজেই নিজেকে চিঠি পাঠিয়েছিল।

অর্থাৎ, বাক্যে subject এবং object যদি একই ব্যাক্তি একই ব্যক্তিবর্গ হয়ে থাকে, তাহলে আমরা “reflexive pronoun ব্যবহার করে থাকি ।

“Reflexive pronoun” এর আরেকটি ব্যবহার হল: নিজে নিজেই – এমন expres- sion বোঝালে myself / himself ব্যবহার করে থাকি।

যেমন: I myself can do this. (আমি নিজেই কাজটা করতে পারি।) He himself did this (সে নিজেই কাজটি করেছে )
আবার জোড় দিয়ে কথা বলতেও আমরা reflexive pronoun ব্যবহার করি। যেমন: I myself don’t know this. (আমি নিজেই এই ব্যাপারে জানি না । ) সাধারণভাবে আমরা বলি “I don’t know this ”
তবে জোড় দিয়ে কথাটি বোঝানোর জন্য আমরা বলি “I myself don’t know this.”

Pronoun – Possessive Pronoun And Possessive Adjective

Possessive বলতে position/ মালিকানায় আছে এমন বোঝায়। Possessive Adjective একটি বাক্যের noun/pronoun এর আগে বসে কোনো কিছু/ কেউ কার অধীনে আছে সেটি বোঝায়।

Possessive Pronoun কার অধীনে আছে  pronoun classification bangla  এই প্রবন্ধে সেটি উল্লেখ করে থাকে। যেমন- This is my book. This book is mine. এখানে my হচ্ছে possessive adjective। আর mine হচ্ছে possessive pronoun. দুইটি দ্বারাই মালিকানা প্রকাশ করছে তবে দুইটির ব্যবহার ভিন্ন।

Possessive Adjective এর মধ্যে রয়েছে-
my, your, his, her, its, our, their
অন্যদিকে, Possessive Pronoun এর মধ্যে রয়েছে- mine, yours, his, hers, its, ours, yours, their
উদাহরণসহ বিষয়টি লক্ষ্য করার চেষ্টা করি,

Possessive Adjective এর কিছু উদাহরণ,
The students of class eleven submitted their assignment.
I cannot believe that you broke my glasses.
I walked for 4 hours and now I can’t feel my legs.
Possessive Pronoun এর কিছু উদাহরণ,
This shirt is mine. We got our fruits. What about theirs? Can I borrow your pen? I lost mine.

Pronoun – Possessive Adjectives Before Gerund Or Infinitive

Possessive বলতে position/ মালিকানায় আছে এমন বোঝায়। Possessive Adjective একটি বাক্যের noun/pronoun এর আগে বসে কোনো কিছু/ কেউ কার অধীনে আছে সেটি বোঝায়।

Possessive Pronoun কার অধীনে আছে সেটি উল্লেখ করে থাকে। যেমন- This is my book. This book is mine. এখানে my হচ্ছে possessive adjective। আর mine হচ্ছে possessive pronoun. দুইটি দ্বারাই মালিকানা প্রকাশ করছে তবে দুইটির ব্যবহার ভিন্ন ৷

Possessive Adjective এর মধ্যে রয়েছে-
my, your, his, her, its, our, their
অন্যদিকে, Possessive Pronoun এর মধ্যে রয়েছে- mine, yours, his, hers, its, ours, yours, their
উদাহরণসহ বিষয়টি লক্ষ্য করার চেষ্টা করি,

Possessive Adjective এর কিছু উদাহরণ,
The students of class eleven submitted their assignment. I cannot believe that you broke my glasses.
I walked for 4 hours and now I can’t feel my legs.
Possessive Pronoun এর কিছু উদাহরণ,
This shirt is mine.
We got our fruits. What about theirs? Can I borrow your pen? I lost mine.

আশা করি pronoun classification bangla এই আর্টিকেলে আপনি pronoun bangla সম্পর্কে পূর্ণাংঙ্গ একটি ধারনা পেয়েছেন। কোন প্রশ্ন থাকল খুব সহজেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *